প্রাচীনকাল থেকেই পৃথিবীজুড়ে ভ্রমণপিপাসুদের কোনো কমতি নেই। যাঁরা ভ্রমণ করতে ভালোবাসেন, তাঁরা সব সময় সন্ধানে থাকেন নতুন কোনো জায়গা খুঁজে বের করার। মানুষ ভ্রমণের জন্য সব সময় নতুন অভিজ্ঞতার অনুসন্ধানে থাকে এবং সেই এলাকার সংস্কৃতির সঙ্গে মিশেও যায়। সুপরিচিত সংবাদ সংস্থা সিএনবিসির জন্য আমেরিকান এক্সপ্রেস ট্রাভেল সম্প্রতি ২০২৪ সালের সেরা ট্রেন্ডি ১০টি নয়নাভিরাম পর্যটনস্থলের নাম প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন্ডিংয়ে থাকা এই স্থানগুলোতে জেনজি আর মিলেনিয়ালদের ভ্রমণের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। অন্তর্জালে সার্চও করা হচ্ছে এই জায়গাগুলো নিয়ে সবচেয়ে বেশি। চলুন জেনে নেওয়া যাক, ভ্রমণ-ট্রেন্ডের শীর্ষে থাকা এমন ১০টি স্থানের নাম।
১. অ্যাডিলেড হিলস, অস্ট্রেলিয়া
অ্যাডিলেড হিলস দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত সবচেয়ে আকর্ষণীয় এলাকাগুলোর মধ্যে একটি। পাহাড়ে ঢাকা এই স্থানটিতে গেলেই মনে হবে আপনি অন্য এক পৃথিবীতে বিরাজ করছেন। সেই সঙ্গে স্থানটির শান্ত শীতল আবহাওয়া মনকেও প্রশান্ত করে।
২. বোদরুম, তুরস্ক
বোদরুম তুরস্কের বিখ্যাত ফিরোজা উপকূলের একটি সুন্দর শহর। ইতিহাস, স্থানীয় নান্দনিক সামগ্রীর বাজার এবং সমুদ্রতীরবর্তী রেস্তোরাঁগুলোর অনন্য এক সমন্বয় এই শহর। যাঁরা ইতিহাস ও নান্দনিকতা ভালোবাসেন, তাঁদের পছন্দের তালিকায় নিঃসন্দেহে স্থান করে নিতে পারে এই শহর।
৩. সার্ভো, ইতালি
সার্ভো ইতালিতে অবস্থিত একটি প্রাচীন শহর। এটি ইমপেরিয়া প্রদেশের ইতালীয় রিভিয়েরা বরাবর একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এর প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হলো সেন্ট জন দ্য ব্যাপটিস্টের চার্চ।
৪. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
ক্যারিবিয়ান এই দুই অঞ্চলে রয়েছে একই সঙ্গে অনেক কিছু উপভোগের সুযোগ। কারণ, এখানে রেইনফরেস্টসহ রয়েছে আগ্নেয়গিরির চূড়া ও অসাধারণ সব সমুদ্রসৈকত। যাঁরা হাইকিং করতে ভালোবাসেন, তাঁরা নেভিসের লুকানো জলপ্রপাতের মধ্য দিয়ে হাইক করতে পারেন।
৫. নিসেকো, জাপান
নিসেকো জাপানের হোক্কাইডোতে অবস্থিত একটি স্কি রিসোর্টের শহর। এটি পাউডার স্নোর জন্যও বেশ পরিচিত, যা শুধু এই এলাকার বিশেষ জলবায়ুর কারণেই হয়ে থাকে। এই সৌন্দর্য উপভোগের জন্য পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে যান সেখানে।
৬. সান মিগুয়েল ডি আলেন্দে, মেক্সিকো
সান মিগুয়েল তার অনন্য সংস্কৃতির জন্য বিখ্যাত। এই শহরটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ঘেরা। এ ছাড়া যাঁরা ভোজনরসিক, তাঁদের পছন্দের তালিকায় থাকতে পারে এই স্থান। এখানে পাবেন মেক্সিকান খাবারের আসল স্বাদ।
৭. সান্তা ফে, নিউ মেক্সিকো, যুক্তরাষ্ট্র
সান্তা ফে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি মনোমুগ্ধকর শহর। শহরটি অসাধারণ স্থাপত্য ও মরুভূমিতে ঢাকা। প্রাকৃতিক সৌন্দর্য যাঁদের মুগ্ধ করে, তাঁদের জন্য সান্তা ফে একটি আদর্শ স্থান।
৮. সেশেলস
সেশেলস পূর্ব আফ্রিকার অদূরে ভারত মহাসাগরের ১১৫টি দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। এটি অসংখ্য সৈকত, প্রবাল প্রাচীরের পাশাপাশি বিরল প্রাণী জায়ান্ট আলদাবরা কাছিমের আবাসস্থল। এ ছাড়া এটি বিভিন্ন পর্বত, রেইনফরেস্ট ও সৈকতে ঘেরা।
৯. উদয়পুর, রাজস্থান
উদয়পুর রাজস্থানের মনোরম শহরগুলোর মধ্যে অন্যতম। এটি হ্রদের শহর আর প্রাচ্যের ভেনিস নামেও পরিচিত। শহরটির ইতিহাস একেকটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে। উদয়পুর বেশ কিছু দর্শনীয় স্থান, হ্রদ, দুর্গ এবং পার্কের জন্য বিখ্যাত।
১০. জেরম্যাট, সুইজারল্যান্ড
জেরম্যাট সুইজারল্যান্ডের ভালিস ক্যান্টনের একটি ছোট শহর। জেরম্যাট সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০৮ মিটার উচ্চতায় অবস্থিত। এর চারপাশে সুইজারল্যান্ডের শীর্ষ পর্বতগুলো অবস্থিত। পর্বতারোহণ আর স্কিইং করার জন্য জেরম্যাট পর্যটকদের কাছে বিখ্যাত।
সূত্র: সিএনবিসি
ছবি: উইকিপিডিয়া ও উইকিমিডিয়া কমনস