দিনের বেশির ভাগ সময় যাঁদের বাইরে কাটাতে হয়, তাঁরা অনেকেই বড় সাইজের ব্যাগ ক্যারি করে থাকেন। কিছু জিনিস লিস্ট করে সঙ্গে রাখলেই সারা দিনের যেকোনো আবহাওয়াতেও অপ্রস্তুত হতে হয় না। ব্যাগে ছাতা, রোদচশমা, গ্যাজেট রাখার জন্য ওয়াটারপ্রুফ কোনো জিপার ব্যাগ ইত্যাদি সঙ্গে রাখতে পারেন। ছাতা আপনাকে রোদের তীব্রতা থেকেও রেহাই দেবে, আবার বৃষ্টি থেকেও বাঁচাবে। এ ছাড়া আপনার ব্যাগ পানিরোধক হলে তো বেশ ভালো। তবে তা না হলে প্রয়োজনীয় জিনিস বাঁচাতে, সঙ্গে রাখতে পারেন জিপ লক পলি।
এই সময়ে জুতার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কারণ, বৃষ্টি এলে আমাদের সবচেয়ে ভোগান্তি পোহাতে হয় এই জুতা নিয়েই। তাই একটু উঁচু এবং পানিরোধক জুতা এই সময়ের জন্য বেশ উপযোগী। বাজারে নানা ধরনের মুনসুন কালেকশনের জুতা এসেছে ইতিমধ্যেই, যা প্রয়োজনের পাশাপাশি স্টাইল স্টেটমেন্টও ঠিক রাখবে।
যাত্রাপথে বৃষ্টি এলে জামাকাপড় ভিজে একাকার। আর ভেজা কাপড় থেকে সর্দি-কাশি ও জ্বর হতে পারে। তাই এমন কাপড়ের পোশাক নির্বাচন করতে হবে, যা দ্রুত পানি শুষে নেয়। যেমন সুতি ও জর্জেট কাপড়। রঙের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। হালকা রঙের পোশাক এড়িয়ে একটু গাঢ় রঙের পোশাক বেছে নিতে হবে। না হলে রাস্তায় কাদাপানিতে পোশাক নষ্ট হয়ে যেতে পারে।
হঠাৎ বৃষ্টির এমন দিনে পানি নিরোধক প্রসাধনী ব্যবহার করা উচিত। কাজল, মাশকারা, আইলাইনার ইত্যাদি পানি নিরোধক না হলে একটু পানিতেই লেপটে যায়। তা ছাড়া ব্যাগে সাধারণ টাচআপ দেওয়ার মতো কিছু প্রসাধনী সঙ্গে রাখলে যেকোনো সময় সাজ ঠিক করে নেওয়া যায়। কম্প্যাক্ট পাউডার, নুড শেড লিপস্টিক, আয়না, কাজল থাকলে বৃষ্টিতে মেকআপ নষ্ট হলেও আবার ঠিক করে নেওয়া যায় যেকোনো সময়ে।
অত্যন্ত প্রয়োজনীয় এই জিনিসের কথা আমরা প্রায়ই ভুলে যাই। তবে ব্যাগে অবশ্যই ছোট রুমাল বা টিস্যু রাখা প্রয়োজন।
প্রয়োজনীয় এই জিনিসগুলো আমাদের সবারই জানা। তবে তড়িঘড়ি করে বাইরে যাওয়ার সময় বা কাজের চাপে এসব জিনিস সঙ্গে নিতে মনে থাকে না। আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে একটু বাড়তি সতর্কতা মেনে চলা উচিত।