হাল ফ্যাশন ডেস্ক
ফরাসি বিলাসী ব্র্যান্ড লুই ভিতো সম্প্রতি ভারতের ফ্যাশনপ্রিয়দের জন্য জুতার এক্সক্লুসিভ ক্যাপসুল সংগ্রহ প্রকাশ করেছে। রানি পিংক (ম্যাজেন্টা) প্রাধান্য পেয়েছে এ কালেকশনে। ব্র্যান্ডের একটি বিবৃতি অনুসারে, এই রং ভারতীয়দের রাজকীয়তা ও উদ্যাপনের চেতনায় অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে।
এ সংগ্রহের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ম্যাজেন্টার উচ্ছ্বসিত টোন। ভারতীয় রাজকীয় গয়না, টেক্সটাইল, সজ্জা ও হস্তশিল্পে এই রং ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সংগ্রহটি দেখলেই বোঝা যাবে, ফরাসি মিনিমালিজম অনুপ্রাণিত ভাবনা কীভাবে মিশেছে ভারতীয় ঐতিহ্যে।
সংগ্রহে রয়েছে ব্র্যান্ডের সিগনেচার ব্লক হিল, টাইম আউট স্নিকার্স, স্পার্কল স্লিংব্যাক পাম্প ও রিভাইভাল জুতা। যেকোনো উৎসব, পার্টি কিংবা বিয়ের মৌসুমের কথা মাথায় রেখে বেছে নেওয়া যেতে পারে এই রানি গোলাপি সংগ্রহের জুতা।
ভারতীয় ৭২ হাজার রুপি থেকে শুরু এ সংগ্রহ। রানি পিংকে উজ্জ্বল জুতার আকর্ষণীয় ডিজাইনগুলো পছন্দ করছেন ফ্যাশনপ্রেমীরা। বলিউড তারকাদের পায়েও শোভা পাচ্ছে এ রঙের জুতা।
ছবি: ইনস্টাগ্রাম