স্মৃতির পাতায় হাতড়ে বেড়ালে দেখা যাবে, আমাদের প্রায় প্রতিটি স্মৃতির সঙ্গে একটি বিশেষ গন্ধ জড়িয়ে আছে। আমাদের ব্যক্তিত্বের ওপর গন্ধের বেশ গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে—এ কথা বলা হয় বিভিন্ন গবেষণায়। অ্যারোমাথেরাপির কার্যকারিতার কথাও এখন সবাই জানেন। তাই তো নিজেকে আর নিজেদের বসবাসের ঘরবাড়ি সুবাসিত রাখার জন্য কত চেষ্টা!
নিজের জন্য দামি পারফিউম, বডি মিস্ট, পারফিউম অয়েল ইত্যাদি রয়েছে। তবে নিজের পাশাপাশি ঘরের সুগন্ধির কথাও তো ভাবা চাই। সাজপোশাকের পরেই আপনার ব্যক্তিত্বের প্রতিফলন পাওয়া যাবে অন্দরমহলে। নিজের হাতে সাজানো বাড়িটার প্রতিটি কোণে যদি একটু সুগন্ধ ছড়িয়ে দেওয়া যায়, তবে মন্দ হয় না। আর এর জন্য আপনার বাজারের দামি সব এয়ারফ্রেশনারের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতেই হবে—এমন কোনো কথা নেই। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এয়ারফ্রেশনার। আর এখনকার স্যাঁতসেঁতে আবহাওয়া আর আর্দ্রতায় ভরা দিনে ঘরকে ফ্রেশ রাখা খুব জরুরি। এবার প্রাকৃতিকভাবেই ঘরকে সুবাসিত রাখতে পারে—এমন উপকরণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
একটি প্যানে দারুচিনিগুলো শুকনা করে টেলে নিন। দারুচিনিগুলো ব্লেন্ডারে ভালো করে গুঁড়া করুন। এবার একটি কনটেইনারে দারুচিনিগুঁড়া ভরুন। কনটেইনারগুলোর মুখে ছোট ছোট ছিদ্র করে ভালো করে এর মুখ বন্ধ করে দিন। ঘরের এক কোণে দারুচিনিগুঁড়াভর্তি কনটেইনার রেখে দিন।
ছোট একটি পাতিলে পানি নিন। এতে মাল্টার খোসা ও লবঙ্গ দিয়ে অল্প আঁচে চুলায় দিন। এবার বেশ কিছুক্ষণ ধরে পানি ফুটিয়ে নিন। আস্তে আস্তে পুরো ঘরে সুগন্ধ ছড়িয়ে যাবে। এই পানি স্প্রে বোতলে করে ব্যবহার করা যাবে।
লেবু টুকরা করে কেটে পুদিনাপাতার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। এবার ঘরের পর্দা, বিছানার চাদর, সোফার কভার ইত্যাদিতে স্প্রে করে নিলে ফ্রেশ ভাব আসবে এমন গুমোট আর্দ্রতা ভরা দিনে।
ছোট একটি বাটিতে কফি বিনস নিয়ে নিতে হবে। এবার এতে সামান্য কর্পূর দিয়ে দিন।আপনার বসার ঘরের মাঝের টেবিলে বা ঘরের যেকোনো জায়গায় রেখে দিন।
যদিও চালে কোনো গন্ধ নেই, কিন্তু এটি খুব সহজে গন্ধ শুষে নেয়। এসেনশিয়াল অয়েল ডিফিউজারের বদলে বেশ আরামেই ব্যবহার করতে পারেন চাল। একটি পাতলা কাপড়ে চাল নিয়ে এতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে দিন। কাপড়টি বেঁধে বেডসাইড টেবিলে রেখে দিতে পারেন। আলমারিতে রেখে দিলেও কাপড় থেকে ফ্রেশ গন্ধ আসবে।
ছবি: পেকজেলসডটকম