যে ৫টি কাজে বৃষ্টির পানি ব্যবহার করতে পারেন অনায়াসে
শেয়ার করুন
ফলো করুন

হুমায়ূন আহমেদের উপন্যাস পড়ে বেড়ে ওঠা প্রজন্মের কাছে বৃষ্টির অপর নাম আবেগ। যেই না আকাশে মেঘ গুড়গুড় করে উঠল, ওমনি এক কাপ চা আর হাতে একটা গল্পের বই নিয়ে জানালার পাশে বসা চাই-ই চাই। তবে বৃষ্টি যে শুধু বৃষ্টিবিলাসীদের মনেই প্রশান্তি জোগায়, তা কিন্তু নয়। বৃষ্টির পানি সংরক্ষণ করে নানাভাবে তা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তাই যাঁরা বৃষ্টি পছন্দ করেন না, তাঁরাও বৃষ্টির পানি ব্যবহারের নানা উপায় জেনে নিয়ে তা কাজে লাগাতে পারেন।

১. আইপিএসের ব্যাটারিতে ব্যবহার করতে পারেন বৃষ্টির পানি

শহরে ইদানীং অনেক বাসায়ই আইপিএস থাকে। আইপিএসের ব্যাটারিকে সচল রাখতে ব্যাটারিতে পানি যোগ করতে হয়। তবে ট্যাপের পানি ব্যাটারিতে দিলে হিতে বিপরীত হতে পারে। তাই এতে যোগ করতে হয় ডিস্টিলড ওয়াটার। তবে ডিস্টিলড ওয়াটারের পরিবর্তে বৃষ্টি শুরু হওয়ার ৫ থেকে ১০ মিনিট পর যখন বৃষ্টির পানিতে ধুলাবালু কমে আসে তখন সংরক্ষণ করা বৃষ্টির পানি ব্যাটারিতে ব্যবহার করা যায়।

বিজ্ঞাপন

২. ছাদবাগানে ব্যবহার করতে পারেন সংরক্ষিত বৃষ্টির পানি

বাড়ির সামনে বেশ খানিকটা জায়গা নিয়ে বাগান করার সুযোগ শহরের বেশির ভাগ বাড়িতেই নেই। তাই ছাদবাগানই ভরসা। এই ছাদবাগানে গাছে পানি দিতে আমরা কমবেশি সবাই ট্যাপের পানিই ব্যবহার করি। পানিতে সোডিয়ামের মাত্রা বেশি থাকলে গাছ ডিহাইড্রেটেড হয়ে নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে বৃষ্টির পানিতে খনিজ উপাদান না থাকায় গাছ সহজে পানি শোষণ করতে ও হাইড্রেটেড থাকতে পারে। ফলে গাছ সুস্থভাবে বেড়ে ওঠে। তাই বৃষ্টির মৌসুমে বেশি করে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে পারেন গাছের জন্য।

বিজ্ঞাপন

৩. গৃহস্থালি কাজে বৃষ্টির পানি খুবই উপযোগী

বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যাওয়া এই দেশে নতুন কিছু নয়। এমনকি ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের দেখা মেলেনি, এমন ঘটনাও ঘটে। এর ফলে অনেক সময় দেখা যায় বাসাবাড়িতে পানির সংকট। বিদ্যুৎ না থাকায় পানি নিয়ে অনেকেরই বিপত্তি তৈরি হয়। এ ধরনের পরিস্থিতিতে বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করা যেতে পারে। টুকটাক নানা গৃহস্থালির কাজ করার জন্য বৃষ্টির পানি সহজেই ব্যবহার করা যায়। এমনকি দূষণের পরিমাণ কম থাকায় এই পানি পানও করা যেতে পারে।

৪. হাত-মুখ ধোয়ার কাজে বৃষ্টির পানি

বৃষ্টিতে বাইরে থেকে কাদাপানিতে মাখামাখি হয়ে যাওয়াটা কারোরই কাম্য নয়, তবুও হুট করে গর্তে পা পড়ে গিয়ে বা পাশ দিয়ে দ্রুত চলে যাওয়া গাড়ির জন্য এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হরদমই হতে হয়। অতঃপর, বাড়িতে ঢুকতে গিয়ে সারা বাড়িতে কাদার ছড়াছড়ি। এই পরিস্থিতিতে অনেকে বাড়ির নিচে থাকা ট্যাপ থেকে পা ধুয়ে বাড়িতে ঢুকে থাকেন। কিন্তু সব বাড়িতে সেই ব্যবস্থা থাকে না। এ ক্ষেত্রে বৃষ্টির সময় বাড়ির সামনের খোলা জায়গায় একটি বালতি বা বোল রেখে বৃষ্টির পানি সংরক্ষণ করা যেতে পারে। এতে বারবার বাড়ির ভেতর থেকে পানি টানাটানির ঝক্কি কমবে।

৫. আপনার জানালায় বা বারান্দায় বসা পাখির জন্য

বৃষ্টিতে অনেক পাখি আমাদের জানালা বা বারান্দায় আশ্রয় নেয়। যতই অঝোরে বৃষ্টি ঝরুক না কেন, সেই পানি পান করার সুযোগ তাদের নেই। তাই একটি ছোট বাটি আপনার জানালায় কিংবা বারান্দার রেলিংয়ে রেখে দিতে পারেন। এতে বৃষ্টিতে বা অন্য কোনো সময়ও কোনো পাখি আপনার বারান্দায় আশ্রয় নিলে সেই পানি পান করতে পারবে।

তবে এত সব উপায় জানার পরও প্রশ্ন থেকে যায় যে কীভাবে পানি সংরক্ষণ করবেন। বৃষ্টির পানি জমানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে ছাদে ড্রাম, বালতি বা বড় কোনো বোল রেখে দেওয়া। এতে সরাসরি পরিষ্কার বৃষ্টির পানি সংরক্ষণ করা যায়। তবে অবশ্যই ডেঙ্গু সচেতনতার অংশ হিসেবে পানি তিন দিনের বেশি জমিয়ে রাখা যাবে না।

ছবি: পেকজেলসডটকম ও ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন