৭টি লক্ষণ দেখে চিনে নিন সম্পর্কের 'রেড ফ্ল্যাগ'
শেয়ার করুন
ফলো করুন

রেড ফ্ল্যাগ। লাল পতাকা। ভালোবাসার রং যেমন লাল, তেমনি বিপদ বোঝাতেও লাল রং ব্যবহার করা হয় সংকেত হিসেবে। এই সংকেত শব্দের উচ্চারণ ছাড়াই তীব্রভাবে জানান দেয় অনেক কিছু। সম্পর্কের ক্ষেত্রে লাল পতাকা বা রেড ফ্ল্যাগ বলতে বোঝায় এমন বেশ কিছু ইঙ্গিত, যা আমরা বুঝেও বুঝি না। নিজের মতো করে সঙ্গীর আপত্তিকর আচরণগুলোকে যত্ন, ভালোবাসা বা অধিকারবোধের মোড়কে পেঁচিয়ে রাখি। কিন্তু এতে করে মানসিকভাবে দুর্বল হয়ে পড়া ছাড়াও আত্মবিশ্বাসের অভাব আর অবসাদ গ্রাস করতে থাকে আমাদের।

বিজ্ঞাপন

মিথ্যা কথা বলাকে স্বাভাবিক মনে করা

‘আমি একেবারেই মিথ্যা বলি না’—এটিই একটি জ্বলজ্বলে মিথ্যা কথা। হতে পারে তা ছোট কোনো মিথ্যা: যেমন দোকানের খাবার টিফিন বক্সে এনে সঙ্গীকে বলা, ‘এই খাবার আমি বানিয়েছি’ অথবা বড় কোনো মিথ্যা, যেমন সঙ্গীর আগের সংসারে একটি সন্তান আছে অথবা সে মোটা টাকার লোন করেছে। এই ব্যাপারগুলো যেমন সম্পর্কের ভিত তৈরিতে প্রতিবন্ধকতা তৈরি করে, একইভাবে দীর্ঘদিনের সম্পর্কে চিড় ধরায়।

বিজ্ঞাপন

প্রতিনিয়ত অপর পক্ষকে ছোট করে কথা বলা

গঠনমূলক সমালোচনার দরজা সবার জন্য খোলা থাকা উচিত। কিন্তু কারও সঙ্গী যদি সব সময় তার কাজের সমালোচনা করতে থাকে, ধ্বংস হয়ে যেতে থাকে আত্মবিশ্বাস। ‘অনেক কপাল নিয়ে জন্মেছ যে আমাকে পেয়েছ’ অথবা ‘সবাইকে দিয়ে সবকিছু হয় না’, এমন কথাগুলো বারবার শুনতে থাকলে সতর্ক হতে হবে। যে সঙ্গীর মাঝে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাবার প্রত্যয় নেই, সময় থাকতেই সে মানুষের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসা উচিত।

আপসে অনীহা

সুস্থ সম্পর্ক সেটাই, যেখানে একে অপরের চাওয়া–পাওয়াকে সম্মান করা হয়। ক্রমাগত একতরফা আপস সম্পর্কের বন্ধনকে একভাবে আটকে রাখলেও একসময় তা অসন্তুষ্টি এবং বিরক্তির কারণ হয়ে ওঠে। তাই আপস করার ক্ষেত্রে দুজনেরই ভূমিকা থাকতে হবে।

আলোচনায় অনাগ্রহ

সম্পর্কে এমন কিছু মুহূর্ত আসে, যখন সমস্যা তৈরি করছে, এমন বিষয়গুলো আলোচনা করে নেওয়া জরুরি। এমন সময়ে গঠনমূলক আলোচনায় না গিয়ে মারমুখী হয়ে ওঠা, ব্যাপারটি উপেক্ষা করা অথবা ব্যঙ্গ-বিদ্রূপ করা অত্যন্ত স্পষ্ট রেড ফ্ল্যাগ। আলোচনা এড়ানো বা থামিয়ে দেওয়া মানে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করা।

কর্তাগিরি ফলানো এবং ঈর্ষা প্রদর্শন

সামাজিক জীবনে বন্ধুবান্ধব বা আত্মীয়–পরিজনের সঙ্গে সময় কাটাতে গেলে কারও সঙ্গীর বারবার কল করে এবং টেক্সট মেসেজ পাঠিয়ে খোঁজ নেওয়ার মতো কাজগুলোকে স্বাভাবিক মনে করার কোনো কারণ নেই। কোথাও গেলে সময় নির্ধারণ করে দেওয়া, কার সঙ্গে কথা বলবেন কি বলবেন না, তা নির্দিষ্ট করে দেওয়ার মতো কর্তাগিরি ফলানো সঙ্গী সত্যই বিরক্তিকর। নিরাপত্তা বা কেয়ার করার ইস্যুগুলো সামনে এনে পথ রোধ করা মানুষটি আসলেই সম্পর্কে সুবাতাস এনে দিতে পারবে কি না, তা ভেবে দেখার বিষয়।

সাপোর্টিভ আচরণের অভাব

প্রতিশ্রুতিবদ্ধ হয়েও যারা দিন শেষে সাপোর্টিভ আচরণ করে না তদুপরি সম্পর্কটাকে বয়ে নিতে চায়, তাদের সঙ্গে সুর কেটে যাওয়া গানের মতো সম্পর্কের সুরটি কেটে যায় একসময়। এই সাপোর্ট প্রয়োজন হয় পদে পদে। বিপদের বন্ধু, স্ট্রাগলের সঙ্গী না হলে জীবনসাথি হওয়া যায় না।

লালের সঙ্গে আছে হলুদ পতাকাও

হলুদ পতাকা সম্ভাব্য সমস্যার আগাম বার্তা দেয়। মাঝেমধ্যে এমন সমস্যাগুলো পূর্বাভাস দেয়, যা দেখে আগে থেকেই সামাল দেওয়া সম্ভব হতে পারে কঠিন সব পরিস্থিতি। যদি দেখা যায় সঙ্গী সমালোচনাকে নেতিবাচকভাবে নিচ্ছে বা রাগের বশে অ্যাবিউজিভ আচরণ করছে, কারও সঙ্গেই তার দীর্ঘমেয়াদি সম্পর্কের কোনো নজির নেই এবং নিজের অনুভূতিগুলো সব সময় সে আড়াল করতে চেষ্টা করছে। তবে সতর্ক পদক্ষেপে বাঁচাতে হবে নিজেকে। দম বন্ধ করা সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করতে হবে। রেড ফ্ল্যাগগুলোকে বারবার দীর্ঘদিন ধরে দেখেও না দেখে কোনো লাভ নেই।

মডেল: ইতমাম ও অরা

ছবি: সাইফুল ইসলাম

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০১: ২৫
বিজ্ঞাপন