হলিডে ইন ঢাকায় পূজার বিশেষ আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

পূজার আমেজ ধরে রাখতে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আয়োজন করেছে অন্নপূর্ণ বুফে ডিনার। আয়োজনটি করা হয়েছে অ্যাটিটিউড রেস্তোরাঁয়। মূলত রেস্তোরাঁটিতে রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী খাদ্যের সমাহার।

অন্নপূর্ণ বুফে ডিনারের মেনুতে রয়েছে মাটন পায়া, ভোগের ভুনা খিচুড়ি, জলপাই ডাল, কোফতা মালাই, লাবড়া, করাই শুটি, কষা মুরগির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, পাবদার ঝাল, হাঁস কষা, বোয়াল মাছের মুইঠা, শর্ষে ইলিশ ইত্যাদি।

বিজ্ঞাপন

অন্নপূর্ণ বুফে ডিনার বাড়তি পাওনা হিসেবে রয়েছে একটি কিনলে দুটি ফ্রি অফার, যা পাওয়াবে বিভিন্ন ব্যংকের কার্ডের সঙ্গে। এ ছাড়া সংগীতসন্ধ্যা আয়োজনের পাশাপাশি রয়েছে সুইমিং পুল ব্যবহারের সুযোগ।

আর ১২ বছরের কম বয়সী বাচ্চারা তাদের মা–বাবার সঙ্গে প্যাকেজটি উপভোগ করতে পারবে বিনা মূল্যে। প্যাকেজেরে দাম ধরা হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। তবে এই প্যাকেজে উপভোগ করতে পারবেন তিন। অর্থ্যাৎ একটা নিলে দুটো ফ্রি মিলবে এই প্যাকেজের আওতায়।

ছবি: হলিডে ইন ঢাকা

বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১০: ১৮
বিজ্ঞাপন