ক্যানভাস আর রংতুলিতে নতুন করে জেগে ওঠা
শেয়ার করুন
ফলো করুন

দেহ থেকে দেহান্তরে, স্টেয়ারওয়ে টু হ্যাভেন, এই পথচলার সীমারেখা, স্বপ্নলোকে কথোপকথন, বিভোর বসুন্ধরা, ভালোবাসা নেমে আসে বৃষ্টি হয়ে, মধ্যদুপুরেও জেগেছে জোছনা, হঠাৎ অতীত খুঁজে ফিরি, চন্দ্রাবতী হারিয়ে গেছে শেষ বিকেলের সূর্যে—এত সুন্দর সব নাম শুনে মনে হবে, এগুলো হয়তো কবিতা। এসব নাম আসলে চিত্রশিল্পী লুবনা হাবিবের আঁকা ছবির। প্রথম প্রদর্শনীর প্রায় ১৩ বছর পর লুবনা করলেন তাঁর দ্বিতীয় চিত্রকলা প্রদর্শনী। ‘রি অ্যাওয়েকেনিং ব্যাক টু দ্য ক্যানভাস’ নামের পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছে ৭ জুলাই।

চিত্রশিল্পী লুবনা হাবিব
চিত্রশিল্পী লুবনা হাবিব

হাল ফ্যাশনের সঙ্গে একান্ত কথোপকথনে লুবনা জানালেন, দীর্ঘ কর্মজীবনে একঘেয়েমি কাটানোর জন্যই রংতুলি হাতে নেওয়া। কিন্তু মনের ভাব প্রকাশের এক অনন্য মাধ্যম তাঁর কাছে এই ছবি আঁকা। সারা দিন অফিস করে মাঝরাত পর্যন্ত জেগে শেষ করেছেন এই প্রদর্শনীর ছবিগুলো।

বিজ্ঞাপন

বর্ষা ও প্রকৃতির রূপ ফুটে উঠেছে তাঁর ক্যানভাসজুড়ে বিভিন্ন রঙের মিশেলে। তেলচিত্রগুলো যেন জীবন্ত হয়ে ঝুলে আছে প্রদর্শনীর দেয়ালজুড়ে। লুবনা বলেন, তাঁর শৈশব কেটেছে চট্টগ্রামে। তাই সেই সব স্মৃতি তিনি খুব করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন রংতুলিতে। আক্ষেপ করে বলেন, ‘এখনকার নতুন প্রজন্ম প্রকৃতির সেই আমেজ অনুভব করতে পারে না। তারা জানেই না, কি সুন্দর আনন্দময় শৈশব কাটিয়েছিলাম আমরা।’

মন ভালো করে দেওয়া এই প্রদর্শনীতে চলে যেতে পারেন আষাঢ়ের বিকেলে। ধানমন্ডির ৪ নম্বর রোডের শফিউদ্দিন শিল্পালয়ে চলবে প্রদর্শনীটি পাঁচ দিন ধরে।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ১১: ০৩
বিজ্ঞাপন