‘বার্বি বয়ফ্রেন্ড টেস্ট’ এখন বিশ্বজুড়ে ভাইরাল
শেয়ার করুন
ফলো করুন

সঙ্গে করে ‘বার্বি’ মুভি দেখতে নিয়ে গেলেই নাকি নারীরা বুঝতে পারবেন, তাঁর স্বামী বা পুরুষ সঙ্গীটি তাঁর জন্য উপযুক্ত কি না। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই বলছে হালের ভাইরাল টিকটক ট্রেন্ড। আপনার সঙ্গী কি আপনার জন্য সঠিক? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নারীরা প্রায়ই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। ভুল মানুষের পাল্লায় পড়ে জীবনে নেমে আসে নানা দুর্যোগ। আর সে জন্য প্রায়ই বিভিন্ন মাপকাঠিতে সঙ্গীটিকে পরখ করার উপায় খোঁজেন তাঁরা। তবে এ ক্ষেত্রে ‘বার্বি’ মুভির ভূমিকাটি আসলেই চমকপ্রদ ফলাফল দিতে পারে।

টিকটকে এখন ‘বার্বি বয়ফ্রেন্ড টেস্ট’ রীতিমতো ভাইরাল। গ্রেটা গারুইগ নির্মিত বহুল আলোচিত ছবি ‘বার্বি’ মুক্তি পাওয়ার পরপরই এই ট্রেন্ড শুরু হয়।

বিজ্ঞাপন

একটি কথা এখন পরিষ্কার। তা হলো, খুব তত্ত্বীয় কোনো বার্তা বা মেসেজ না থাকলেও ‘বার্বি’ ছবিটি মেয়েদের সবার কাছে এর নারীবাদী আবেদনের কারণেই এতটা সর্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এর প্রবল প্রভাব দ্রখা যাচ্ছে।

বিশ্বব্যাপী বার্বি সেজেই দলবেঁধে মেয়েরা এই মুভি দেখতে যাচ্ছেন হলে। আবার অনেকেই যাচ্ছেন নিজের স্বামী বা পুরুষ সঙ্গীকে নিয়ে। নিজেকে বার্বি আর সঙ্গীকে ‘কেন’ অভিধায় ট্যাগ করে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। একেবারে তারকা থেকে সব বয়সী সাধারণ নারীরা—বাদ যাচ্ছেন না কেউই।

নোবেল শান্তি পুরষ্কারপ্রাপ্ত মালালা ইউসুফজাই পর্যন্ত জুটি বেঁধে এই মুভি দেখতে গিয়ে ‘এই বার্বিটি নোবেল প্রাইজ পেয়েছে’ আর নিজের স্বামীকে ‘জাস্ট কেন’ বা ‘ইনি শুধুই কেন’ বলে মজা করে পোস্ট দিয়েছেন।

বিজ্ঞাপন

এখন মজার ব্যাপার হলো, সাম্প্রতিক এই ট্রেন্ড অনুযায়ী নিজের পুরুষ সঙ্গী বা স্বামীকে সঙ্গে নিয়ে ‘বার্বি’ মুভি দেখতে গিয়ে তাঁর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে সম্পর্কের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে। তিনি সঙ্গে যেতে রাজি হন কি না, সেটাও এক লিটমাস টেস্ট এখানে।

এই ‘বার্বি বয়ফ্রেন্ড টেস্টে’–এর মূলমন্ত্র আর পদ্ধতি খুব সোজা। মেয়েরা প্রথমেই তাঁদের বয়ফ্রেন্ড বা স্বামীকে নিয়ে ‘বার্বি’ মুভি দেখতে যাবেন। এবার মুভি দেখা শেষে তাঁর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন।

বলা হচ্ছে, এতে খুব দ্রুত বুঝে যাওয়া সম্ভব, আপনাদের সম্পর্ক কতটা শক্তিশালী। এর জন্য অবশ্য কোনো হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে না। তবে বার্বি বয়ফ্রেন্ড টেস্ট লিখে সার্চ দিলে অসংখ্য ভিডিও আসবে সামনে। এই যে ‘বার্বি’ মুভিতে মেয়েদেরকে প্রাধান্য দেওয়া, কেনকে কিছুটা দুর্বল চরিত্রে দেখানো আর সর্বোপরি মেয়েলি সবকিছু, মেয়েদের খুব পছন্দের বিষয়গুলোকে উদ্‌যাপন করা—এ সবকিছুর প্রতি আপনার পুরুষ সঙ্গী বা স্বামীর অনুভূতির প্রকাশ বেশ কিছু দিকনির্দেশনা দিতে পারে সম্পর্কের ব্যাপারে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১১: ৩১
বিজ্ঞাপন