করপোরেট এইট বল চ্যাম্পিয়নশিপ ক্যাফে সাও পাওলোর পপ আপ রেস্তোরাঁ
শেয়ার করুন
ফলো করুন

গুলশান শুটিং ক্লাবে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে তিন দিনের করপোরেট এইট বল চ্যাম্পিয়নশিপ শেষ হচ্ছে আজ ১৮ জুন। এই মর্যাদাপূর্ণ ইভেন্টে নানা স্বাদের পসরা নিয়ে উপস্থিত আছে ক্যাফে সাও পাওলো।

ক্যাফে সাও পাওলো বিশ্বমানের কফি পানের অভিজ্ঞতা দেওয়ার মধ্য দিয়ে সুখ্যাতি তৈরি করেছে। পাশাপাশি রয়েছে নানা স্বাদের গরম ও ঠান্ডা কফি, রিফ্রেশিং সব পানীয়, মিষ্টি এবং অতুলনীয় নানা পদ।

বিজ্ঞাপন

করপোরেট এইট বল চ্যাম্পিয়নশিপেও তারা একই মানের গরম ও ঠান্ডা পানীয় ও বৈচিত্র্যময় খাদ্যসামগ্রী সরবরাহ করছে। ফলে এই আসরে আসা অতিথিরাও সেই স্বাদ পাচ্ছেন ক্যাফে সাও পাওলোর তিন দিনের পপ আপ আয়োজনে।

এই পপ আপ রেস্তোরাঁ উদ্বোধনীতে ক্যাফে সাও পাওলো লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহীন সারোয়ার এবং তাদের কার্যনির্বাহী শেফ ও পরামর্শক, ভালটার বেলি ছাড়াও অসিস্ট্যান্ট ম্যানেজার ফুড অ্যান্ড বেভারেজ মনির হোসেন উপস্থিত ছিলেন।
মডেল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্যাফে সাও পাওলো বাংলাদেশি কফি চেইন হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছে উন্নত মানের কফির কারণে। আর করপোরেট এইট বল চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ক্যাফে সাও পাওলোর উপস্থিতি বিশেষ আকর্ষণ যোগ করেছে।

ছবি: ক্যাফে সাও পাওলো

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১৫: ০৩
বিজ্ঞাপন