এ বছর ভ্রমণের ক্ষেত্রে যে ৬টি ট্রেন্ড দেখা গেছে
শেয়ার করুন
ফলো করুন

ভ্রমণ মানে নিজেকে জানার অভিযান। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বলেছেন, ভ্রমণ প্রথমে তোমাকে নির্বাক করে দেবে, তারপর তোমাকে গল্প লিখতে বাধ্য করবে। খুব সত্যি কথা। নিজের চিন্তার জায়গাটিকে প্রসারিত করতে ভ্রমণের বিকল্প নেই। বিলাসিতা নয়, বরং বর্তমান সময়ে ভ্রমণ পরিণত হয়েছে জীবনযাপনের এক অবিচ্ছেদ্য অংশে। কারণ, ভ্রমণ মানে কেবল কোথাও গিয়ে ঘুরে আসা নয়, এর সঙ্গে আর্থসামাজিক প্রেক্ষাপট ও পারিপার্শ্বিক পরিবর্তনের বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। এ বছর বেশ কিছু যুগান্তকারী ট্রেন্ডস দেখা গেছে, যা ভ্রমণের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতেও আনবে।

১. ইকোট্যুরিজম

পরিবেশবান্ধব পর্যটনস্থলের প্রতি আগ্রহ বেড়েছে
পরিবেশবান্ধব পর্যটনস্থলের প্রতি আগ্রহ বেড়েছে

এ বছর দেশে ও দেশের বাইরে ভ্রমণপিপাসুদের মধ্যে দেখা গেছে ইকোফ্রেন্ডলি বা পরিবেশবান্ধব পর্যটনস্থলের প্রতি আগ্রহ। টাঙ্গুয়ার হাওরের হাউজবোট, সিলেটের চা–বাগানের ভেতরের মাটির ঘর, সুন্দর বনে ইরাবতীর মতো স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করে গড়ে ওঠা রিসোর্টের প্রতি আগ্রহ অনেক বেশি দেখা গেছে। সবচেয়ে ইতিবাচক বিষয় ছিল স্থানীয় অধিবাসীদের সরাসরি অংশগ্রহণের কারণে সেই অঞ্চলের সংস্কৃতি ও খাবারের প্রতি ভ্রমণকারীদের আগ্রহ অনেক বেশি বৃদ্ধি পায়, যা আগামী বছরগুলোতেও চলমান থাকবে।

বিজ্ঞাপন

২. সাদা পাহাড়ে অভিযান

তুষারে আবৃত সাদা পাহাড় অভিযানে যাচ্ছে এখন তরুণরা
তুষারে আবৃত সাদা পাহাড় অভিযানে যাচ্ছে এখন তরুণরা

কয়েক বছর ধরেই তুষারে আবৃত সাদা পাহাড় অভিযানের বিষয়ে মানুষের আগ্রহ বেড়েছে অনেকখানি। এর মধ্যে দেখা যাচ্ছে, অনেক তরুণ পর্বতারোহী এক্সপেডিশন করতে যাচ্ছেন। এভারেস্ট বেজক্যাম্প, অন্নপূর্ণা বেজক্যাম্প, মানাসলু, আমা দাবলামের মতো কঠিন পিক সামিট থেকে শুরু করে নেপাল ও ভারতের বিভিন্ন মনোরম সার্কিটে দেখা যাচ্ছে তাঁদের পদচারণ। সাম্প্রতিক সময়ে ইকরামুল হক শাকিল প্রথম বাংলাদেশি হিসেবে সম্পন্ন করেন দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল। পেশায় চিকিৎসক বাবর আলি এক্সপেডিশন করেন আমা দাবালামে। এই সাহসী অভিযাত্রীদের দেখে আগ্রহী হচ্ছেন অনেক তরুণ। দল বেঁধে বিভিন্ন ট্রাভেল গ্রুপের মাধ্যমে বা নিজেরাই যাচ্ছেন সাদা পাহাড়ে, যা আগামী দিনেও অব্যাহত থাকবে।

