বিলাসবহুল প্রাসাদ কিনে ট্রাম্পের প্রতিবেশী হচ্ছেন জাকারবার্গ, জেনে নিন কত কোটি গুনতে হলো তাঁকে
শেয়ার করুন
ফলো করুন

বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্ক জাকারবার্গ ৬ মার্চ ওয়াশিংটনের অভিজাত উডল্যান্ড নরম্যানস্টোন (Woodland Normanstone) এলাকায় একটি প্রাসাদ কিনেছেন। যার দাম ২৩ মিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশি টাকায় প্রায় ৩০০ কোটি টাকা। এই বাড়িটি বাজারে তালিকাভুক্ত হওয়ার মাত্র তিন দিনের মধ্যে পুরো নগদ অর্থ দিয়ে কিনে ফেলেন তিনি।

১৫,০০০ বর্গফুটের এই রেড-ব্রিক ফার্মহাউজটি তৈরি হয় ২০১৭ সালে। এবং এর নকশা করেছেন খ্যাতিমান স্থপতি রবার্ট এম গার্নে। বাড়িটিতে রয়েছে বিশাল সুইমিং পুল, বাস্কেটবল কোর্ট এবং আরও অসংখ্য বিলাসবহুল সুবিধা।

প্রাসাদটির মূল্য এত বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে। এটি হোয়াইট হাউস থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বে অবস্থিত। যা মার্কিন প্রযুক্তি নীতিমালার সঙ্গে যুক্ত কাজের জন্য জাকারবার্গের উপস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে।

মেটার এক মুখপাত্র জানান, ‘মার্ক ও প্রিসিলা ডি.সি.-তে একটি বাড়ি কিনেছেন, যাতে মার্ক আরও বেশি সময় সেখানে কাটাতে পারেন। এবং আমেরিকার প্রযুক্তি নেতৃত্ব সংক্রান্ত নীতিগত কাজগুলোতে সরাসরি অংশ নিতে পারেন।’

বিলিয়নিয়ার পাড়ায় স্বাগতম

শুধু মার্ক জাকারবার্গ নন। ওয়াশিংটন, ডি.সি.-তে বিলাসবহুল বাড়ির মালিক হয়েছেন আরও কিছু প্রযুক্তি জগতের তারকা। ২০১৬ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও প্রায় ২৩ মিলিয়ন মূল্যের একটি প্রাসাদ কিনেছিলেন ক্যালোরামা এলাকায়। ২০২১ সালে পেপাল-এর সহপ্রতিষ্ঠাতা পিটার থিয়েলও জাকারবার্গের নতুন প্রাসাদের কাছেই ১৩ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছিলেন।

বিজ্ঞাপন

মার্ক জাকারবার্গের রিয়েল এস্টেট সাম্রাজ্য

ওয়াশিংটন ছাড়াও জাকারবার্গের যুক্তরাষ্ট্রজুড়ে বিস্তৃত সম্পত্তির রাজত্ব রয়েছে:

• পালো অল্টো, ক্যালিফোর্নিয়া: তাঁর প্রধান বাসভবন, ৫,০০০ বর্গফুটের একটি বাড়ি, ২০১১ সালে ৭ মিলিয়ন ডলারে কেনেন তিনি।

• লেক তাহো, ক্যালিফোর্নিয়া: ২০১৯ সালে তিনি ব্রাশউড স্টেট ও ক্যারোসাল স্টেট নামে দুটি পাশাপাশি সম্পত্তি কিনেছেন, একত্রে যার দাম ছিল ৫৯ মিলিয়ন ডলার।

• হাওয়াই-এর কাউআই দ্বীপ: ২০১৪ সালে ৭০৭ একর জমি ১১৬ মিলিয়ন ডলারে কেনেন। এরপর আরও জমি কিনে সেখানে তৈরি করছেন ব্যক্তিগত রিসোর্ট ও রিট্রিট।

৪০ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২০ লাখ কোটি টাকা ( ফোর্বসের তথ্য অনুযায়ী)। ফেসবুক প্রতিষ্ঠার পর থেকেই তিনি শুধু প্রযুক্তির মাঠে নয়, রিয়েল এস্টেট বিনিয়োগেও নিজের জায়গা করে নিয়েছেন।

তবে অনেকেই বলছেন এই নতুন বাড়িটি শুধু একটি বিলাসবহুল সম্পত্তি নয়। বরং এটি আমেরিকার প্রযুক্তি ও রাজনীতির কেন্দ্রস্থলে জাকারবার্গের অবস্থান আরও দৃঢ় করবেন।

ছবি: বিলিয়নিয়ার এর ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৩: ২৫
বিজ্ঞাপন