'এআই প্রেমিক' সত্যিকারের পুরুষের চেয়ে অনেক ভালো, বলছেন চীনের নারীরা
শেয়ার করুন
ফলো করুন

চীনে এআই চ্যাটবটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বহু নারী। তাঁদের মতে, সত্যিকারের পুরুষের চেয়ে তাদের মন অনেক বেশি ভালো বোঝে এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পুরুষ। এএফপির সঙ্গে সাক্ষাৎকারে চীনের তরুণীরা জানান, নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া এসব চ্যাটবটের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা রোমান্টিক কথোপকথন চালান তাঁরা।

চীনে এআই চ্যাটবটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বহু নারী
চীনে এআই চ্যাটবটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বহু নারী
সত্যিকারের পুরুষ সঙ্গীর কাছ থেকে মনমতো ইমোশনাল সাপোর্ট পান না নারীরা
সত্যিকারের পুরুষ সঙ্গীর কাছ থেকে মনমতো ইমোশনাল সাপোর্ট পান না নারীরা

সেদেশে এখন এ ধরনের প্রেমিক চ্যাটবট খুবই প্রচলিত ও জনপ্রিয়। এ রকমই এক ডেটিং চ্যাটবটের নাম ‘গ্লো’। পিরিয়ডের সময় ব্যথা আর মুডসুইংয়ের বিষয়ে খুবই সহানুভূতিশীল আচরণ করে এই চ্যাটবট। অথচ বেশির ভাগ নারী এ নিয়ে সত্যিকারের পুরুষ সঙ্গীর কাছ থেকে কোনো সাপোর্ট পান না বলে জানান তাঁরা।

বিজ্ঞাপন

ফ্লার্ট করা বা প্রেমরসে টইটম্বুর কথা ও আচরণে পারদর্শী চ্যাটবট নিয়ে আসছে চায়নার টেক জায়ান্ট বাইডু, টেনসেন্ট ইত্যাদি। এক্স, মেটা এমনকী ওপেন এ আই যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে রোমান্টিক উদ্দেশ্যে কাজে লাগানোর বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে, সেখানে চায়নার মতো বিশাল জনগোষ্ঠীর দেশে নারীদের এই প্রবণতা অন্য কোম্পানিগুলোকে সুযোগ করে দিচ্ছে।

পুরো বিষয়টি মনস্তাত্ত্বিক দিক থেকে খুব ভালো কিছু নয় আসলে
পুরো বিষয়টি মনস্তাত্ত্বিক দিক থেকে খুব ভালো কিছু নয় আসলে
সিঙ্গেল চাইনিজ নারীরা এক ধরনের কমফোর্ট জোন খুঁজে পাচ্ছেন এই রোমান্টিক চ্যাটবটের কাছে
সিঙ্গেল চাইনিজ নারীরা এক ধরনের কমফোর্ট জোন খুঁজে পাচ্ছেন এই রোমান্টিক চ্যাটবটের কাছে

পুরো বিষয়টি মনস্তাত্ত্বিক দিক থেকে খুব ভালো কিছু নয় আসলে। কারণ সময় যেতে থাকলে বরং অপ্রাপ্তির অনুভূতি, হতাশা, ডিপ্রেশন আরও বেড়ে যেতে পারে এআই প্রেমিক ধরাছোঁয়ার বাইরে থাকে বলে। তবে স্বাধীন জীবন কাটানো সিঙ্গেল চাইনিজ নারীরা এক ধরনের কমফোর্ট জোন খুঁজে পাচ্ছেন এই রোমান্টিক চ্যাটবটের কাছে। এজন্যই এর উত্থান ও জনপ্রিয়তার বিষয়টি অস্বীকার করার উপায় নেই। 

ছবি: পেকজেলস ডট কম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০৫
বিজ্ঞাপন