স্প্রিং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের যাত্রা শুরু
শেয়ার করুন
ফলো করুন

বেসরকারি পর্যায়ে একই ছাদের নিচে অত্যাবশ্যক সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস ও বিশ্বমানের ফিজিওথেরাপি চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে এ সেন্টারের উদ্বোধন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ড. রুবানা হক বলেন, ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বাস্তবভিত্তিক, বিজ্ঞানসম্মত ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বেড়ে যাওয়ায় বিভিন্ন কারণে অসুস্থতা থেকে সুস্থ ও কর্মক্ষম হওয়ার জন্য দৈনিক হাজারো মানুষ ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, ‘সৎ উদ্দেশ্য নিয়ে মানুষের পাশে থাকলে আমরা সবাই আলোকিত হই, তার বাস্তব প্রমাণ আজকের এই সেন্টার। উন্নত স্বাস্থ্যসেবার জন্য সাধারণ মানুষের কাছে এ প্রতিষ্ঠানটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম হয়ে উঠবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ড. আব্দুল কাদের শেখ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ড. রফিক, বিশিষ্ট উদ্যোক্তা খন্দকার আব্দুল মতিন ও মিসেস রাজিয়া বেগম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জুনিয়র কনসালটেন্ট ও স্প্রিং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের চিফ কনসালটেন্ট ডা. আবু মোহাম্মদ মুসা জানান, সেন্টারকে বিশ্বমানে রূপান্তরিত করা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ফিজিওথেরাপি সেন্টার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে। এখন থেকে নিয়মিত নিউরো মেডিসিন, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, প্রস্থেটিকস অ্যান্ড অরথোটিকস–সেবা ছাড়াও কেয়ার গিভার ট্রেনিং ও সার্ভিস দেওয়া হবে।

অনুষ্ঠানে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ড. রফিক জানান, শুধু ওষুধ সব রোগের পরিপূর্ণ সুস্থতা দিতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে ওষুধের পাশাপাশি যেমন অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তেমনি অনেক রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয়। বিশেষ করে বয়সের সমস্যা, বাতের ব্যথা, স্পোর্টস ইনজুরি, হাড়ের ক্ষয়জনিত ব্যথা, সারভাইক্যাল ও লাম্বার স্পন্ডাইলোসিস, ডিস্ক প্রলেপস, অস্টিও-আর্থ্রাইটিস, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, প্লাস্টার বা অস্ত্রোপচার পরবর্তী জয়েন্ট স্টিফনেসস, স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীদের জন্য ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর ও আধুনিক চিকিৎসা পদ্ধতি। এখন থেকে আধুনিক যন্ত্রপাতিসংবলিত এই ফিজিওথেরাপি সেন্টারে সব ধরনের থেরাপি চিকিৎসা প্রদান করা হবে বলে জানান তিনি।

ছবি: স্প্রিং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার

বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ জুন ২০২৩, ১৪: ৪১
বিজ্ঞাপন