ট্রেকিংয়ের জন্য চাই আরামদায়ক জুতা
শেয়ার করুন
ফলো করুন

যুগের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা আর শখের পরিবর্তন হয়। ইবনে বতুতা বা মার্কোপোলোর মতো ঐতিহাসিক অভিযাত্রীদের ভ্রমণ বই থেকে এখন আমরা বিংশ শতাব্দীর আধুনিক যুগে চলে এসেছি ট্রাভেল ব্লগের সময়ে। তবে যে যুগেই হোক, ভ্রমণে স্বাচ্ছন্দ্যের বিষয়টা সব সময়ই গুরুত্বপূর্ণ।

গুপী গাইন বাঘা বাইনের মতো ভূতের রাজার দেওয়া জাদুর জুতা থাকলে অবশ্য হাততালি দিলেই চলে যাওয়া যেত যেকোনো জায়গায়। সে সুযোগ না থাকলেও ট্রেকিংয়ে যাওয়ার আগে আরামদায়ক জুতার জোগাড় করতে হবে নারী-পুরুষ সবাইকে। নয়তো ভ্রমণের মজাটাই মাটি হবে। এবার আসা যাক ট্রেকিং করার জন্য জুতা কেনার সময় যেসব বিষয় মাথায় রাখতে হবে সে কথায়।

বিজ্ঞাপন

গ্রিপ ভালো করে দেখে নিন

ট্রেকে যাওয়ার আগে যখন জুতা কিনতে যাবেন, দেখে নিন যেন তার গ্রিপ খুব ভালো হয়। না হলে কিন্তু ঘটে যেতে পারে বড়সড় বিপত্তি। জুতার খাঁজগুলো ভালো করে দেখে নিতে হবে। খাঁজ যদি ভালো হয়, তবে আপনার জুতার গ্রিপও ভালো হবে। জুতা যদি কাদার মধ্যেও গ্রিপ পায়, তবে তা ট্রেকের জন্য উপযুক্ত।

জুতার সোলের দিকে নজর দিন

পাহাড়ে ট্রেক করার সময় উঁচু-নিচু জায়গা দিয়ে হাঁটাহাঁটি করতে হয়। আপনার জুতার সোল যদি স্থিতিস্থাপক না থাকে, তবে দীর্ঘ সময় ধরে হাঁটতে সমস্যা হতে পারে। জুতোর সোল পরীক্ষা করতে লোহার কোনো কিছু দিয়ে তা ঠুকে দেখতে পারেন। শব্দ শুনে বুঝতে পারবেন, কোন জুতার সোল নরম আর কোনটা নয়।

বিজ্ঞাপন

গোড়ালিতে সাপোর্ট আছে কি না, দেখে নিন

অনেক খেলার জুতা বা ট্রেকিংয়ের জুতায় ভালো গ্রিপ ও নরম, স্থিতিস্থাপক সোল থাকলেও গোড়ালির সাপোর্ট ঠিক থাকে না। পাহাড়ে ট্রেক করার সময়ে অমসৃণ ও খাড়া পথ ধরে ওঠানামা করতে হয়। জুতার গোড়ালিতে যদি ভালো সাপোর্ট না থাকে, তবে অনেক ক্ষেত্রেই গোড়ালি মচকে গিয়ে বিপদের আশঙ্কা থাকে।

জুতার সাইজ দেখে নিন

ট্রেকে যাওয়ার সময়ে চেষ্টা করুন সাধারণ সাইজের থেকে এক সাইজ বড় জুতো কেনার। দীর্ঘক্ষণ ধরে পাহাড়ি রাস্তায় হাঁটার সময়ে আপনার জুতায় যদি একটু বেশি বাতাস ঢোকার জায়গা থাকে, তাহলে পায়ের ওপর চাপ কম পড়ে। তবে খেয়াল রাখবেন, জুতার সাইজ যেন এত বেশি বড় না হয়, যাতে হাঁটতে গেলে খুলে আসে।

পানিরোধী বা ওয়াটারপ্রুফ কি না দেখে নিন

এখন বর্ষাকাল। তাই পাহাড়ে যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। কিন্তু আমদের দেশে বেশির ভাগ ট্রেকিং জুতারই ওপরের দিকটা হয় সোয়েডের, যা বৃষ্টিতে ভিজে যাওয়ার আশঙ্কা থাকে। অনেকক্ষণ ভেজা জুতা পরে থাকলে শরীর খারাপ হতে পারে। তাই জুতা কেনার সময়ে দেখে নিন জুতাটি যেন হয় পানিরোধী ক্ষমতাসম্পন্ন। তবে মাথায় রাখুন, ট্রেকিং করার জন্য কিন্তু শুধু জুতাই শেষ কথা নয়। নিজের শরীর বুঝে তবেই ট্রেকিংয়ে যান। না হলে বিপদ হতে পারে।

ছবি: হাল ফ্যাশন ও পেকজেলসডটকম

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১৫: ০০
বিজ্ঞাপন