অবশেষে ৬.২ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৭২ কোটির চেয়েও বেশি টাকা দিয়ে একটি কলা কিনলেন চাইনিজ ক্রিপ্টো বস জাস্টিন সান। দ্য কমেডিয়ান নামের এই অদ্ভুত শিল্পকর্মটি কিনতে পুরো অর্থ পরিশোধ করেছেন তিনি ক্রিপ্টোকারেন্সি দিয়েই৷ আর মজার বিষয় হচ্ছে, নিলামে স্বশরীরে উপস্থিত না থেকে টেলিফোনেই সর্বোচ্চ দাম হেঁকে কলাটি কিনে নিয়েছেন জাস্টিন। এখন কেন তিনি এই কলা কিনলেন, সেই প্রশ্ন সবারই।
জেনে নিন এই শিল্প'কলা' নিয়ে সবকিছু
বহুদিন ধরেই আলোচনায় আছে এই শিল্প'কলা'টি। ইতালির শিল্পী ও স্যাটায়ারিস্ট মরিজিও ক্যাটেলান এই দেয়ালে টেপ দিয়ে সাঁটা কলাটিকে শিল্পকর্ম হিসেবে প্রদর্শন করার আইডিয়া বের করেছেন। এটি আসলে একটি কনসেপ্ট আর্ট। আর সত্যিকারের কলা বলে একে বারবার বদলাতে হয়। মাঝে একবার অন্য আরেক শিল্পী খেয়ে ফেলেছিলেন দ্য কমেডিয়ান নামের এই কোটি কোটি টাকার শিল্পকর্ম। এরপর ২১ নভেম্বর নিউইয়র্কের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবির বার্ষিক নিলামে সবার চোখ ছানাবড়া করে দিয়ে এটি বিক্রি হলো ৬.২ মিলিয়ন ডলারে।
এর আগে সবাই ধারণা করেছিলেন, হয়তো ১ মিলিয়ন ডলার বা ১২ কোটি টাকার মতো দাম উঠবে এটির৷ আরো ছয়জন বিডিং করেছেন জাস্টিন সানের সঙ্গে এই নিলামে৷
কী করবেন জাস্টিন এই কলা দিয়ে
সবার জল্পনাকল্পনায় পানি ঢেলে দিয়ে চাইনিজ এই ক্রিপ্টো বস জানিয়েছেন, তিনি কলা দিয়ে যা করা হয় তাই করবেন। তার মানে তিনি এটি খেয়েই ফেলবেন। এদিকে অনেকে বলছেন, ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনা এই কলাটি আসলে দেওয়াই হয় নি জাস্টিনকে। বরং এই শিল্পকলার কনসেপ্ট বা ধারণাটির স্বত্ত্ব কিনেছেন তিনি।
জাস্টিন এত দামে কেন কিনলেন এই কলা
চাইনিজ এই ক্রিপ্টো বসের মতে, এই আলোচিত কলাটি ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিনে তিনি চিত্রশিল্পী, 'মিমস'জাতীয় কন্টেন্টের ক্রিয়েটর আর ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করা- এই তিনটি জনগোষ্ঠী বা কমিউনিটির মধ্যে মেলবন্ধন রচনা করেছেন। পপকালচার আর শিল্পমূল্য দুটিই তাঁর কাছে বিবেচ্য হয়েছে 'দ্য কমেডিয়ান' কেনার সময়। আর কনসেপ্টের দিক থেকে 'নন ফাঞ্জিবল টোকেন' বা 'এনএফটি'ভিত্তিক বিপণনের সঙ্গে এই শিল্পকলার অনেক মিল আছে। তাই সব মিলিয়ে এটি কিনতে উদ্বুদ্ধ হয়েছেন জাস্টিন।
অনেকে বলছেন, এই পুরো ঘটনাটি আসলে এই ক্রিপ্টো উদ্যোক্তার ক্রিপ্টোকারেন্সি 'ট্রন'-এর ক্যাম্পেইন।এর মাধ্যমে তিনি বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করলেও সারা বিশ্বে ট্রনের নাম ছড়িয়ে গিয়েছে। কারণ ট্রন দিয়েই মূল্য চুকিয়েছেন জাস্টিন সান এই কলাটির।
কে এই জাস্টিন সান
১৯৯০ সালে জন্ম নেওয়া এই চাইনিজ তরুণ একজন ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা৷ তাঁর ক্রিপ্টোকারেন্সি ট্রন এখন বিশ্বের আলোচিত এক নাম। এটি বিশ্বের অন্যতম প্রধান ক্রিপ্টোকারেন্সি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জাস্টিনের এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুব আগ্রহ জন্মায়।
এছাড়া অন্যান্য ক্রিপ্টোভিত্তিক প্রকল্প নিয়েও খুব আগ্রহ তাঁর। বিটকয়েন নিয়ে কাজ করেছেন তিনি। এছাড়া জাস্টিন ২০১৮ সালে বিটটরেন্টও নিজের দখলে নেন।।চায়নার স্ন্যাপচ্যাট হিসেবে বিখ্যাত পেইউয়ু প্রতিষ্ঠা করেছেন তিনি অন্তর্জালে। একটি ক্রিপ্টো এক্সচেঞ্জেরও মালিক তিনি।
সূত্র: এনবিসি, এক্স
ছবি: এক্স, ইন্সটাগ্রাম, উইকিপিডিয়া