শীতের ভোরে ঢাকার সড়কে ফুল,ফল আর সবজির পসরা
শেয়ার করুন
ফলো করুন

শীতের ভোরে শিশিরভেজা প্রকৃতির মাঝে সূর্যের কিরণে সবকিছুই একটু বেশি সুন্দর। বাতাস যেন একটু বেশি সজীব এসময়। আর দিনের ঠিক এই সময়েই জীবন জানান দেয় নগরীর সড়কে। শীতের ভোরে ফুল,ফল আর সবজির বর্ণিল পসরা নিয়ে বসেন অনেকে। আর সেই অপার্থিব সৌন্দর্য ক্যামেরায় ধরে রেখেছেন 'মিস্টার মোমেন্টওয়ালা' মো: নাজমুল হোসেন

১/১৬
কাক ডাকা ভোরেই কর্মযজ্ঞ শুরু হয়ে যায় ফুলের বিকিকিনিতে।
কাক ডাকা ভোরেই কর্মযজ্ঞ শুরু হয়ে যায় ফুলের বিকিকিনিতে।
বিজ্ঞাপন
২/১৬
গোলাপ ফুলের কদর আর চাহিদা দুইটাই বেশি, জানা গেল।
গোলাপ ফুলের কদর আর চাহিদা দুইটাই বেশি, জানা গেল।
বিজ্ঞাপন
৩/১৬
গোলাপি গোলাপ এবার বেশি ফেভারিট সবার।
গোলাপি গোলাপ এবার বেশি ফেভারিট সবার।
৪/১৬
তবে চিরচেনা এই লাল গোলাপের আবেদনই আলাদা।
তবে চিরচেনা এই লাল গোলাপের আবেদনই আলাদা।
৫/১৬
তোড়া বেঁধে রাখা হয় ফুল দিয়ে।
তোড়া বেঁধে রাখা হয় ফুল দিয়ে।
৬/১৬
গোলাপ ফুলের সৌন্দর্যকে অনায়াসে চ্যালেঞ্জ দিতে পারে মৌসুমি কুমড়ো ফুল।
গোলাপ ফুলের সৌন্দর্যকে অনায়াসে চ্যালেঞ্জ দিতে পারে মৌসুমি কুমড়ো ফুল।
৭/১৬
আর সঙ্গে রয়েছে বিভিন্ন শাক আর পেঁয়াজকলির সবুজের সমারোহ।
আর সঙ্গে রয়েছে বিভিন্ন শাক আর পেঁয়াজকলির সবুজের সমারোহ।
৮/১৬
লাল আলু, সবুক ব্রকলি, সাদা ফুলকপি আর টকটকে হলদে কুমড়ো।
লাল আলু, সবুক ব্রকলি, সাদা ফুলকপি আর টকটকে হলদে কুমড়ো।
৯/১৬
গাজর আর মুলাও রয়েছে শীতের সবজির তালিকায়।
গাজর আর মুলাও রয়েছে শীতের সবজির তালিকায়।
১০/১৬
বেশ কয়েক বছর ধরে ব্রকলি শীতের সবজি হিসেবে সকলের পছন্দের তালিকার শীর্ষে।
বেশ কয়েক বছর ধরে ব্রকলি শীতের সবজি হিসেবে সকলের পছন্দের তালিকার শীর্ষে।
১১/১৬
কচি ভুট্টার ঝুড়ি নিয়ে বসেছেন অনেকে।
কচি ভুট্টার ঝুড়ি নিয়ে বসেছেন অনেকে।
১২/১৬
রয়েছে শীতের নতুন আলু।
রয়েছে শীতের নতুন আলু।
১৩/১৬
বগুড়ার লাল আলুরও আছে আলাদা ভক্তকুল।
বগুড়ার লাল আলুরও আছে আলাদা ভক্তকুল।
১৪/১৬
শীতের ফল মানেই কমলালেবু। সুন্দরী কমলারা রোডে ঝলমল করছে।
শীতের ফল মানেই কমলালেবু। সুন্দরী কমলারা রোডে ঝলমল করছে।
১৫/১৬
আরও আছে লাল-সবুজ আপেল।
আরও আছে লাল-সবুজ আপেল।
১৬/১৬
রুবী পাথরের মতো লাল আঙুরগুলো ভোরের আলোয় লাগছে অপূর্ব সুন্দর।
রুবী পাথরের মতো লাল আঙুরগুলো ভোরের আলোয় লাগছে অপূর্ব সুন্দর।
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০১: ২০
বিজ্ঞাপন