সুবিধাবাদী মানুষ চিনে নিন এই ৬ বৈশিষ্ট্য দেখে
শেয়ার করুন
ফলো করুন

ঘোর দুঃসময় চলছে এখন আমাদের জীবনে। নিরাপত্তা, জীবিকা ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার মতো মৌলিক বিষয়গুলোই হুমকির মুখে; সেই সঙ্গে সবার জীবনের নিত্যদিনের হাজারো যুদ্ধ তো আছেই। এমন সময় মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো আঘাত দেয় আমাদের আশপাশের সুবিধাবাদী মানুষের নির্লজ্জ আচরণ। আক্রোশ আর ক্রোধও জাগায়। তারা আমাদেরই আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, সহকর্মী বা এমন কাছের কেউ। তাদের থাকে কিছু ঘৃণ্য চারিত্রিক বৈশিষ্ট্য, যা দেখে চেনা যায় এমন সব মানুষকে। আর চিনে নিয়ে দূরে থাকা যায় সুবিধাবাদী লোকদের থেকে।

১. গর্তজীবী চরিত্রের অধিকারী তারা

খারাপ সময় বা কঠিন পরিস্থিতি এলেই তারা গর্তে ঢুকে যায়। এমনিতে সবকিছুতে নাক গলাতে ওস্তাদ তারা। না চাইলেও নিজের মতামত যেকোনো জায়গায় জোর করে প্রকাশ করে সবাইকে বিরক্ত করতে পারদর্শী এসব মানুষ। অথচ সংকটময় পরিস্থিতিতে তাদের আর খুঁজে পাওয়া যায় না। একটু পরপর সেলফি আর মিম পোস্ট করা মানুষটি দেখবেন মৌনব্রত পালন করছে। নানা ইস্যুতে সোচ্চার হলেও নিজের স্বার্থে ঘা লাগে, এমন বিষয়ে তারা ‘কবি নীরব’ নীতিতে চলে।

একটু পরপর সেলফি আর মিম পোস্ট করা মানুষটি দেখবেন মৌনব্রত পালন করছে
একটু পরপর সেলফি আর মিম পোস্ট করা মানুষটি দেখবেন মৌনব্রত পালন করছে
ছবি: সাইফুল ইসলাম
হাওয়া যেদিকে, পাল তুলে দেয় তারা সেদিকেই
হাওয়া যেদিকে, পাল তুলে দেয় তারা সেদিকেই
ছবি: পেকজেলস ডট কম

২. হাওয়া বুঝে নৌকায় পাল তুলে দিতে পারঙ্গম

আসলে সুবিধাবাদী লোকজন হুট করে নিজের মতামত না দিয়ে অপেক্ষা করে 'ঝোপ বুঝে কোপ' মারার জন্য। হাওয়া যেদিকে, পাল তুলে দেয় তারা সেদিকেই। এখানে আবেগ বা বিবেক কিছুই কাজ করে না তাদের। বরং 'সাপও মরবে, লাঠিও ভাঙবে না' বা 'এক ঢিলে দুই পাখি মারা'র মতো চিন্তা মাথায় ঘোরে তাদের। আবার নিজেদের পক্ষপাতিত্বমূলক রাজনৈতিক মতাদর্শ বা সামাজিক মূল্যবোধ থলের বিড়ালের মতো বের হয়ে আসে তাদের কথা ও কাজে।

বিজ্ঞাপন

৩. দুধের মাছি বলা যায় তাদের

আপনার সুসময়ে তারা আশপাশে ঘুরঘুর করে। সুযোগ-সুবিধা নেয়। উপভোগ করে সুন্দর সময় আপনারই সৌজন্যে। পার্টি বা ট্যুরের কথায় তাদের যত উৎসাহ। অথচ আপনি যদি জানমালের হুমকিতে পড়েন, তারা কোথায় যেন উধাও হয়ে যায়। অর্থনৈতিক দুরবস্থা, অসুস্থতা বা যেকোনো বিপদে আপনি তাদের পাশে পাবেন না।

