বাংলাদেশ ফেস্টিভ্যালে দেশের পর্যটনশিল্প, পণ্য ও ঐতিহ্যের সমারোহ
শেয়ার করুন
ফলো করুন

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই উৎসব শুরু হয়েছে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’ বা ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ এবারের প্রতিপাদ্য। চার দিনব্যাপী এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি)। উৎসবটি প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। দর্শনার্থীরা এ আয়োজন উপভোগ করতে পারবেন বিনা মূল্যে। চার দিনের এই আয়োজনে দেশের প্রতিটি জেলার বিখ্যাত ও ঐতিহ্যবাহী খাবার,পণ্য ও পর্যটন এলাকা সম্পর্কে জানার সুযোগ পাবেন দর্শনার্থীরা।


দেশের পর্যটনশিল্প, পণ্য ও ঐতিহ্য তুলে ধরতে ১৬০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এ আয়োজনে। আছে ২০টি হোটেল রিসোর্ট, ৬৪ জেলার  খাবারের ৭০টি স্টল, কারুশিল্পের ২৬টি স্টল ও দুটি এয়ারলাইনসসহ বিনোদন পার্ক। তা ছাড়া দেশব্যাপী পর্যটনের বিভিন্ন অফার নিয়ে এসেছে ট্যুর ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, ট্যুর গাইডসহ বিদেশি দূতাবাস।

বিজ্ঞাপন

মেলায় ঢুকে প্রথমেই চোখে পড়বে সিরাজগঞ্জের পানতোয়া, ছানার জিলাপি ও বালিশ মিষ্টি। পুরান ঢাকার হাজির বিরিয়ানি, বাকরখানি ও মসলা পান থেকে শুরু করে আছে খানদানি খুলনার চুইঝালও। আছে জামতলার সাদেক গোল্লা, নাটোরের কাঁচাগোল্লা, কুষ্টিয়ার কুলফি, কুমিল্লার রসমলাই, মুক্তাগাছার মন্ডা, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী, চট্টগ্রামের মেজবান, বিসমিল্লাহর কাবাবসহ বিভিন্ন জেলার মুখরোচক সব খাবার। আরও আছে নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত ঝিনুক পিঠা, পুলি পিঠা, পাকন পিঠা, মালপোয়া ও নকশি পিঠা।

TANVIR AHAMMED

পরিবেশবান্ধব সব পণ্যসামগ্রী নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন সবাই। কলাগাছ থেকে তৈরি সুতা, সেই সুতায় তৈরি ফ্যাশন ও ঘর সাজানোর নানা সামগ্রী যেমন আছে, তেমনি আছে পাটের তৈরি পণ্যসামগ্রীও। মসলিন তৈরির বিভিন্ন ধাপসহ, ঐতিহ্যবাহী  জামদানি পুনরুদ্ধার হওয়ার গল্প প্রদর্শিত হচ্ছে এই উৎসবে।

বিজ্ঞাপন

পাশাপাশি ভ্রমণ উৎসুক দর্শনার্থীদের আকর্ষণীয় ট্যুর প্ল্যান তৈরি করে দিতে এ উৎসবে সহায়তা করছে ট্যুর এজেন্সিগুলো। দর্শনার্থীরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, পর্যটনসম্পদ সম্পর্কে জানতে পারছেন।


বাংলাদেশ ফেস্টিভ্যালে পর্যটক ও পর্যটনকেন্দ্রের নিরাপত্তা, আবাসন, এভিয়েশন পর্যটন খাতে কর্মসংস্থানের সম্ভাবনা এবং পর্যটনশিল্পে নারীর অংশগ্রহণ, প্রত্ন–পর্যটন, খাদ্য–পর্যটন, পর্যটন ও এভিয়েশন সাংবাদিকতা, প্লাস্টিক ফ্রি সেন্ট মার্টিনের বিষয়ে বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। আয়োজিত হচ্ছে আঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন গম্ভীরা, সিলেটের আঞ্চলিক গান, গাজি–কালুর পট, পথনাট্য, বাউলগান, পুঁথিপাঠ, কাওয়ালিসহ বিশিষ্ট শিল্পীদের গানের আয়োজন।

ছবিঃ তানভীর আহমেদ ও বাংলাদেশ ফেস্টিভ্যালের ফেসবুক পেইজ

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮: ৩০
বিজ্ঞাপন