পথের ধারের ছোট শিঙাড়া
শেয়ার করুন
ফলো করুন

বৃষ্টির দিনে সব মুচমুচে আর তেলেভাজা খাবারের আকর্ষণই অন্য রকম। আর সেই খাবার যদি হয় শিঙাড়ার মতো সুস্বাদু ও সর্বজনপ্রিয়, আর পাওয়া যায় খুবই কম দামে, তাহলে তো কোনো কথাই নেই। এমনই ‘দামে কম মানে ভালো’ শিঙাড়া পাওয়া যায় সাউথ পয়েন্ট স্কুলের গলিতে ছোট একটি দোকানে।

পল্লবী মেট্রোরেল স্টেশন থেকে ১ মিনিট হাঁটা দূরত্বে মিরপুর ১২-এর বাসস্ট্যান্ডের পাশেই এই গলি। প্রতি পিস ৩ টাকা। অর্থাৎ, ২০ টাকায় মিলবে ৭টি জিবে জল আনা গরমাগরম শিঙাড়া। এসব ছোট শিঙাড়াকে আরও উপভোগ্য করে তোলে সঙ্গে পরিবেশিত পেঁয়াজ, কাঁচা মরিচ আর ওপরে ছড়িয়ে দেওয়া বিট লবণ।

বিজ্ঞাপন

দারুণ লোভনীয় ছোট শিঙাড়াগুলো বেশ জনপ্রিয়। সকাল ৬টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত, সারাক্ষণই দোকানটিতে পাওয়া যায় এসব শিঙাড়া।

দাম কম হওয়ায় শ্রমজীবী থেকে শুরু করে অফিসফেরত মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, এমনকি স্কুল ফটকের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের কাছেও এসব ছোট শিঙাড়া তুমুল জনপ্রিয়।

বিজ্ঞাপন

দোকান ছোট হওয়ায় ভেতরে বসে বেশি লোক না খেতে পারলেও বাইরে দাঁড়িয়ে আড্ডা দিতে দিতে খাওয়া যায় শিঙাড়া।

গলির ভেতরে বড় গাড়ির আনাগোনা নেই বলে এতে তেমন অসুবিধা হয় না শিঙাড়াপ্রেমীদের।

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১০: ২৪
বিজ্ঞাপন