নিউইয়র্কে আগামী ৫ থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ‘এনওয়াই নাউ উইন্টার শো’ শিরোনামের বাণিজ্য মেলায় অংশ নিচ্ছেন বাংলাদেশের ১৪ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তাঁরা পাট ও প্রাকৃতিক আঁশজাতীয় পণ্য নিয়েই ওই মেলায় উপস্থিত থাকবেন বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
ইউএসএইডের অর্থায়নে পরিচালিত ফিড দ্য ফিউচার বাংলাদেশ হর্টিকালচার অ্যাক্টিভিটির এ উদ্যোগে আরও সহায়তা করেছে ট্রেড ফ্যাসিলিটেশন অফিস (টিএফও) কানাডা ও এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, ইউএসএইডের ইকোনমিক গ্রোথ অফিসের ভারপ্রাপ্ত অফিস পরিচালক জোসেফ লেসার্ড, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানসহ উদ্যোক্তারা । কানাডার হাইকমিশনার লিলি নিকোলস বলেন, ‘এই এসএমইদের সহায়তা দিতে পেরে বেশ আনন্দিত। আমরা বাংলাদেশের পাটজাত শিল্পের বিকাশে একটি সহায়ক শক্তি হয়ে থাকব।’
জুট ল্যান্ড বাংলাদেশের উদ্যোক্তা প্রতিমা চক্রবর্তী তাঁর ভাবনা ব্যক্ত করেন বলেন, ‘এই সুযোগ আমাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডায় বাংলাদেশের বাজার সম্প্রসারিত হবে।’
তিন দিনের রপ্তানি প্রস্তুতি কর্মশালার মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এবার পালা বিশ্ববাজারে দেশীয় পণ্যকে পরিচয় করানো। অংশগ্রহণকারীদের প্রদর্শিত পাট ও অন্যান্য প্রাকৃতিক আঁশে তৈরি পণ্যের মধ্যে রয়েছে পাটের তৈরি হ্যান্ডব্যাগ, ম্যাট, বাড়ির সাজসজ্জার সরঞ্জাম ও অন্যান্য ফ্যাশন পণ্য। এসব পরিবেশবান্ধব ও টেকসই পণ্য আন্তর্জাতিক গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রচুর পাট উৎপাদন হওয়া সত্ত্বেও পাটজাত পণ্য প্রস্তুতকারকদের মধ্যে বৈশ্বিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজনীয় জ্ঞানের অভাব রয়েছে। এ কারণে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পাটজাত পণ্য উৎপাদন করলেও বিশ্ববাজারে প্রবেশাধিকার সীমিত। বাংলাদেশ হর্টিকালচার অ্যাক্টিভিটির এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের উপযোগী পণ্য দেখা, শেখা ও ডিজাইন করা ছাড়াও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশি পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন বলে মনে করেন আয়োজকেরা।
ছবি: সংগৃহীত