আপনিও বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত এই পাসওয়ার্ড ইউজ করছেন না তো?
শেয়ার করুন
ফলো করুন

হ্যাকারদের যন্ত্রণায় অতিষ্ঠ নেটিজেনরা। ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হন্যে হয়ে সর্বক্ষণ কাজ করছে এখানকার সার্ভিস প্রোভাইডার, ই–মেইল অ্যাকাউন্ট আর সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সব টেক জায়ান্ট। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এনক্রিপশন, ফেস রিকগনিশনের মতো সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কূল পাচ্ছে না কোম্পানিগুলো।

আর ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আমরা কঠিন সব পাসওয়ার্ড ইউজ করার চেষ্টা করি আমাদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে। অথচ পাসওয়ার্ড–সংক্রান্ত এক সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে, তা দেখে সবার আক্কেলগুড়ুম হওয়ার দশা। দেখা যাচ্ছে যে দুটি পাসওয়ার্ড সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করেন, তা বুঝে ফেলতে হ্যাকারদের এক সেকেন্ডও লাগবে না। নর্ডপাস নামের এক সংস্থা এই সমীক্ষা চালিয়েছে। ম্যালওয়্যারের কারণে ফাঁস হওয়া ৩৫টি দেশের ৬.৬ টেরাবাইট ডেটাবেসের লগ ইন তথ্য ব্যবহার করা হয় এখানে।

বিজ্ঞাপন

এই পরীক্ষায় দেখা গেছে, সবচেয়ে বহুল ব্যবহৃত পাসওয়ার্ড হলো 123456। ৪৫ লাখ অ্যাকাউন্টে এই অদ্ভুত রকমের বোকা ধরনের পাসওয়ার্ড কেন ব্যবহার করা হলো, সে রহস্য কেউ বুঝতে পারছে না।

এদিকে ওয়াটস্যাপের মতো এত জনপ্রিয় মেসেঞ্জারে দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড admin আর 12345678। দেখা গেছে, যথাক্রমে ৪০ লাখ আর ১৩.৭ লাখ অ্যাকাউন্টে এই দুটি পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। নর্ডপাসের পক্ষ থেকে বলা হয়েছে, 123456 পৃথিবীর সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড। এই অ্যাকাউন্টগুলোর এক বড় অংশ পাসওয়ার্ড রেখেছে password, যা চরম নির্বুদ্ধিতার পরিচায়ক।

তথ্যসূত্র: সাইবার নিউজ, নর্ডপাস

ছবি: পেকজেলস ডট কম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১৬: ০০
বিজ্ঞাপন