থ্রেডস অ্যাকাউন্ট খোলার আগে জেনে নিন এই বিষয়গুলো
শেয়ার করুন
ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনের অনেকটা জুড়ে রয়েছে এখন। আর এই তালিকায় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের সঙ্গে এখন নতুন এক নাম যোগ হলো, মেটার থ্রেডস। টুইটারের আকাশচুম্বী জনপ্রিয়তা আস্তে আস্তে এমনিতেই কমতে শুরু করেছিল গত বছর ইলন মাস্ক প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকে। কারণ হিসেবে সবাই বলেছেন অনাকাঙ্ক্ষিত, আচমকা আর উদ্ভট সব পরিবর্তনের কথা।

থ্রেডসের শুরুটা ভালোই হয়েছে বলা যায়। ৩০ মিলিয়ন সাইনআপ হয়েছে গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত, আর সংখ্যাটা শুধুই বাড়ছেই। আর এই থ্রেডসের সদস্যদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি বড় বড় ব্র্যান্ড, তারকাসহ বিখ্যাত সব ব্যক্তিরা রয়েছেন।

বিজ্ঞাপন

খোদ টুইটারেই সর্বোচ্চ ট্রেন্ডিং বিষয় হিসেবে স্থান পেয়েছে সম্ভাব্য টুইটার কিলার থ্রেডস। অ্যাপ স্টোরগুলোতেও ডাউনলোডের তালিকার শীর্ষে আছে থ্রেডস।
থ্রেডস দেখতে অনেকটাই টুইটারের মতো। টুইটারের মতো টেক্সট–নির্ভর পোস্ট দেওয়া যাবে। ভিডিও বা ছবিও আপলোড করা যাবে। আবার এই নিয়ে বেশ নাখোশ ইলন মাস্ক। টুইটারের তথ্য আর ইউজার প্রোফাইল নিয়ে অনৈতিক টানাটানিরও অভিযোগ এসেছে। এ নিয়ে আইনি হুমকিও দিয়েছেন ইলন মাস্ক।

থ্রেডসে ৫০০ ক্যারেক্টারের মেসেজ দেওয়া যাবে, যা টুইটারের চেয়ে বেশি৷ টুইটারের মতোই এখানে মেসেজের উত্তর দেওয়া যায়, রিপোস্ট করা যায় আর অন্যদের পোস্ট কোটও করা যায়। তবে এর সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামের নান্দনিকতা আর নেভিগেশন সিস্টেমও আছে এতে। থ্রেডস থেকে সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিও ব্যবহার করা যাবে।
থ্রেডস অ্যাকাউন্ট পাবলিক বা প্রাইভেট—দুই-ই হতে পারবে। ভেরিফাই করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো থ্রেডসেও ভেরিফাই হয়ে যায় সয়ংক্রিয়ভাবে।

বিজ্ঞাপন

মার্ক জাকারবার্গের মতে, থ্রেডসের উদ্দেশ্যই হচ্ছে কথা বলা বা আড্ডা দেওয়ার জন্য বন্ধুত্বপূর্ণ একটি জায়গা তৈরি করা। থ্রেডসেই পোস্ট করে তিনি বলেন, ইনস্টাগ্রামের সবচেয়ে ভালো বিষয়গুলোর সঙ্গে টেক্সট, আইডিয়া আর মনের কথা প্রকাশ করার সুযোগ সৃষ্টি করা।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সেই অ্যাকাউন্ট থেকেই থ্রেডসে ঢুকতে পারবেন। রাখা যাবে একই নাম, পাসওয়ার্ড। তবে থ্রেডসের বায়ো আলাদাভাবে দেওয়া যাবে। ইনস্টাগ্রামের ফলো করা অ্যাকাউন্টগুলো এখানেও ইমপোর্ট করা যাবে।

একটা বিষয় ব্যবহারকারীদের একটু দ্বিধায় ফেলে দিচ্ছে। তা হলো থ্রেডস ডি–অ্যাকটিভেট করা গেলেও ডিলিট করতে গেলে ইনস্টাগ্রামও ডিলিট হয়ে যাবে।

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১৩: ৫১
বিজ্ঞাপন