কেয়ার অব ঢাকার প্রদর্শনীতে মিডিয়া পার্টনার হলো হাল ফ্যাশন
শেয়ার করুন
ফলো করুন

ঢাকাভিত্তিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম কেয়ার অব ঢাকা আগামী ৬ ও ৭ অক্টোবর শরৎ উৎসব সামনে রেখে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। এবারের আয়োজনের শিরোনাম হলো ‘অটাম ক্লাউডস’। এটি কেয়ার অব ঢাকার আয়োজিত দ্বিতীয় প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে মোট ৩০টি দেশীয় উদ্যোক্তা ব্র্যান্ড।


এই আয়োজন নিয়ে কেয়ার অব ঢাকার অন্যতম সমন্বয়কারী অনলাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড সুরঞ্জনার কর্ণধার নূর নাহার তৃপ্তি বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় এক্সিবিশন। এবার একটু বড় পরিসরে ৩০ জন উদ্যোক্তাকে নিয়ে কাজ করছি। তাঁরা সবাই নিজস্ব ডিজাইনে দেশীয় পণ্য তৈরি করেন।’ তিনি আরও বলেন, ‘অন্য যেসব উদ্যোক্তা মেলা ও প্রদর্শনী হয়, সেগুলো থেকে আমাদের এবারের আয়োজনটাকে একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। আয়োজনে একটু নতুনত্ব ও ভিন্নতা আনার জন্য এবার আমরা একটি বিশেষ সেগমেন্ট রেখেছি। আয়োজনে অংশগ্রহণকারী সব উদ্যোক্তাই একটি নির্দিষ্ট থিমে কাজ করেছে।’

বিজ্ঞাপন

কেয়ার অব ঢাকার এ প্রদর্শনীতে পোশাক, গয়না, কসমেটিক ও স্কিন কেয়ার, খাবার, ব্যাগ, আর্টস ও ক্র্যাফট, হোম ডেকোর—এই ৭ ক্যাটাগরিতে ৩০টি দেশীয় উদ্যোক্তা ব্র্যান্ড তাদের সেরা পণ্যগুলো নিয়ে হাজির হবে। এখানে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে সরলা, সুরঞ্জনা, খাদি, ঋতি, কটন রুটস, গুটিপা, কারখানা, এন’স কিচেন, বেণী বুনন, দ্য হকারস, দিশা’স রোড ব্লকস, রিবানা, বোকা বাক্স ইত্যাদি।

কেয়ার অব ঢাকার এই প্রদর্শনীতে মিডিয়া পার্টনার হয়েছে বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েবসাইট হাল ফ্যাশন। হাল ফ্যাশনের এই সম্পৃক্ত হওয়া নিয়ে কেয়ার অব ঢাকার অন্যতম সমন্বয়কারী অনলাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড সরলার স্বত্বাধিকারী মানসুরা স্পৃহা বলেন, ‘হাল ফ্যাশন একদম শুরু থেকে আমাদের সঙ্গে আছে। আর এ দুই প্ল্যাটফর্মই দেশি ফ্যাশনের সৃজনশীলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। এ জন্য কেয়ার অব ঢাকার এ উদ্যোগের সঙ্গে হাল ফ্যাশনকে পাশে পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।’ কেয়ার অফ ঢাকার পরামর্শক, 'গুটিপা'র কর্ণধার তাসলিমা মিজিও এই পার্টনারশিপ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ৬ ও ৭ অক্টোবর কেয়ার অব ঢাকার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ প্রদর্শনী ‘অটাম ক্লাউডস’। এই আয়োজনের মিডিয়া পার্টনার হলো বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েব পোর্টাল ফ্যাশন। এই বহুলপ্রতীক্ষিত প্রদর্শনীতে হাল ফ্যাশনকে সম্পৃক্ত করতে এদিন কেয়ার অফ ঢাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মানসুরা স্পৃহা, নুরুন্নাহার তৃপ্তি, সানজিদা সারা, ফাতেমা তুজ জোহরা নুভিয়া ও মুসাররাত নওশাবা খুশবু।

ছবিঃ কেয়ার অফ ঢাকার ফেসবুক পেজ ও হাল ফ্যাশন

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ১৩
বিজ্ঞাপন