মাত্র এক দিনের ব্যবধানে মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে জয় করলেন বাবর আলী
শেয়ার করুন
ফলো করুন

এভারেস্ট জয়ের এক দিন পর গতকাল রাতে বাবর বেজ ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন পৃথিবীর চতুর্থ শীর্ষ শৃঙ্গ মাউন্ট লোৎসের উদ্দেশে। আজ নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) বাবর দাঁড়ালেন বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে চূড়াতে। প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট লোৎসে সামিট এবং একই অভিযানে দুটি আট হাজারি শৃঙ্গ সামিট সম্পন্ন করলেন তিনি।

চুখাং রির চূড়া থেকে লোৎসে এর দক্ষিণ অংশ দেখা যাচ্ছে
চুখাং রির চূড়া থেকে লোৎসে এর দক্ষিণ অংশ দেখা যাচ্ছে

এডভেঞ্চারপ্রেমী হাজারো মানুষ অপেক্ষায় ছিলেন এই ইতিহাসের। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এবং অন্যান্য সংগঠনের সহযোগিতায় বাবরের এই অভিযান। তাই এ অভিযান বাবরের একার অভিযান ছিল না, হাজারো মানুষের হয়ে দেশের পতাকা অন্য উচ্চতায় নিয়ে গেছেন বাবর আলী। তিব্বতি ভাষায় লোৎসে অর্থ দক্ষিণ শিখর। লোৎসের প্রধান চূড়াকে ‘স্ট্যান্ডার্ড রেইস কুলোর রুট’ থেকে আরোহণের সময় মধ্যবর্তীভাবে কঠিন আট হাজারি হিসেবে বিবেচনা করা হয়। তবে এর গৌণ চূড়া এবং অত্যন্ত খাড়া দক্ষিণ মুখকে বিশ্বের সবচেয়ে কঠিন ও বিপজ্জনক পর্বত আরোহণ হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

বরফাবৃত উত্তর-পূর্ব মুখটি দিয়ে এখনো কোনো পর্বতারোহী  আরোহণ করেননি। ১৯৫৫ সালে নরম্যান ডাইহরেনফার্থের নেতৃত্বে আন্তর্জাতিক হিমালয় অভিযানের মাধ্যমে লোৎসে আরোহণের প্রাথমিক প্রচেষ্টা চালানো হয়। ১৯৫৬ সালের ১৮ মে আর্নস্ট রেইস এবং ফ্রিৎজ লুচসিঙ্গারের সুইস দল লোৎসের মূল চূড়ায় প্রথম সামিট করে। এরপর লোৎসের মধ্যাংশ দীর্ঘ সময় ধরে কেউ আরোহণ করেননি।

লোৎসের প্রধান চূড়ায় প্রথম আরোহণকারী ফ্রিটজ লুচসিঙ্গার এবং আর্নস্ট রেইস ১৯৫৬
লোৎসের প্রধান চূড়ায় প্রথম আরোহণকারী ফ্রিটজ লুচসিঙ্গার এবং আর্নস্ট রেইস ১৯৫৬

এরপর ২০০১ সালের ২৩ মে রুশ অভিযাত্রী ইউজেনি ভিনোগ্রাদস্কি, সের্গেই টিমোফিভ, আলেক্সি বোলোতভ এবং পেট্রা কুজনেটস এই শৃঙ্গ আরোহণ করেন। ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৭১ জন পর্বতারোহী লোৎসে চূড়ায় উঠতে সক্ষম হয়েছেন এবং ২০ জন এই শৃঙ্গ সামিটের সময় মারা গেছেন।

গোকিও রি থেকে দেখা লোৎসে এবং আশেপাশের চিত্র
গোকিও রি থেকে দেখা লোৎসে এবং আশেপাশের চিত্র

২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে একাধিক মৃত্যুর ঘটনা ঘটার কারণে কেউ লোৎসের শীর্ষে উঠতে পারেননি। ২০১৭ সালের ১৯ মে শারীরিকভাবে অক্ষম ব্যক্তি হিসেবে প্রথম লোৎসে চূড়ায় আরোহণ করেন বেলজিয়ান স্টেফ উলফস্পুট।

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ মে ২০২৪, ১৩: ১৬
বিজ্ঞাপন