আমাদের খুব চেনা মানিপ্ল্যান্ট গাছ ডেভিলস আইভি বা পোথোজ (এপিপ্রেমনাম অরিয়াম) নামেও পরিচিত। এই গাছটি পানি ও মাটি—দুই জায়গাতেই ভালোভাবে জন্মে। এটি খুবই ঘাতসহ উদ্ভিদ যা বিভিন্ন অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। পানিতে বা মাটিতে জন্মানোর ওপর নির্ভর করে এদের বৃদ্ধির ধরণ ও যত্নের প্রয়োজনীয়তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
পানিতে মানিপ্ল্যান্ট লাগানো একটি জনপ্রিয় পদ্ধতি। এতে স্বচ্ছ বোতলে রাখা গাছটির শিকড় দেখা যায়। এই শিকড়ের অনন্য প্যাটার্ন আলাদা সৌন্দর্য দেয়।
পানিতে মানিপ্ল্যান্ট লাগানোর জন্য এই পদক্ষেপগুলো অনুসরণ করুন:
১. কমপক্ষে দুটি নোড বা গিঁটসহ একটি সুস্থ ও পরিণত ডাল কেটে নিন। যেখানে পাতা বের হয়, সে জায়গায় ধারালো ছুরি দিয়ে কাটুন।
২. মানিপ্ল্যান্টের এই কাটটি পরিষ্কার পানিতে ভরা একটি বোতল, বয়াম বা ফুলদানিতে রাখুন। খেয়াল রাখুন যেন নিচের নোডটি ডুবে থাকে।
৩. শ্যাওলার বৃদ্ধি রোধ করতে নিয়মিতভাবে (প্রতি সপ্তাহে বা তার বেশি) পানি পরিবর্তন করে মানিপ্ল্যান্টের বয়াম, ফুলদানি বা বোতল পরিষ্কার করুন।
৪. পরোক্ষ সূর্যালোকযুক্ত স্থানে বয়াম বা বোতলটি রাখুন। কয়েক সপ্তাহের মধ্যে শিকড়গুলো বাড়তে শুরু করবে আর উদ্ভিদটিও পানিতেই বাড়তে থাকবে।
মাটিতেও মানিপ্ল্যান্ট লাগানো হয়। এতে গাছ লাগানোর আমেজ একটু বেশি অনুভব করা যায় পানিতে লাগানোর চেয়ে। মাটিতে মানিপ্ল্যান্ট লাগানোর নিয়মগুলো হলো:
১. মানিপ্ল্যান্টের জন্য ভালোভাবে তৈরি করা পটিং সয়েল আর পার্লাইটের মিশ্রণ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
২. মাটিতে মানিপ্ল্যান্টের কাণ্ডের কাটিং রোপণ করুন। এ ক্ষেত্রে নিচের নোডটি মাটিতে পুঁতে দিন এবং নিশ্চিত করুন যে বাকি কাণ্ড মাটির ওপরে রয়েছে।
৩. পরোক্ষ সূর্যালোক পাওয়া যায়, এমন স্থানে মানিপ্ল্যান্টের পাত্রটি রাখুন।
৪. মানিপ্ল্যান্টটিতে পানি দিন কিন্তু যেন মাটিতে পানি আটকে না থাকে। সুস্থ বৃদ্ধির জন্য মাঝে মাঝে জৈব সার দিন।
মাটি
এই উদ্ভিদের জন্য ছিদ্রযুক্ত আর ভালোভাবে নিষ্কাশন করা মাটি প্রয়োজন। আপনি বাগানের মাটির মিশ্রণ, কোকো পিট আর ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন। যদি পাত্রে নিষ্কাশনের ছিদ্র না থাকে, তবে গাছের প্রয়োজন অনুসারে জল প্রয়োগ করুন।
সূর্যালোক
সাধারণত, মানিপ্ল্যান্ট আংশিক থেকে পরোক্ষ উজ্জ্বল সূর্যালোকে ভালো বৃদ্ধি পায়। আপনি এর পাত্রটিকে এমন স্থানে রাখতে পারেন, যেখানে সরাসরি নয়, কিন্তু উজ্জ্বল আলো পাওয়া যায়। এ ছাড়া ভালো বৃদ্ধির জন্য আপনি ২ থেকে ৪ ঘণ্টা সকালের সূর্যালোকে রাখতে পারেন এ গাছ।
পানি
মাটি শুকিয়ে গেলে সকালে পানি দিতে হবে। গ্রীষ্মকালে ঠিকঠাক পানি দিন আর শীত ও বর্ষা ঋতুতে পানি দেওয়া কমিয়ে দিন।
পুষ্টি ব্যবস্থাপনা
বর্ষার প্রথম দিকে এবং বসন্তকালে এতে সার দিন।
পাত্র পরিবর্তন
যখন একটি গাছ তার সীমার বাইরে বৃদ্ধি পায় এবং পাত্রের আকার শিকড় বিস্তারের জন্য পর্যাপ্ত না হয়, তখন তাজা মাটি আর কিছু সার দিয়ে বড় পাত্রে সরিয়ে নিন মানিপ্ল্যান্ট।
ছাঁটাই
বসন্ত ঋতুতে ধারালো শিয়ার দিয়ে মানিপ্ল্যান্ট ছাঁটাই করা যায়। এতে নতুন করে বৃদ্ধি নিশ্চিত হয় এবং মানি প্ল্যান্ট ঝোপালো হয়।
বৃদ্ধির হারের দিক থেকে, পানিতে জন্মানো মানিপ্ল্যান্টগুলো প্রায়ই বেশি দ্রুত বাড়ে। কারণ, তারা সহজেই প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে। আবার মাটিতে জন্মানো গাছগুলোর শিকড় শক্ত হয়, গাছও হয় বেশি ঘাতসহ। সব দিক ভেবে আপনি মনস্থির করতে পারেন, মানিপ্ল্যান্ট মাটিতে লাগাবেন, নাকি পানিতে।
ছবি: অরনীর