বড়দিনে ঘর সাজাতে পরিবেশবান্ধব অনুষঙ্গ
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

বড়দিনের সবচেয়ে বড় আকর্ষণ ক্রিসমাস ট্রি। বিশেষ এই গাছ সাজাতে কেনা হয় নানা অনুষঙ্গ। এ বছর বড়দিনের সাজসজ্জায় দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে পরিবেশবান্ধব রিসাইকেলড উপকরণ।

মরিচ বাতি, স্টার বা তারাবাতি, এলইডি বাতি, রঙিন বল, রঙিন জরির কাগজ, রঙিন রেপ্লিকা, সান্তা ক্লজ, মোমবাতি, খড়ের কুঁড়েঘর, ঘণ্টা—এই সবই সাধারণত ক্রিসমাস ট্রি সাজানোর অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। তবে রিসাইকেল করা পরিবেশবান্ধব উপকরণেও হতে পারে ক্রিসমাস গাছের দারুণ নজরকাড়া সজ্জা।

বিজ্ঞাপন

অনলাইন ব্র্যান্ড বাহ্ পরিবেশবান্ধব টেবিল ডেকোর ও ব্যাগ নিয়ে কাজ করছে। বড়দিনকে সামনে রেখে বিশেষ মিনি ক্রিসমাস ট্রি এনেছে তারা। চট, ডেনিম ও সুতি কাপড় কেটে ক্রিসমাস ট্রির আকারে ডিজাইন করা হয়েছে অনুষঙ্গগুলো। ব্র্যান্ডটির অন্যতম উদ্যোক্তা মেরিন হকের ডিজাইনে তৈরি হয়েছে মিনি ক্রিসমাস ট্রিগুলো।
সারা বিশ্বজুড়ে বড়দিন উপলক্ষে সাজসজ্জায় ব্যবহার করা বেশির ভাগ উপকরণই পরিবেশের জন্য উপকারী নয়। প্রতিবছর বড়দিনে প্রায় ২৩ লাখ কৃত্রিম গাছ কেনা হয়। পরিবেশের জন্য যা চরম ক্ষতির কারণ। সেই চিন্তা থেকে একেবারেই হাতে তৈরি, ফেলে রাখা পুরোনো কাপড় রিসাইকেল করে তৈরি হয়েছে মিনি ক্রিসমাস ট্রি। মোট পাঁচটি আলাদা ডিজাইনে মিনি ক্রিসমাস ট্রি পাওয়া যাবে বলে জানান বাহ্ ব্র্যান্ডের অন্যতম উদ্যোক্তা মিরাজুল হক।

হাতের সেলাই করে তিন থেকে চার রকমের কাপড় জোড়া দিয়ে ক্রিসমাস ট্রিগুলোকে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। বড় ক্রিসমাস ট্রিতে পাটের চিকন দড়ির মাধ্যমে ঝুলিয়ে দেওয়া যাবে ছোট গাছগুলো। এ ছাড়া বাহ্-এর পাটের তৈরি ওয়াল ডেকোরেটিভ পিস ও হ্যান্ডপেইন্ট করা পরিবেশবান্ধব অনুষঙ্গগুলোও ব্যবহার করা যাবে উৎসবের গৃহসজ্জায়।

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৭: ০২
বিজ্ঞাপন