দৃষ্টিনন্দন শহীদ ডা. ফজলে রাব্বী পার্ক
শেয়ার করুন
ফলো করুন

দীর্ঘদিন সংস্করণকাজ চলায় বন্ধ ছিল গুলশান-১–এর শহীদ ডা. ফজলে রাব্বী পার্ক। চলতি মাসের প্রথম দিন থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পার্কটি। অন্যান্য পার্কের তুলনায় বেশ অত্যাধুনিক ও ব্যতিক্রম ডা. ফজলে রাব্বী পার্ক। পার্কের চারপাশ ঘিরে দেওয়া হয়েছে ১৫ ফুট উচ্চতার স্বচ্ছ কাচ দিয়ে। পার্কের বাইরের শব্দ ৫০ শতাংশ কমিয়ে আনতে এমন ব্যবস্থা করা হয়েছে। দৃষ্টিনন্দন এই পার্কে রয়েছে বহু প্রজাতির গাছ। সবার জন্য উন্মুক্ত হওয়ায় নিরিবিলি সময় কাটাতে সব বয়সী মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে।

লেখা ও ছবি: আশিকুর রহমান

১/৮
ঢাকা দক্ষিণের নাগরিকদের জন্য সিটি করপোরেশনের নেওয়া উদ্যোগের ২৪টি আধুনিক পার্কের একটি এটি
ঢাকা দক্ষিণের নাগরিকদের জন্য সিটি করপোরেশনের নেওয়া উদ্যোগের ২৪টি আধুনিক পার্কের একটি এটি
২/৮
বটবৃক্ষের ছায়ায় বিশ্রামের জন্য গাছের শিকড় বাঁধাই করে টাইলস দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে
বটবৃক্ষের ছায়ায় বিশ্রামের জন্য গাছের শিকড় বাঁধাই করে টাইলস দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে
বিজ্ঞাপন
৩/৮
এখানে বিভিন্ন প্রজাতির গাছসহ রয়েছে ঔষধি গাছ। পার্কটি পাখিদের জন্য অভয়ারণ্য হয়ে উঠেছে
এখানে বিভিন্ন প্রজাতির গাছসহ রয়েছে ঔষধি গাছ। পার্কটি পাখিদের জন্য অভয়ারণ্য হয়ে উঠেছে
বিজ্ঞাপন
৪/৮
পার্কের উত্তর পাশে রয়েছে লোহার তৈরি সাঁকো, যা পার্কের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে
পার্কের উত্তর পাশে রয়েছে লোহার তৈরি সাঁকো, যা পার্কের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে
৫/৮
শব্দদূষণ রোধে পার্কের চারপাশে ১৫ ফুট উচ্চতার স্বচ্ছ কাচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে
শব্দদূষণ রোধে পার্কের চারপাশে ১৫ ফুট উচ্চতার স্বচ্ছ কাচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে
৬/৮
পার্কে ব্যায়াম অথবা ঘুরতে আসা ব্যক্তিদের বিশ্রামের জন্য রয়েছে কাঠের তৈরি বেঞ্চ
পার্কে ব্যায়াম অথবা ঘুরতে আসা ব্যক্তিদের বিশ্রামের জন্য রয়েছে কাঠের তৈরি বেঞ্চ
৭/৮
পার্কের ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন কৃত্রিম টিলা
পার্কের ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন কৃত্রিম টিলা
৮/৮
পার্কের পাশেই রয়েছে পরিচ্ছন্ন সবুজে ঘেরা লেক ও বাঁধানো পাড়
পার্কের পাশেই রয়েছে পরিচ্ছন্ন সবুজে ঘেরা লেক ও বাঁধানো পাড়
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ২২
বিজ্ঞাপন