আজ থেকে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজু ও বিষু উৎসব। পুরোনো বছরের হতাশা, গ্লানি ও দুঃখ ভুলে, সুন্দর আনন্দময় একটি নতুন বছরের প্রত্যাশা নিয়েই এই উৎসব। আজ শনিবার (১২ এপ্রিল), সকাল বেলা, পাহাড়ের পাদদেশ ঘিরে শঙ্খ নদে ফুল ভাসিয়ে শিশু-কিশোর আর তরুণ-তরুণীদের সঙ্গে বয়স্করাও এই উৎসবে অংশ নেন। এসময় ঐতিহ্যবাহী রঙিন পোশাকে দেখা যায় তরুণ-তরুণীদের। মোমবাতি, ধূপকাঠি আর কলাপাতায় সাজানো ফুলের নৈবেদ্যে, নতুন বছরে সুখ-শান্তি কামনা করে ফুল ভাসিয়েছেন সবাই। মূলত বাংলা বর্ষপঞ্জীর শেষ দুই দিন আর বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ তিন দিনব্যাপী পালিত হবে ফুল বিজু, মূল বিজু আর গজ্যাপজ্যা বিজু। আজ পালন করা হলো ফুলবিজু। আর এই উৎসব দেখতে দূরদূরান্ত থেকে বান্দরবানে এসেছেন অনেকেই৷