আস্ত প্লেনই যখন রেস্তোরাঁ
শেয়ার করুন
ফলো করুন

মতিঝিল-উত্তরা-মিরপুর মেট্রোরেলের যেকোনো স্টেশন থেকে আগারগাঁও স্টপেজে নেমে চলে যেতে পারবেন আস্ত প্লেনের ভেতরে অবস্থিত এক অভিনব রেস্তোরাঁয়। আগারগাঁও মেট্রোরেল স্টপেজে নামতে পাশেই বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর, যেখানে প্রবেশমূল্য ৫০ টাকা। ভেতরে ঢুকলে দেখতে পাবেন বিমানবাহিনীর বিভিন্ন ধরনের বিমান। রয়েছে যুদ্ধবিমান, কার্গো, যাত্রীবাহী বিমানসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র। আরও আছে বিনোদনকেন্দ্র, বাম্পার কার, শিশুদের খেলার সরঞ্জাম আর ফুড কোর্ট।দর্শনার্থীরা উপভোগ করতে পারেন পার্কের রাইডগুলো।  রয়েছে খেয়াঘাটে নৌকা চড়ার ব্যবস্থা।

ঘুরে দেখা ও ছবি তোলার পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে অভিনব, তা হলো আস্ত একটা প্লেনের ভেতরে থাকা রেস্টুরেন্ট। এখানে প্রবেশমূল্য ১০০ টাকা। টিকেটটি একদম বিমানের বোডিং পাসের আদলে তৈরি। ২০০১ সালে এই প্লেনটি বাংলাদেশ বিমানবাহিনীতে সংযুক্ত করা হয়। এর সিরিয়াল নাম্বার ০৭৫৪-সি ১৩০৮। এটি একটি বিশেষ প্লেন। প্যান্ডেমিক চলাকালীন প্রথম করোনা টিকার চালান আসে এই প্লেনে করেই। সেনাবাহিনীর বিভিন্ন সেবামূলক ও রেস্কিউ মিশনে ব্যবহার করা হয়েছে এই বিমানটি। ২০১৫ সালে নেপাল ভূমিকম্পে ত্রাণসহায়তা প্রদানে ব্যবহার হয় এই প্লেন। এটি শেষ চালানো হয় ২০২১ সালে। পরবর্তী সময়ে একে রূপান্তরিত করা হয় রেস্তোরাঁয়, যার নাম হারকিউলিস ক্যাফে।

বিজ্ঞাপন

ভেতরে অন্দরসজ্জা বেশ নান্দনিক। লাউঞ্জের মতো করে ইন্টেরিয়র করা। পাঁচ তারকা হোটেলের আমেজ পাবেন আপনি এখানে। শীতাতপনিয়ন্ত্রিত এই ক্যাফের ককপিট সবচেয়ে আকর্ষণীয়। একেবারে পাইলটের আসনে বসে কিছু সময়ের জন্য ‘টপ গান’ মুভির ম্যাভেরিকের জায়গায় নিজেকে কল্পনা করতেই পারেন আর তুলতে পারেন সেলফি। ক্যাফের মেন্যুতে রয়েছে স্ন্যাকস–জাতীয় খাবার। দাম ৬০ থেকে ২২০ টাকার মধ্যে। আইটেম হিসেবে আছে শাওয়ারমা, বার্গার, মিনি পিৎজা, ডোনাট, কেক, কফি, আইসক্রিমের মতো খাবার।

ম্যানেজারের কাছ থেকে জানা যায়, দেড় বছর হলো রেস্তোরাঁটি খোলা হয়েছে। ভেতরে একটি আলাদা লাউঞ্জ রয়েছে, যা কেবল বিমানবাহিনীর কর্মকর্তাদের জন্য। খানিকটা ভিন্ন আমেজের আস্বাদ পেতে অবসরে চলে যেতে পারেন বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরের হারকিউলিস ক্যাফেতে। এখানে সাপ্তাহিক ছুটি রোববার আর শনিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে ক্যাফে। এ ছাড়া সোম থেকে শুক্রবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। এখানে সবকিছুতে ঢুকতেই টিকিট কাটতে হবে আপনাকে। নাগরিক জীবনে বিনোদনের জায়গা বেশ কম। সেখানে বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর আসলেই দারুণ এক গন্তব্য।

ছবি: লেখক

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫: ১৬
বিজ্ঞাপন