শীতের ভোরে শিশিরভেজা প্রকৃতির মাঝে সূর্যের কিরণে সবকিছুই একটু বেশি সুন্দর। বাতাস যেন একটু বেশি সজীব এসময়। আর দিনের ঠিক এই সময়েই জীবন জানান দেয় নগরীর সড়কে। শীতের ভোরে ফুল,ফল আর সবজির বর্ণিল পসরা নিয়ে বসেন অনেকে। আর সেই অপার্থিব সৌন্দর্য ক্যামেরায় ধরে রেখেছেন 'মিস্টার মোমেন্টওয়ালা' মো: নাজমুল হোসেন।