বিশ্ব বই দিবস: বই নিয়ে দশটি মজার তথ্য জেনে নিন
শেয়ার করুন
ফলো করুন

এই দিনে বিশ্ব সাহিত্যের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জন্ম গ্রহণ করেন এবং মৃত্যু বরণ করেন। আজকের এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান অমর সাহিত্যকর্ম ডন কিহোতের স্রষ্টা মিগেল দে সার্ভান্তেস এবং পেরুর বিশিষ্ট লেখক ইনকা গার্সিলাসো দে লা ভেগা। আবার ২৩ এপ্রিল ইংরেজি সাহিত্যের খ্যাতিমান কবি উইলিয়াম শেক্সপিয়ারেরও মৃত্যুদিন। বিখ্যাত এই লেখকদের সম্মান জানানোর জন্য আজকের এই দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে বেছে নেওয়া হয়। চলুন, আজ বিশ্ব বই দিবসে জেনে নেওয়া যাক বই নিয়ে দশটি মজার তথ্য।

১. প্রাচীনতম বই: ৬৮৬ খ্রিষ্টাব্দে সংস্কৃতে লেখা ‘ডায়মন্ড সূত্র’ (বজ্রচ্ছেদিকা প্রজ্ঞাপারমিতা সূত্র) -কে মনে করা হয় পৃথিবীর প্রাচীনতম ছাপা বই। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা প্রথম সৃজনশীল কাজ হিসেবে পরিচিত। বইটির শেষ লাইন- “সবার অবাধ প্রবেশের জন্য।”

২. সর্বাধিক বিক্রীত বই: বাইবেলের ৫ বিলিয়ন কপি বিক্রির রেকর্ড রয়েছে। চার্লস ডিকেন্সের ‘এ টেল অব টু সিটিস’ সর্বাধিক বিক্রীত নন-ফিকশন বই, এটির প্রায় ২০ কোটি কপি বিক্রি হয়েছে। হ্যারি পটার সিরিজ বিক্রি হয়েছে ৫০ কোটিরও বেশি!

৩. দীর্ঘতম বই: ‘দিভতা’ নামক ৩৩ বছর ধরে লেখা সাসপেন্স সিরিজ পৃথিবীর দীর্ঘতম বই হিসেবে স্বীকৃত। প্রায় আট হাজার পৃষ্ঠার এ বইয়ের শব্দ সংখ্যা এক কোটি বারো লক্ষ ছয় হাজার তিনশো দশটি।

বিজ্ঞাপন

৪. বৃহত্তম বই: দুবাইয়ের ‘দা প্রফেট মুহাম্মদ’ বইটি আকারে সবচেয়ে বড় বই। এটির দৈর্ঘ্য ২৬.৪৪ ফুট এবং প্রস্থ ১৬.৪০ ফুট। বইটির ওজন প্রায় ১৫০০ কেজি!

৫. ক্ষুদ্রতম বই: ‘টিনি টেড ফ্রম টার্নিপ টাউন’ আকারে সবচেয়ে ছোট বই। বইটির আকার মাত্র ০.০৭ বনাম ০.১০ মিলিমিটার। বইটি পড়তে হলে দরকার পড়বে ইলেকট্রন মাইক্রোস্কোপের!

৬. সবচেয়ে দামি বই: লিওনার্দো দা ভিঞ্চির ‘কোডেক্স লেস্টার’ ১৯৯৪ সালে বিক্রি হয় ৩০.৮ মিলিয়িন ডলারে। বর্তমানের হিসাবে টাকার এই অংক আরও ঢের বেশি। এটিই এখন পর্যন্ত সবচেয়ে দামি বই।

৭. প্রাচীনতম বইয়ের দোকান: পর্তুগালের লিসবনে অবস্থিত ‘লিভ্রারিয়া বার্ট্রান্ড’ সবচেয়ে পুরোনো বইয়ের দোকান। ১৭৩২ সালে যাত্রা শুরু করে এখনো বই বিক্রি করে চলেছে লিভ্রারিয়া বার্ট্রান্ড।

৮. বৃহত্তম বইয়ের দোকান: নিউইয়র্কের বার্নেস অ্যান্ড নোবেল আকারে সবচেয়ে বড় বইয়ের দোকান। তবে পোর্টল্যান্ডের পাওয়েলসের বই দোকানে রয়েছে সবচেয়ে বেশি বই।

৯. সর্বাধিক বইয়ের লেখক: সবচেয়ে বেশি বই প্রকাশ করেছেন এল. রন হাবার্ড। ১৯৩৪ সালে তাঁর লেখা প্রথম বই প্রকাশিত হয়, এরপর ২০০৬ সাল পর্যন্ত তিনি তাঁর লেখা ১,০৮৪ টি বই প্রকাশ করেন।

১০. সর্বোচ্চ বিক্রীত লেখক:  উইলিয়াম শেক্সপিয়ার ও অ্যাগাথা ক্রিস্টি প্রত্যেকেরই প্রায় ২ বিলিয়ন ডলারের বই বিক্রি হয়েছে। অ্যাগাথা তাঁর জীবদ্দশায় ৪২ টি বই লেখেন, শেক্সপিয়ারের বইয়ের সংখ্যা ৮৫।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস ও এক্সপ্লোরিকা

ছবি: ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০: ১৩
বিজ্ঞাপন