এই গণ–অভ্যুত্থানের আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে বিপ্লবের স্মৃতিচিহ্নটুকু তো থাকা চাই-ই চাই। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা দিন–রাত এক করে দিচ্ছেন বিপ্লবের স্মৃতি রক্ষার্থে। ঢাবির দেয়ালচিত্রে জায়গা করে নিচ্ছে প্রতিবাদ, স্বৈরাচারের চিহ্ন, শহীদের স্মৃতি, উল্লেখযোগ্য হাস্যরসাত্মক উক্তি। এসব দেয়ালচিত্রই আমাদের মনে করিয়ে দেয় বারবার, ‘ইনকিলাব জিন্দাবাদ!’।