বান্দরবানের শঙ্খ নদে ফুল ভাসিয়ে ফুলবিজু উৎসব
শেয়ার করুন
ফলো করুন

আজ থেকে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজু ও বিষু উৎসব। পুরোনো বছরের হতাশা, গ্লানি ও দুঃখ ভুলে, সুন্দর আনন্দময় একটি নতুন বছরের প্রত্যাশা নিয়েই এই উৎসব। আজ শনিবার (১২ এপ্রিল), সকাল বেলা, পাহাড়ের পাদদেশ ঘিরে শঙ্খ নদে ফুল ভাসিয়ে শিশু-কিশোর আর তরুণ-তরুণীদের সঙ্গে বয়স্করাও এই উৎসবে অংশ নেন। এসময় ঐতিহ্যবাহী রঙিন পোশাকে দেখা যায় তরুণ-তরুণীদের। মোমবাতি, ধূপকাঠি আর কলাপাতায় সাজানো ফুলের নৈবেদ্যে, নতুন বছরে  সুখ-শান্তি কামনা করে ফুল ভাসিয়েছেন সবাই।  মূলত বাংলা বর্ষপঞ্জীর শেষ দুই দিন আর বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ তিন দিনব্যাপী পালিত হবে ফুল বিজু, মূল বিজু আর গজ্যাপজ্যা বিজু। আজ পালন করা হলো ফুলবিজু। আর এই উৎসব দেখতে দূরদূরান্ত থেকে বান্দরবানে এসেছেন অনেকেই৷

১/১৬
বান্দরবানে শঙ্খ নদের তীরে পালিত হলো ফুল বিজু
বান্দরবানে শঙ্খ নদের তীরে পালিত হলো ফুল বিজু
বিজ্ঞাপন
২/১৬
দিনের শুরু থেকেই সবাই ভীড় করেছেন এখানে
দিনের শুরু থেকেই সবাই ভীড় করেছেন এখানে
বিজ্ঞাপন
৩/১৬
ঐতিহ্যবাহী পোশাক ও গয়নায় দেখা যায় তরুণীদেরকে
ঐতিহ্যবাহী পোশাক ও গয়নায় দেখা যায় তরুণীদেরকে
৪/১৬
সবাই মিলে সারি বেঁধে পাতায় করে ফুল ভাসাচ্ছেন নদে
সবাই মিলে সারি বেঁধে পাতায় করে ফুল ভাসাচ্ছেন নদে
৫/১৬
কলাপাতায় লাল ও সাদা ফুল
কলাপাতায় লাল ও সাদা ফুল
৬/১৬
প্রতি বছরই এভাবে ফুলবিজু পালিত হয়
প্রতি বছরই এভাবে ফুলবিজু পালিত হয়
৭/১৬
মাথায় হলুদ ফুলের মুকুট পরা হলুদ পোশাকে পাহাড়ি তরুণী
মাথায় হলুদ ফুলের মুকুট পরা হলুদ পোশাকে পাহাড়ি তরুণী
৮/১৬
ফুলের নৈবেদ্য নিবেদন
ফুলের নৈবেদ্য নিবেদন
৯/১৬
ঐতিহ্যবাহী সাজপোশাকে ফুলবিজুতে অংশ নিয়েছেন সবাই
ঐতিহ্যবাহী সাজপোশাকে ফুলবিজুতে অংশ নিয়েছেন সবাই
১০/১৬
এসেছে ছোট শিশুরাও। পরনে ট্র্যাডিশিনাল পোশাক ও গয়না
এসেছে ছোট শিশুরাও। পরনে ট্র্যাডিশিনাল পোশাক ও গয়না
১১/১৬
মায়ের সঙ্গে এসেছে এই ছোট ফ্যাশনিস্তা
মায়ের সঙ্গে এসেছে এই ছোট ফ্যাশনিস্তা
১২/১৬
বাবার সঙ্গে ফুল ভাসাচ্ছে মেয়ে
বাবার সঙ্গে ফুল ভাসাচ্ছে মেয়ে
১৩/১৬
নানা ধরনের ফুল আছে এখানে
নানা ধরনের ফুল আছে এখানে
১৪/১৬
জবা, মধুমঞ্জরি, বাগানবিলাস, টগর আর রঙ্গন ফুলের দেখা মিলল
জবা, মধুমঞ্জরি, বাগানবিলাস, টগর আর রঙ্গন ফুলের দেখা মিলল
১৫/১৬
ফুল ভাসাচ্ছে শিশুটি
ফুল ভাসাচ্ছে শিশুটি
১৬/১৬
আজ দিনটাই ফুলের দখলে
আজ দিনটাই ফুলের দখলে
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৩: ১৯
বিজ্ঞাপন