তারুণ্যের যত কথা, রং আর ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ার করুন
ফলো করুন

এই গণ–অভ্যুত্থানের আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে বিপ্লবের স্মৃতিচিহ্নটুকু তো থাকা চাই-ই চাই। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা দিন–রাত এক করে দিচ্ছেন বিপ্লবের স্মৃতি রক্ষার্থে। ঢাবির দেয়ালচিত্রে জায়গা করে নিচ্ছে প্রতিবাদ, স্বৈরাচারের চিহ্ন, শহীদের স্মৃতি, উল্লেখযোগ্য হাস্যরসাত্মক উক্তি। এসব দেয়ালচিত্রই আমাদের মনে করিয়ে দেয় বারবার, ‘ইনকিলাব জিন্দাবাদ!’।

১/২০
বিপ্লবের সূত্রপাত এই আয়রনি দিয়েই
বিপ্লবের সূত্রপাত এই আয়রনি দিয়েই
বিজ্ঞাপন
২/২০
রক্তাক্ত জুলাই
রক্তাক্ত জুলাই
বিজ্ঞাপন
৩/২০
প্রহসনের শোক দিবস মানি না
প্রহসনের শোক দিবস মানি না
৪/২০
এক শ বছরে যা হয় না, তা এক বছরে হয়
এক শ বছরে যা হয় না, তা এক বছরে হয়
৫/২০
৬/২০
সংবিধান কি তবে ঘাতকের থাবাড় নিচে ছিল?
সংবিধান কি তবে ঘাতকের থাবাড় নিচে ছিল?
৭/২০
আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি
আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি
৮/২০
পানির বোতল দেখলেই আজকাল মুগ্ধর এই কথাটি কানে বাজছে
পানির বোতল দেখলেই আজকাল মুগ্ধর এই কথাটি কানে বাজছে
৯/২০
ছোট্ট রিয়া বাসার ছাদে খেলছিল
ছোট্ট রিয়া বাসার ছাদে খেলছিল
১০/২০
দড়ি ধরে মেরেছি টান, রাজা হলো খানখান
দড়ি ধরে মেরেছি টান, রাজা হলো খানখান
১১/২০
বাটারফ্লাই ইফেক্ট বোধ হয় একেই বলে
বাটারফ্লাই ইফেক্ট বোধ হয় একেই বলে
১২/২০
‘জায়গা আরও বড় করেন, স্যার!
‘জায়গা আরও বড় করেন, স্যার!
১৩/২০
কেবল সমতলে নয়, মুক্তি আসুক পাহাড়েও
কেবল সমতলে নয়, মুক্তি আসুক পাহাড়েও
১৪/২০
হলুদ সাংবাদিকতা আর না
হলুদ সাংবাদিকতা আর না
১৫/২০
ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ঠাঁই নেই
ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ঠাঁই নেই
১৬/২০
গান, কবিতা, গল্প যখন প্রতিবাদের ভাষা
গান, কবিতা, গল্প যখন প্রতিবাদের ভাষা
১৭/২০
মুখ চেপে ধরলেই প্রতিবাদ থেমে যায় না
মুখ চেপে ধরলেই প্রতিবাদ থেমে যায় না
১৮/২০
জোনাকিরা জলদি জলদি মরে যায় না আর স্বাধীনতার স্বাদ পায়
জোনাকিরা জলদি জলদি মরে যায় না আর স্বাধীনতার স্বাদ পায়
১৯/২০
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন
২০/২০
যুদ্ধ শেষে আমাদের আবার দেখা হবে
যুদ্ধ শেষে আমাদের আবার দেখা হবে
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০: ৪৬
বিজ্ঞাপন