জীবন বাঁচাতে পারে টেইলর সুইফট ও বিয়ন্সের গান
শেয়ার করুন
ফলো করুন

১ ডিসেম্বরের টুইট বার্তায় একটি গ্রাফিক কার্ড পোস্ট করা হয়। সেখানে লেখা আছে—টেইলর সুইফটের ‘ইউ আর লুজিং মি’ (ফ্রম দ্য ভল্ট) গানে প্রতি মিনিটে ১০৩টি বিট রয়েছে, যা কিনা হাতের সাহায্যে সিপিআর করার যথাযথ টেম্পো। পরদিন তারা জানিয়েছে, আরেক পপ তারকা বিয়ন্সের ‘ভিরগো গ্রুভ’ গানে প্রতি মিনিটে ১০৮টি বিট রয়েছে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ওই দুটি টুইট বার্তায় হার্ট অ্যাটাকের রোগীর প্রাথমিক চিকিৎসায় জরুরি সেবায় ফোন করার পাশাপাশি সিপিআর দেওয়ার সময় মিনিটে ১০০-১২০ বার দ্রুত ও জোরে চাপ দিতে হবে।

বিজ্ঞাপন

সিপিআর হলো দুই হাত দিয়ে রোগীর বুকে দ্রুত ও জোরে চাপ দেওয়ার একটি পদ্ধতি, যা কিনা আপাত বন্ধ হয়ে যাওয়া হৃদ্‌যন্ত্রকে সচল করতে পারে। কাজেই সিপিআর করার সময় এই গানগুলো হামিং বা গাইতে থাকলে তা সিপিআরের ছন্দ ঠিক রাখতে সাহায্য করবে। কিংবা প্রকারান্তরে তা রোগীর ‘হৃদয়’কে আবারও আন্দোলিত করবে।

এর পাশাপাশি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন স্পটিফাইতে ‘পোন্ট মিস দ্য বিট’ নামে একটা প্লেলিস্টও প্রকাশ করেছে। এই প্লেলিস্টের গানগুলোও একই কাজ করবে বলে ধারণা করা হয়। এই লিস্টে আরও আছে বিয়ন্সের ‘ব্রেক মাই হার্ট’, টেইলর সুইফটের ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ও ‘স্পার্কস ফ্লাই’, লেডি গাগার ‘পোকার ফেস’ ও ‘জাস্ট ড্যান্স’, জেনেট জ্যাকসনের ‘রিদম নেশন’ ইত্যাদি।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ১০: ৩০
বিজ্ঞাপন