৩. গ্ল্যাম্পিং ও ক্যাম্পিং

তাঁবুবাসের প্রতি ঝোঁক বেড়েছে
তাঁবুবাসের প্রতি ঝোঁক বেড়েছে

করোনাকালে দীর্ঘ সময় গৃহবন্দী থাকতে থাকতে মানুষের মধ্যে একধরনের আড়ষ্টতা চলে এসেছিল। করোনার বিধিনিষেধ শেষে সব যখন স্বাভাবিক হচ্ছিল, তখন থেকেই অনেক দিন বন্দিজীবন কাটানো সবার মধ্যে ভ্রমণের অদম্য আগ্রহ জন্মায়। প্রকৃতির কোলে তাঁবুবাসের প্রতি ঝোঁক বেড়ে যায় এই বছরটায় এসে। কাপ্তাইয়ের রায়না টুগন, শ্রীমঙ্গলের ব্যাক ইয়ার্ড রি-ট্রিট, গাজীপুর বেজক্যাম্পের মতো অনেক জায়গায় নাগরিক সুবিধাসহ গ্ল্যাম্পিং প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয়। অনেকেই আবার নিজ উদ্যোগে নিজস্ব তাঁবু নিয়ে চলে যান প্রকৃতির মাঝে। দেশের মধ্যে বান্দরবান ও সীতাকুণ্ডে এ বছর প্রচুর ক্যাম্পিং ট্যুরের আয়োজন করে বিভিন্ন ট্রাভেল গ্রুপ।

৪. সারা দিনের ঝটিকা সফর বা স্টেকেশন

স্টেকেশন এখন নতুন ট্র্যাভেল ট্রেন্ড
স্টেকেশন এখন নতুন ট্র্যাভেল ট্রেন্ড

এ বছর অনেক রিসোর্ট শুরু হয়েছে, যারা ডে লং বা সারা দিনের প্যাকেজের ব্যবস্থা করেছে। বিদেশে আগে থেকেই এই বিষয়টা চলে এলেও এ বছর ঢাকার আশপাশে বা বিভিন্ন বিভাগীয় শহরের কাছাকাছি এমন স্টেকেশন ডেস্টিনেশনগুলো জনপ্রিয়তা পেয়েছে প্রচুর। এ ছাড়া অনেক মানুষ সারা দিনের ঝটিকা সফরে ফ্যামিলি ট্রিপে আগ্রহী হয়েছেন এই বছরে এসে।

বিজ্ঞাপন

৫. আগ্রহ বাড়ছে সাশ্রয়ী ভ্রমণে

খরচের দিকটাও  মাথায় রাখছেন ভ্রমণেচ্ছুরা
খরচের দিকটাও মাথায় রাখছেন ভ্রমণেচ্ছুরা

করোনা–পরবর্তী সময়ে মানুষ খরচের দিক থেকে অনেক বেশি সচেতন হয়েছেন। ভ্রমণকে প্রাধান্য দিয়ে আবাসন আর খাবারের ক্ষেত্রে খরচ কমানোর ট্রেন্ড দেখা যাচ্ছে এই সময়ে। এ বছর সবার মধ্যেই কম খরচে সাশ্রয়ী ভ্রমণস্পটগুলোর প্রতি আগ্রহ দেখা যায়। সে কারণে ঢাকার কাছাকাছি ভ্রমণস্পটগুলো সাপ্তাহিক ছুটির দিনে ছিল বেশ জমজমাট। কক্সবাজার, সীতাকুণ্ড, সিলেট, বান্দরবানেও দল বেঁধে বেড়াতে যেতে দেখা যায় ব্যাকপ্যাকারদের।

৬. ট্রাভেল-অ্যাপ প্রযুক্তির ব্যবহার

তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন অনলাইন টিকিটিং সিস্টেম অনেক কার্যকর
তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন অনলাইন টিকিটিং সিস্টেম অনেক কার্যকর

তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন অনলাইন টিকিটিং সিস্টেম অনেক কার্যকর। বেসরকারি ও সরকারি পরিষেবায় বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাস, ট্রেন, বিমান—সবকিছুরই টিকিট কাটা যায়। হোটেল বা রিসোর্টের বুকিংও অনলাইনেই হয় এখন বেশি। ২০২৩–এর পরিসংখ্যান বলে, এ বছর অনলাইন টিকিট বিক্রির হার আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে।

ছবি: বাবর আলি, মো মাসুম, মুন নেস্ট ইকো রিসোর্ট, রায়না টুগন ইকো রিসোর্ট ও বেজ ক্যাম্প গাজিপুর

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮: ০৬
বিজ্ঞাপন