বিনা খরচে বিয়ে আর হানিমুনের দারুণ সুযোগ, রেজিস্ট্রেশন করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত
শেয়ার করুন
ফলো করুন

২০২৪-এর শেষ মাসে ঢাকা ব্যর্থ প্রেমিকের ডিসেম্বরের শহর না হয়ে যেন হয়ে উঠেছিল বিয়ের শহর! সে ধারাবাহিকতা এখনো চলছে। চারদিকে পড়েছে বিয়ের ধুম। কমপক্ষে একটি বিয়ের দাওয়াত পাননি এমন কারও দেখা মেলা ভার। সোশ্যাল মিডিয়া যেন হয়ে উঠেছে রীতিমতো ওয়েডিং কার্নিভাল।

বিনা খরচে বিয়ে ও হানিমুনের সুযোগ সাড়া ফেলেছে
বিনা খরচে বিয়ে ও হানিমুনের সুযোগ সাড়া ফেলেছে

তবে আমাদের মাঝে অনেকেই আছেন বিয়ে করতে ইচ্ছুক,তবে বিয়ের খরচ জুগিয়ে উঠতে পারছেন ন। তাঁদের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন। যাঁকে জীবনজীবনসঙ্গী করতে চান ,তাঁকে পছন্দ করে নিয়ে আসার দায়িত্ব অবশ্য আপনার নিজের! উল্লেখ্য এই সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করে।

বিজ্ঞাপন

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের এই ব্যবস্থাপনায় থাকছে ৭টি সুবিধা। প্রথমত, বিয়ের রেজিস্ট্রেশন ফি দিতে হচ্ছে না বরকনে ,বা তার পরিবারকে। বর কনের পোশাক দেবে তারা। কনের সাজ, প্রসাধনী ও গয়নার ব্যবস্থাও হবে। প্রতি বিয়েতে ১০০ জন অতিথির আপ্যায়নের ব্যবস্থাও থাকবে। কমিউনিটি সেন্টারের ভাড়া দেবে সংস্থাটিই। বিবাহ পরবর্তী আকর্ষণ হিসেবে আছে কক্সবাজারে হানিমুনের সুযোগ। শুধু তাই নয় , বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। এজন্য আছে ফ্রি কাউন্সিলিং সেবার ব্যবস্থা!

প্রতি বিয়েতে ১০০ জন অতিথির আপ্যায়নের ব্যবস্থাও থাকবে
প্রতি বিয়েতে ১০০ জন অতিথির আপ্যায়নের ব্যবস্থাও থাকবে

এতসব সুবিধা এমনি এমনি তো আর ভোগ করা যায় না। এজন্য দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। প্রথম শর্ত হিসেবে ,কনেপক্ষের কাছে কোনোরকম যৌতুক দাবি করা যাবে না। দ্বিতীয় শর্ত ,দেনমোহরের টাকা বিয়ের আগেই পুরোটা পরিশোধ করতে হবে। তবেই সম্ভব হবে বিনামূল্যের এ বিয়েতে অংশ নেওয়া।

বিজ্ঞাপন

বিয়ের তারিখটা কবে? এ প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। চলতি মাসের ১৮ তারিখ শনিবার জমবে এই বিয়ের আসর। তবে এজন্য আগেই রেজিস্ট্রেশন করে নিতে হবে।

চলতি মাসের ১৮ তারিখ শনিবার জমবে এই বিয়ের আসর
চলতি মাসের ১৮ তারিখ শনিবার জমবে এই বিয়ের আসর

রেজিস্ট্রেশনের সময় ধরা হয়েছে জানুয়ারির ১০ তারিখ অবধি। সুতরাং ,বিনা খরচের এই বিয়ের সুযোগ হাতছাড়া করতে না চাইলে হাতে আছে আর মাত্র দুদিন সময়!শুধু বিনা খরচের বিয়ে তা কিন্তু নয়। যৌতুকের মতো সামাজিক ব্যধি রোধ করতেও এটি বেশ প্রশংসনীয় একটি উদ্যোগ। তাই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার সুযোগ মিস করেছেন, শীত থাকতে থাকতে মালাবদলটা করে নিতে ক্ষতি কী!

নিচে রেজিস্ট্রেশন লিংক্টিও দিয়ে দেওয়া হলো সবার সুবিধার্থে

https://ashfoundation.ngo/events/register/27/?

ছবি: পেকজেলস ডট কম

সূত্র: আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ফেসবুক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৭: ৩৪
বিজ্ঞাপন