বহু যুগ ধরে পৌষ মাসের শেষ দিনে পুরান ঢাকায় ঐতিহ্যগতভাবে পালন করা হয় সাকরাইন উৎসব। আর মাত্র একদিন পরেই পৌষ মাসের শেষের দিন। ‘পৌষসংক্রান্তি’ থেকে ধিরে ধিরে ‘সংক্রান্তি’ নামে পরিচিতি লাভ করে। আসলে সংক্রান্তি শব্দটিই লোকমুখে সাকরাইন হয়ে গেছে। উৎসবটি মূলত সর্বজনীন। পুরান ঢাকায় দিনটি ঘুড়ি উৎসব হিসেবেই বেশি পরিচিত। এদিন পুরান ঢাকার প্রায় সব বাড়ির ছাদে দিনভর চলে ঘুড়ি ওড়ানো আর কাটাকাটির খেলা। সঙ্গে নাচ-গান আর শীতের পিঠাপুলি খাওয়া তো চলেই।