প্রাণের প্রাচুর্য্য আর নির্মল আবেগে ভরা খুব সহজ–সরল প্রাকৃতিক জীবনের মানুষ দেখতে চাইলে বেনজীর আহমেদ সিদ্দিকীর সঙ্গে বেড়িয়ে আসতে হবে পাবর্ত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রাম থেকে।
ছবি: লেখক
৩/১৮
পাহাড়ের উপর গড়ে ওঠা বাড়িতে বসে ধান শুকানোর সময় চিবিদং (একধরনের হুঁকো) টানা হচ্ছে।
৪/১৮
পাহাড়ের কোল ঘেঁষে জুমের মতো করে চাষ হচ্ছে আনারসের।
বিজ্ঞাপন
৫/১৮
একসময় প্রচুর রাবার বাগান করা হলেও এখন দাম না থাকায় আগ্রহ পাচ্ছেন না মারমা চাষিরা।
৬/১৮
বিজ্ঞাপন
৭/১৮
গ্রামের বাজারে ওঠে কুঁচিয়া, নানা ধরনের মাছ, শুঁটকি, নাপ্পি, শূকরের মাংস, বিভিন্ন ধরনের সবজি, টক পাতা, পাহাড়ি শিমুল আলু ইত্যাদি।
৮/১৮
নেপালের পোখারার ফেওয়া লেকের চেয়ে বরং বেশিই সুন্দর এই গ্রামের মনাটেক জাদুগানালা লেক।
৯/১৮
মাটির মতো মানুষ অনুমং দাদা খাবারের আয়োজনে ব্যস্ত। মাঝে লাল টি-শার্ট পরা লেখক