ছবির গল্পে বইমেলার যত দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন
শেয়ার করুন
ফলো করুন

ফেব্রুয়ারির প্রথম দিনে শুরু হয়েছে একুশের বইমেলা। আর প্রতিবছরের মতোই রাজধানীর সব বয়সী মানুষের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এই বহুল প্রতীক্ষিত বার্ষিক উৎসব। লেখক ও পাঠকদের সমাগমে মুখর বাংলা একাডেমি প্রাঙ্গণ। আর বইমেলায় বইয়ের সঙ্গে সঙ্গে প্রকাশনীগুলোর বিভিন্ন থিমে ডিজাইন করা দৃষ্টিনন্দন প্যাভিলিয়নগুলো সবাইকে আকর্ষণ করছে। ছবিগুলো বই ও সাহিত্যবিষয়ক প্ল্যাটফর্ম ‘অ আ ক খ’ থেকে পাওয়া।

বিজ্ঞাপন
১/১৩
রিকশা পেইন্টের থিমে অন্য প্রকাশ নজর কেড়েছে সবার।
রিকশা পেইন্টের থিমে অন্য প্রকাশ নজর কেড়েছে সবার।
বিজ্ঞাপন
২/১৩
সাদা আর অফহোয়াইটে কারুকার্যময় আগামী প্রকাশনী। বাঁশের স্ট্রাকচারটিও নজরকাড়া
সাদা আর অফহোয়াইটে কারুকার্যময় আগামী প্রকাশনী। বাঁশের স্ট্রাকচারটিও নজরকাড়া
৩/১৩
জামদানি থিমে নিমফিয়া পাবলিকেশনের দৃষ্টিনন্দন  প্যাভিলিয়ন।
জামদানি থিমে নিমফিয়া পাবলিকেশনের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন।
বই-বৃক্ষ
৪/১৩
ইট লাল রঙে স্টুডেন্ট ওয়েজ
ইট লাল রঙে স্টুডেন্ট ওয়েজ
৫/১৩
প্রথমার ছিমছাম স্ট্রাকচারে মিনিমালিজম লক্ষ্যনীয়
প্রথমার ছিমছাম স্ট্রাকচারে মিনিমালিজম লক্ষ্যনীয়
৬/১৩
ইটের দালানের আদলে ডিজাইন করা সময়-এর প্যাভিলিয়নে বহু রঙের খেলা
ইটের দালানের আদলে ডিজাইন করা সময়-এর প্যাভিলিয়নে বহু রঙের খেলা
৭/১৩
দুর্গের আদলে তৈরি বর্ণিল এই নজরকাড়া প্যাভিলিয়ন মিজান পাবলিশার্সের
দুর্গের আদলে তৈরি বর্ণিল এই নজরকাড়া প্যাভিলিয়ন মিজান পাবলিশার্সের
৮/১৩
কথাপ্রকাশের সাদামাটা বেইজ রঙা স্ট্রাকচারটি ভালো লাগছে দেখতে
কথাপ্রকাশের সাদামাটা বেইজ রঙা স্ট্রাকচারটি ভালো লাগছে দেখতে
৯/১৩
কাঠের এই সরল আর্কিটেকচারে বানানো সুন্দর স্ট্রাকচারটি বাংলাপ্রকাশের
কাঠের এই সরল আর্কিটেকচারে বানানো সুন্দর স্ট্রাকচারটি বাংলাপ্রকাশের
১০/১৩
পুঁথি নিলয়ের প্যাভিলিয়নে ঢাউস আকৃতির বইয়ের মতো স্ট্রাকচার
পুঁথি নিলয়ের প্যাভিলিয়নে ঢাউস আকৃতির বইয়ের মতো স্ট্রাকচার
১১/১৩
পাঞ্জেরীর প্যাভিলিয়নের জ্যামিতিক প্যাটার্ন আর বর্ণমালার সঙ্গে সাদা-কালো কালার স্কিম চোখে পড়ছে সবার
পাঞ্জেরীর প্যাভিলিয়নের জ্যামিতিক প্যাটার্ন আর বর্ণমালার সঙ্গে সাদা-কালো কালার স্কিম চোখে পড়ছে সবার
১২/১৩
উজ্জ্বল হলুদ রঙের স্ট্রাকচারটি অবসর-এর
উজ্জ্বল হলুদ রঙের স্ট্রাকচারটি অবসর-এর
১৩/১৩
পাঠক সমাবেশের প্যাভিলিয়নে বুদ্ধিদীপ্ত কালার স্কিম আর প্রিয় লেখকদের প্রতিকৃতি সুরুচির পরিচয় দিচ্ছে
পাঠক সমাবেশের প্যাভিলিয়নে বুদ্ধিদীপ্ত কালার স্কিম আর প্রিয় লেখকদের প্রতিকৃতি সুরুচির পরিচয় দিচ্ছে
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৪৩
বিজ্ঞাপন