প্রতি সেপ্টেম্বর মাসে অ্যাপল ইভেন্টের দিকে বিশ্বের প্রযুক্তিপ্রেমী জনগোষ্ঠী তাকিয়ে থাকে অধীর আগ্রহে। আর এই আগ্রহ ও কৌতূহলের বড় অংশজুড়ে থাকে আসন্ন নতুন আইফোন সিরিজ নিয়ে নানা জল্পনা–কল্পনা। এবার বছরজুড়েই প্রযুক্তিপ্রিয় মানুষের আলোচনার শীর্ষে রয়েছে আইফোন ১৫ প্রো আর প্রোম্যাক্সের সম্ভাব্য নানা ফিচার। গতকালের ইভেন্টের পর সবাই আইফোন ১৫ নিয়ে নিজেদের আশাবাদ ও বাস্তবতার তুলনামূলক হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন।
অ্যাপল ঘোষণা দিয়েছে, এখন থেকে চার্জ দেওয়ার জন্য ইউএসবি সি টাইপের চার্জিংয়ের দিকে যাবে কোম্পানিটি। এই ইউনিভার্সাল চার্জিং সুবিধার পথে পা বাড়ানো অ্যাপলের জন্য একটি মাইলফলক। এভাবে বিভিন্ন ডিভাইস ও ব্র্যান্ডের চার্জিং একই ধারায় নিয়ে আসা সম্ভব। অ্যাপল গ্রাহকেরা এখন ইউএসবি সি টাইপের চার্জার দিয়ে আইফোন, আইপ্যাড আর ম্যাক কম্পিউটার চার্জ দিতে পারবেন।
ডিজাইন ও ক্যামেরা সিস্টেমেও এসেছে বদল। আরও বড় বিষয় হলো, অ্যাপল জানিয়েছে, তারা আইফোন ১৫ লাইনের জন্য আলাদা করে দাম বাড়াবে না ফোনের। এতে আইফোন ব্যবহারকারীরা তাঁদের ফোন আপগ্রেড করতে বেশি আগ্রহী হবেন। গতকালের ইভেন্ট থেকে যা যা জানা গেল, সেগুলো এবার দেখে নেওয়া যাক।
আইফোন ১৫-এর ডিজাইনে থাকছে অনেক পরিবর্তন। সাম্প্রতিকতম এই আইফোনগুলোর পরিবর্তন খুব বেশি চোখে পড়ার মতো নয়, কিন্তু এর প্রভাব বোঝা যাবে ব্যবহার করার সময়। আইফোন ১৫ প্রো আর প্রোম্যাক্সে থাকছে টাইটানিয়াম কেসিং। এতে ডিজাইন আরও বেশি স্লিম ও হালকা রাখা গেছে। আইফোন প্রো ম্যাক্সের বড় সেন্সর আর টেলিফটো লেন্সযুক্ত দুর্দান্ত ৪৮ মেগাপিক্সেলের ফাইভ এক্স অপটিক্যাল জুম মেইন ক্যামেরাও সবার আগ্রহের বিষয়। কন্ট্যুর করা চারপাশ আর নিজের মতো করে সেট করার অপশনযুক্ত অ্যাকশন বাটন—আছে এমন অনেক কিছুই।
বেসিক আইফোন ১৫–তেও পাওয়া যাবে বেশ কিছু ডিজাইন আপগ্রেড। ছবি আর ভিডিও নেওয়ার সময় ইমেজ স্ট্যাবিলাইজ করার ব্যবস্থা ও কম আলোয় আগের চেয়ে ভালো ছবি তোলা যাবে এতে। আগের আইফোন ১৪ প্রোর ডায়নামিক আইল্যান্ড–সুবিধা মিলবে এখানে। এখানে অ্যালার্ট, নোটিফিকেশন ইত্যাদি সেট করে রাখা যায় সুবিধামতো। হালের ক্রেজ লোকেশন শেয়ারিং অ্যাপে একেবারে নির্ভুলভাবে বন্ধুদের অবস্থান খুঁজে বের করার সুবিধার্থে এবারের আইফোন ১৫ সিরিজে আলট্রাওয়াইডব্যান্ড চিপ ব্যবহার করা হয়েছে।
সাদা, কালো, গোলাপি, সবুজ ও হলুদ রঙে পাওয়া যাবে আইফোন ১৫। সাইজ হবে দুটি। আইফোন ১৫–তে ৬.১ ইঞ্চি স্ক্রিন আর আইফোন ১৫ প্রোতে ৬.৭ ইঞ্চি। আইফোন ১৫ শুরু ৭৯৯ ডলার দিয়ে আর আইফোন ১৫ প্রো ৯৯৯ ডলার। ২২ সেপ্টেম্বর থেকে কিনতে পাওয়া যাবে এই সিরিজের ফোন।