এই সময়ের প্রেম-অভিধানের ৬টি শব্দের অর্থ
শেয়ার করুন
ফলো করুন

এ যুগের জেন-জি প্রজন্মের প্রেম-অভিধান খুলতে গেলেই চলে আসে নতুন সব শব্দ। তাই নতুন এই জেনারেশনের সঙ্গে কিছুটা খাপ খাইয়ে চলতে গেলে পরিচিত হতেই হবে তাদের সম্পর্কের জগতের নতুন শব্দভান্ডারের সঙ্গে। চলুন জেনে নেওয়া যাক জেন-জিদের ব্যবহৃত বহুল প্রচলিত আধুনিক কিছু ডেটিং টার্ম।

১.বেঞ্চিং

বেঞ্চিং বর্তমানে ট্রেন্ডে থাকা একটি শব্দ বলা যায়। আপনি খেলাধুলার অনুরাগী হলে নিশ্চয়ই একটি ব্যাপার খেয়াল করে থাকবেন। যখন কোনো খেলোয়াড় ভালো খেলতে পারেন না অথবা খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন, তখন তাঁকে বেঞ্চে বসিয়ে অন্য কাউকে মাঠে নামানো হয়। ডেটিংয়ে বেঞ্চিং ব্যাপারটিও কিছুটা একই রকম। সম্পর্কে থাকা অবস্থায় যদি কাউকে ভালো না লাগে, তবে তাঁর সঙ্গে সম্পর্ক শেষ না করে দূরত্ব বাড়িয়ে দেওয়ার নামই বেঞ্চিং।

২.ব্রেডক্রাম্বিং

আপনার সঙ্গে কী কখনো এমন হয়েছে যে কেউ একজন মাঝেমধ্যেই আপনি তাঁর বিশেষ কেউ, এমন অনুভব করাচ্ছেন। আবার মাঝেমধ্যেই যেন মনে হয়, আপনি তাঁর কেউ নন। যেন তাঁর জীবনে আপনার ভূমিকা খুব সাধারণ। আর এই অনুভূতি আপনাকে বিভ্রান্ত তো করছেই, সঙ্গে দিচ্ছে একধরনের মানসিক যন্ত্রণাও। যদি আপনাকে কেউ এ ধরনের মিশ্র অনুভূতি বা সংকেত প্রদান করে থাকেন, তবে সজাগ হোন। এটিই ব্রেডক্রাম্বিং।

বিজ্ঞাপন

৩.ঘোস্টিং

যদিও পুরোপুরিভাবে ঘোস্টিংকে জেন-জি সম্পর্কের টার্ম বলা যায় না। কারণ, দীর্ঘদিন ধরেই শব্দটি ব্যবহার করে আসছেন সবাই সম্পর্কের এক অন্ধকার দিক বোঝাতে। কিন্তু এরপরও যদি আপনার এটি নিয়ে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তবে চলুন পরিচিত হয়ে নিই ঘোস্টিং সম্পর্কে। এ ক্ষেত্রে একটি সম্পর্কে থাকা অবস্থায় সঙ্গী কোনো রকম ব্যাখ্যা ছাড়াই উধাও হয়ে যান। চাইলেও যদি তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ, কথোপকথন, ফোনালাপ সম্ভব না হয়ে ওঠে, তবে এটিই ঘোস্টিং!

৪. পিঙ্ক ফ্ল্যাগ

রেড আর গ্রিন ফ্ল্যাগ সম্পর্কে তো সবাই জানি। পিঙ্ক ফ্ল্যাগ বলতে বোঝায় এটি রেড ফ্ল্যাগ নয়, আবার তাঁকে গ্রিন ফ্ল্যাগও বলা যাচ্ছে না। কিছুটা মাঝামাঝি পর্যায়ে আসলে। যখন একটি সম্পর্কে সঙ্গীর কিছু কাজ আপনাকে অসন্তুষ্ট করে, তখনই এটি পিঙ্ক ফ্ল্যাগের দিকে ইঙ্গিত করে। অনেক সময় দেখা যায়, সম্পর্ক খুব ভালো যাচ্ছে না, কিন্তু তারপরও আমরা তাঁকে কিছু সময় দিই ঠিক হয়ে যাওয়ার।

বিজ্ঞাপন

৫. সিচুয়েশনশিপ

মিলেনিয়ালদের 'ফ্রেন্ডস উইথ বেনিফিট'ই হলো জেন-জিদের সিচুয়েশনশিপ। বর্তমান সময়ের আধুনিক সম্পর্কগুলোতে এটি বিশেষভাবে লক্ষ করা যাচ্ছে। মূলত সিচুয়েশনশিপ বলতে বোঝায়, আপনি একটি রোমান্টিক সম্পর্কে আছেন; কিন্তু সেই সম্পর্কে কোনো প্রতিশ্রুতি নেই—এমনকি সেই সম্পর্কের কোনো নির্দিষ্ট সংজ্ঞাও নেই।

৬. জম্বিইং

জম্বিইং হলো, যখন আপনার সঙ্গে কেউ কোনো ব্যাখ্যা না দিয়েই যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন, আবার কিছুদিন পর কোনো ব্যাখ্যা ছাড়াই চলে আসছেন। এমনকি তাঁর আগের আচরণের জন্য কোনো ধরনের ক্ষমাও চাইছেন না। এটিকেই বলা হচ্ছে জম্বিইং; অর্থাৎ ঘোস্টিংয়ের পরে আবার আপনার জীবনে ফেরত আসাই জম্বিইং।

সূত্র: ভেরি ওয়েল মাইন্ড

ছবি: হাল ফ্যাশন ও পেকজেলস ডট কম

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১: ২৮
বিজ্ঞাপন