রূপসী ফলের মেলা
শেয়ার করুন
ফলো করুন

শুধু স্বাদ আর পুষ্টিতে নয়, আমাদের দেশের ফলগুলো রূপেও কম যায় না। রূপসী ফলের মেলার চোখজুড়ানো ছবিগুলো সেলিনা শিল্পীর তোলা।

গ্রীষ্মকাল মানেই ফলের মেলা। দেশি-বিদেশি মৌসুমি ফল তো আছেই, এর সঙ্গে বারোমাসি ফলের সমাহারও কম নয়। এসব ফলের স্বাদ অত্যন্ত বৈচিত্র্যময়। সেই সঙ্গে টেকসচারেও রয়েছে ভিন্নতা। রসাল আর মিষ্টি আম, লিচু তো আছেই সবার পছন্দের শীর্ষে এখন! এদিকে তরমুজ, জামরুল, তালের শাঁস ইত্যাদি পানিসমৃদ্ধ ফলের আকর্ষণও কম নয় এই গরমের দিনে। আবার ফলের রাজা কাঁঠালের সুমিষ্ট স্বাদ আর বৈশিষ্ট্যপূর্ণ সুবাসে মজে আছি সবাই। শুধু কবিতায় নয়, বাস্তবিক অর্থেই কিন্তু পাকা জামের রসে রঙিন হয় মুখ। বিদেশি ফল হলেও আপেল খুব জনপ্রিয় আমাদের দেশে। রয়েছে কমলালেবু, মাল্টাও। আঙুর, বেদানা বা নাশপতি স্বাদে যেমন বৈচিত্র্য দেয়, তেমনি পুষ্টিগুণও অনেক এসব ফলের। সব ফলই আসলে অত্যন্ত পুষ্টিকর। আর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে এর আবেদন আরও বেড়ে যায়। শুধু স্বাদে বা পুষ্টিতে নয়, রূপেও কম যায় না বৈচিত্র্যময় এসব ফল।

বিজ্ঞাপন
১/১৩
রসাল, কচকচে জামরুলে আছে প্রচুর ভিটামিন সি
রসাল, কচকচে জামরুলে আছে প্রচুর ভিটামিন সি
বিজ্ঞাপন
২/১৩
কালো টসটসে জাম ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী
কালো টসটসে জাম ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী
৩/১৩
রক্তশুণ্যতায় বেশ কার্যকরী এই ডালিম
রক্তশুণ্যতায় বেশ কার্যকরী এই ডালিম
৪/১৩
লিচুর স্বাদে মাতোয়ারা এখন সবাই। কিন্তু খেতে হবে কিছু সাবধানতা মেনে
লিচুর স্বাদে মাতোয়ারা এখন সবাই। কিন্তু খেতে হবে কিছু সাবধানতা মেনে
৫/১৩
৬/১৩
আঙুরের আবেদনই আলাদা। এতে আছে এক রাজকীয় আমেজ
আঙুরের আবেদনই আলাদা। এতে আছে এক রাজকীয় আমেজ
৭/১৩
গরমে অতুলনীয় এই তালের কচি শাঁস। পাওয়া যাচ্ছে সব জায়গায়
গরমে অতুলনীয় এই তালের কচি শাঁস। পাওয়া যাচ্ছে সব জায়গায়
৮/১৩
জাতীয় ফল কাঁঠালের সুমিষ্ট স্বাদ আর সুগন্ধে মেতেছে সবাই এখন
জাতীয় ফল কাঁঠালের সুমিষ্ট স্বাদ আর সুগন্ধে মেতেছে সবাই এখন
৯/১৩
আনারস শুধু সুস্বাদুই নয়,  এটি রোগ প্রতিরোধে বিশেষ কার্যকর
আনারস শুধু সুস্বাদুই নয়, এটি রোগ প্রতিরোধে বিশেষ কার্যকর
১০/১৩
পুষ্টিবিদেরা বলেন, সকালে ফল দিয়ে দিন শুরু করলে স্বাস্থ্য ভালো থাকে
পুষ্টিবিদেরা বলেন, সকালে ফল দিয়ে দিন শুরু করলে স্বাস্থ্য ভালো থাকে
১১/১৩
ফলের রাজা আমের আছে অনেক রকমফের। একেক প্রজাতির আম আসছে বাজারে ধাপে ধাপে
ফলের রাজা আমের আছে অনেক রকমফের। একেক প্রজাতির আম আসছে বাজারে ধাপে ধাপে
১২/১৩
দিনে কয়েক প্রকারের বিভিন্ন রংয়ের ফল খাওয়া উচিত, বলেন পুষ্টিবিদেরা
দিনে কয়েক প্রকারের বিভিন্ন রংয়ের ফল খাওয়া উচিত, বলেন পুষ্টিবিদেরা
১৩/১৩
সাজিয়ে পরিবেশন করলে ফলের আবেদন বেড়ে যায় আরও বেশি
সাজিয়ে পরিবেশন করলে ফলের আবেদন বেড়ে যায় আরও বেশি
প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৭: ৪৭
বিজ্ঞাপন