বেড়িয়ে আসুন প্রাণের প্রাচুর্য্যে ভরপুর সিঙ্গিনালার মারমা গ্রাম থেকে
শেয়ার করুন
ফলো করুন

প্রাণের প্রাচুর্য্য আর নির্মল আবেগে ভরা খুব সহজ–সরল প্রাকৃতিক জীবনের মানুষ দেখতে চাইলে বেনজীর আহমেদ সিদ্দিকীর সঙ্গে বেড়িয়ে আসতে হবে পাবর্ত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রাম থেকে।

ছবি: লেখক

৩/১৮
পাহাড়ের উপর গড়ে ওঠা বাড়িতে বসে ধান শুকানোর সময় চিবিদং (একধরনের হুঁকো) টানা হচ্ছে।
পাহাড়ের উপর গড়ে ওঠা বাড়িতে বসে ধান শুকানোর সময় চিবিদং (একধরনের হুঁকো) টানা হচ্ছে।
৪/১৮
পাহাড়ের কোল ঘেঁষে জুমের মতো করে চাষ হচ্ছে আনারসের।
পাহাড়ের কোল ঘেঁষে জুমের মতো করে চাষ হচ্ছে আনারসের।
বিজ্ঞাপন
৫/১৮
 একসময় প্রচুর রাবার বাগান করা হলেও এখন দাম না থাকায় আগ্রহ পাচ্ছেন না মারমা চাষিরা।
একসময় প্রচুর রাবার বাগান করা হলেও এখন দাম না থাকায় আগ্রহ পাচ্ছেন না মারমা চাষিরা।
৬/১৮
বিজ্ঞাপন
৭/১৮
 গ্রামের বাজারে ওঠে কুঁচিয়া, নানা ধরনের মাছ, শুঁটকি, নাপ্পি, শূকরের মাংস, বিভিন্ন ধরনের সবজি, টক পাতা, পাহাড়ি শিমুল আলু ইত্যাদি।
গ্রামের বাজারে ওঠে কুঁচিয়া, নানা ধরনের মাছ, শুঁটকি, নাপ্পি, শূকরের মাংস, বিভিন্ন ধরনের সবজি, টক পাতা, পাহাড়ি শিমুল আলু ইত্যাদি।
৮/১৮
 নেপালের পোখারার ফেওয়া লেকের চেয়ে বরং বেশিই সুন্দর এই গ্রামের মনাটেক জাদুগানালা লেক।
নেপালের পোখারার ফেওয়া লেকের চেয়ে বরং বেশিই সুন্দর এই গ্রামের মনাটেক জাদুগানালা লেক।
৯/১৮
মাটির মতো মানুষ অনুমং দাদা খাবারের আয়োজনে ব্যস্ত। মাঝে লাল টি-শার্ট পরা লেখক
মাটির মতো মানুষ অনুমং দাদা খাবারের আয়োজনে ব্যস্ত। মাঝে লাল টি-শার্ট পরা লেখক
১০/১৮
 ছ্যাছমা মু তৈরিতে ব্যস্ত মহিলারা
ছ্যাছমা মু তৈরিতে ব্যস্ত মহিলারা
১১/১৮
অনুমং দাদার শ্বশুরবাড়িতে হ্লামং দাদা, চ্যাহ্লাউ দাদা, উঘ্যাং দাদা, সুইতিমং দাদার সঙ্গে দাওয়াত খাওয়ার অভিজ্ঞতা আজীবনের অমলিন স্মৃতি।
অনুমং দাদার শ্বশুরবাড়িতে হ্লামং দাদা, চ্যাহ্লাউ দাদা, উঘ্যাং দাদা, সুইতিমং দাদার সঙ্গে দাওয়াত খাওয়ার অভিজ্ঞতা আজীবনের অমলিন স্মৃতি।
১২/১৮
অতিথি আপ্যায়নে থাকে ছ্যাছমা মু, কদংমু, শিমুল আলু, মাংস, মাছ, ভাত, টক, ডাল, সবজি, ইত্যাদি।
অতিথি আপ্যায়নে থাকে ছ্যাছমা মু, কদংমু, শিমুল আলু, মাংস, মাছ, ভাত, টক, ডাল, সবজি, ইত্যাদি।
১৩/১৮
গ্রামের ধর্মপ্রাণ মানুষ নিয়মিত মহামনি বৌদ্ধবিহারে যান।
গ্রামের ধর্মপ্রাণ মানুষ নিয়মিত মহামনি বৌদ্ধবিহারে যান।
১৪/১৮
 হ্লামং দাদার বাড়ি যেন গৌতম বুদ্ধের পবিত্র বাণীকে ধারণ করে শান্তির সুবাতাস ছড়িয়ে যাচ্ছে।
হ্লামং দাদার বাড়ি যেন গৌতম বুদ্ধের পবিত্র বাণীকে ধারণ করে শান্তির সুবাতাস ছড়িয়ে যাচ্ছে।
১৫/১৮
গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ছবির মতো সেজেছে শিশুদের জন্য।
গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ছবির মতো সেজেছে শিশুদের জন্য।
১৬/১৮
স্কুলের সঠিক ব্যবস্থাপনায় আছেন প্রধান শিক্ষক হ্লাথুই কারবারি এবং অন্যান্য শিক্ষক।
স্কুলের সঠিক ব্যবস্থাপনায় আছেন প্রধান শিক্ষক হ্লাথুই কারবারি এবং অন্যান্য শিক্ষক।
১৭/১৮
এই গ্রামের পাহাড়ে বনমোরগ আজকাল আর তেমন পাওয়া যায় না বললেই চলে। কালেভদ্রে দুয়েকটা ধরা পড়ে। অনেকেই শখ করে বাড়িতে পালে।
এই গ্রামের পাহাড়ে বনমোরগ আজকাল আর তেমন পাওয়া যায় না বললেই চলে। কালেভদ্রে দুয়েকটা ধরা পড়ে। অনেকেই শখ করে বাড়িতে পালে।
১৮/১৮
মা–বাবার আদরে ভরিয়ে রাখেন সব সময়। এটাই মারমাদের সবাইকে আপন করে নেওয়ার ঐতিহ্য।
মা–বাবার আদরে ভরিয়ে রাখেন সব সময়। এটাই মারমাদের সবাইকে আপন করে নেওয়ার ঐতিহ্য।
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১১: ০০
বিজ্ঞাপন