উপভোগ করে সুন্দর সময় আপনারই সৌজন্যে। পার্টি বা ট্যুরের কথায় তাদের যত উৎসাহ
উপভোগ করে সুন্দর সময় আপনারই সৌজন্যে। পার্টি বা ট্যুরের কথায় তাদের যত উৎসাহ
ছবি: সাইফুল ইসলাম

৪. শুধু অকৃতজ্ঞ নয়, কৃতঘ্ন তারা

হয়তো তাদের খারাপ সময়ে আপনি পাশে ছিলেন। তাদের নানাভাবে সাহায্য করেছেন। হতে পারে আপনি অনেকের সঙ্গে বাদানুবাদ বা ঝামেলায় জড়িয়েছেন এই মানুষটির পক্ষ নিয়ে। অথচ দেখবেন, আপনার সেই অবদানের কথা তারা ঘুণাক্ষরেও উচ্চারণ বা স্বীকার করে না। মতের মিল না হলে বা যেকোনো অজুহাতে দা-কুমড়া সম্পর্ক তৈরি করতে পারে তারা আপনার সঙ্গে। আর সে সময় আপনার ক্ষতি করতে এসব সুবিধাবাদী মানুষের এতটুকু বুক কাঁপবে না।

বিজ্ঞাপন

৫. কথার সঙ্গে কাজের মিল নেই

একদিকে তাদের মিষ্টি কথা শুনলে ‘ডায়াবেটিস’ হয়ে যেতে পারে; অথচ মনের মধ্যে বিষ নিয়ে ঘোরে সুবিধাবাদীরা। যা বলে, তার কতটুকু তারা বিশ্বাস বা অনুভব করে, সেটাই প্রশ্ন। আবার আদর্শবান, সৎ ইত্যাদি ভেক ধরে থাকে এসব মানুষ। বড় বড় কথার সঙ্গে তাদের কাজের কোনো মিল পাবেন না আপনি। আদর্শের বুলি কপচে তারাই সবার আগে আদর্শকে বিক্রি করে, মানবতা আর বিবেক বিসর্জন দেয়।

তাদের মিষ্টি কথা শুনলে ‘ডায়াবেটিস’ হয়ে যেতে পারে
তাদের মিষ্টি কথা শুনলে ‘ডায়াবেটিস’ হয়ে যেতে পারে
ছবি: পেকজেলস ডট কম
একেকজনের কাছে একেকভাবে নিজেকে উপস্থাপন করে তারা সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য
একেকজনের কাছে একেকভাবে নিজেকে উপস্থাপন করে তারা সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য
ছবি: সাইফুল ইসলাম

৬. সোজা বাংলায় বহুরূপী তারা

এই দেখবেন তাদের এক রূপ; পরক্ষণেই সুর বা চেহারা পাল্টে ফেলে সুবিধাবাদীরা। আর এভাবেই তারা একসময় সুবিধাবাদী থেকে সুবিধাভোগী হয়ে ওঠে। তাদের জন্য বহুরূপী হওয়াটাই সুবিধাজনক। একেকজনের কাছে একেকভাবে নিজেকে উপস্থাপন করে তারা সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য। সময় বুঝে সেই রূপ পাল্টে যায় ক্ষণে ক্ষণে। প্রচলিত কথায় 'পল্টিবাজ'ও বলা যায় তাদের।

এতক্ষণে নিশ্চয়ই কিছু মানুষের কথা মনে পড়ে গেছে আপনার আর তাদের চেহারা ভেসে উঠেছে চোখের সামনে। আর দেরী না করে তাদেরকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিতাড়িত করুন পারলে। আর অবশ্যই বাস্তব জীবনে এড়িয়ে চলুন সর্বশক্তি দিয়ে। নিরাপদে থাকুন সবাই এসব সুবিধাবাদী আর সুবিধাভোগীদের থেকে।

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৩: ০০
বিজ্ঞাপন