বন্ধু তুমি
শেয়ার করুন
ফলো করুন

ফেসবুকে ‘ফ্রেন্ড-আনফ্রেন্ড’ করা কতই–না সহজ। আবার দিনকে দিন শুধু দীর্ঘ হতে থাকা ফেসবুক-বন্ধুর তালিকার অনেকের সঙ্গে হয়তো দেখা নেই। এদিকে এই তালিকার মৌন সদস্যদের সংখ্যাও নেহাত কম নয়। আসলে জীবনের প্রতিটা ধাপে মানুষের বন্ধুত্ব হয় বহু মানুষের সঙ্গে। তার মধ্যে অনলাইন যোগাযোগ, সামাজিক মাধ্যম পুরো ব্যাপারটিকে দিয়েছে একেবারে ভিন্ন মাত্রা।

সত্যিকারের বন্ধুত্ব মানে পাশে থাকা
সত্যিকারের বন্ধুত্ব মানে পাশে থাকা
মডেল: আজিম, মাহেলেকা ও যশ

সত্যিকারের বন্ধুত্ব মানে আমরা সাধারণভাবে বুঝি পাশে থাকা, সঙ্গী হওয়া। বন্ধুত্বের সংজ্ঞা দেওয়া সত্যিই অসম্ভব। মিনি আর কাবুলিওয়ালা, চারুলতা আর অমল—বন্ধুত্ব বড় বিচিত্র আর মন কেমন করা সুন্দর এক অনুভূতির নাম। অপু আর দুর্গাও তো ভাই–বোনের চেয়ে বন্ধুই ছিল বেশি! কল্পকাহিনির পিটার প্যানের ছোট্ট পরি টিংকারবেল তার ততোধিক ছোট দুই হাতে তাকে দুঃসময়ে আগলে রাখে বন্ধুত্বের প্রতিশ্রুতিতে।

বিজ্ঞাপন

এদিকে ওয়াটসন-শার্লক আর হোরেশিও-হ্যামলেট জুটির বন্ধুত্বের কথা থেকে গেছে সাহিত্যের পাতায় কিংবদন্তি হয়ে। ব্লু লেগুন উপন্যাসে ডিক আর এমেলিনের পারস্পরিক পরম নির্ভরতার সুতোয় গাঁথা বন্ধুত্ব বা দ্য গড অব স্মল থিংসে এসথা আর রাহেলের শোকযাপনের সঙ্গমে গড়া বিতর্কিত বন্ধুত্ব—বন্ধু মানেই সবটুকু দিয়ে আঁকড়ে ধরতে হবে বন্ধুকে, তা সে পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়ে হোক। শুধুই সুসময়ের বন্ধুদের ব্যাপারে সাবধান করতে ইশপ বলে গেছেন ভালুক আর দুই বন্ধুর গল্প।

পারস্পরিক পরম নির্ভরতার সুতোয় গাঁথা বন্ধুত্ব
পারস্পরিক পরম নির্ভরতার সুতোয় গাঁথা বন্ধুত্ব
মডেল: যশ ও সোনিয়া

আবার বিখ্যাত উপন্যাস কাইট রানারে খালিদ হোসাইনির আঁকা বিশ্বাসঘাতকতার মসীচিত্রে আমির আর হাসানের সম্পর্ক যে কারও বিশ্বাসের ভিত নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রতিটি আলাদা আলাদা বন্ধুত্বের গল্প আসলে জীবন থেকেই নেওয়া। তাই তো দুঃসময়ের বন্ধুর নাগাল একবার পেলে তার হাতটা আর এ জীবনে না ছাড়াই উত্তম।

বিজ্ঞাপন

জগতে সব সম্পর্কের ভিত্তি কিন্তু বন্ধুত্বই। মা-বাবা যদি বন্ধু ভাবাপন্ন হন, ছেলে-মেয়েদের জগতের একজন হয়ে সহানুভূতি ও সমঝদারিত্বের সঙ্গে যেকোনো ব্যাপারে পদক্ষেপ নেন, তবে সমাজের এই ভয়ংকর অবক্ষয়ের ধারাবাহিকতায় ভাটা পড়বেই। একজন বন্ধু–বাবা কিংবা বন্ধু–মা-ই পারেন সন্তানকে যৌন নিপীড়ন ও সাইবার বুলিংয়ের মোকাবিলা করতে শেখাতে, সঠিক যৌনশিক্ষা দিতে এবং পর্নো–আসক্তি, নেশাদ্রব্য সেবন থেকে নিজেকে দূরে রাখার পাঠ দিতে।

প্রতিটি আলাদা আলাদা বন্ধুত্বের গল্প আসলে জীবন থেকেই নেওয়া
প্রতিটি আলাদা আলাদা বন্ধুত্বের গল্প আসলে জীবন থেকেই নেওয়া
মডেল: নিশাত, মারশা ও আসিফ

আবার, দুজন জীবনসঙ্গীর মধ্য যদি সেই বন্ধুত্বের নদীটি কুলকুল বয়ে না যায়, তবে সেই সম্পর্ক হয়ে দাঁড়ায় এক যান্ত্রিক ও জৈবিক সমঝোতায়। আপনি বয়ে চলার বদলে তাকে বরং টেনে বেড়াতে হয়। কর্মক্ষেত্র বা শিক্ষাপ্রতিষ্ঠানে, বন্ধুত্বের হাত না বাড়ালে অধীনস্থ কর্মী বা ক্লাসের ছাত্র—কেউই বশে আসবে না।

জন্মের পর থেকে খেলার সাথি, পরিবারের সমবয়সী সদস্য, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠে সহজাত বন্ধুত্ব। বয়সকালে মর্নিং ওয়াক বা তারুণ্যদীপ্ত সময়ে জিম বা জুম্বা ক্লাসেও বন্ধু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে এবং খাদ্য ও রান্নাবান্না, রূপচর্চা, বাগান, শিল্প-সাহিত্য ইত্যাদি নানা বিষয়ভিত্তিক বিভিন্ন সমধর্মী মানুষের গ্রুপ বা কমিউনিটি থেকেও গড়ে ওঠে বন্ধুত্ব।

বন্ধুত্ব আসলে করা যায় না, হয়ে যায়
বন্ধুত্ব আসলে করা যায় না, হয়ে যায়
মডেল: নিশাত ও আসিফ

বন্ধুত্ব আসলে করা যায় না, হয়ে যায়। অনেকটা প্রেমের মতোই। এর মধ্যে সমব্যথী ও একইভাবে বহুকাল কষ্ট সইতে থাকা দুটি মানুষের মধ্যে যে বন্ধুত্ব হয়, সেটি এক অপার্থিব গাঢ়ত্বে পৌঁছে যায়। আমাদের কত বন্ধু হারিয়ে গেছে। কেউ ইচ্ছায়, কেউবা অনিচ্ছায়। তবু আজ বন্ধু দিবসে বলাই যায়, ভালো থেকো বন্ধু তুমি। কথা রেখো। পাশে থেকো নিরন্তর।

ছবি: সাইফুল ইসলাম ও পেকজেলসডটকম

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন