হালফ্যাশন ডেস্ক
মেরিল–প্রথম আলো পুরস্কারের লালগালিচায় রাজকন্যার বেশে হেঁটে আসা নওশাবার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। সামনে থেকে টুইস্ট করে নিয়ে ছেড়ে রাখা চুলে তিনি দিয়েছেন গোলাপি রঙের গোলাপ। কাঁচা ফুলের এই সাজ প্রকৃতিপ্রেমী নওশাবার দারুণ পছন্দ। গ্রিক দেবীদের সাজের অনুপ্রেরণা থেকেই এই হেয়ারস্টাইল।
পেছনে বো দেওয়া গোলাপি এই প্লিটেড ফ্লোউই গাউনটি ডিজাইন করেছে ভারমিলিয়ন। এর নেকলাইনটিও বিশিষ্ট। গাউনটির ঘেরের নিচের অংশজুড়ে রাখা হয়েছে নয়নাভিরাম রঙিন প্রাকৃতিক ল্যান্ডস্কেপের স্ক্রিন প্রিন্ট। সঙ্গে ম্যাচ করে রাখা হয়েছে ভারমিলিয়নেরই বটুয়া। নিজেও চারুকলা থেকে স্নাতকোত্তর করা নওশাবা। তাই সেই প্রতিষ্ঠানের বন্ধুদের গড়া ভারমিলিয়নের প্রতি তিনি আস্থা রেখেছেন আজকের পোশাকের ব্যাপারে।
পোশাকের সৌন্দর্য তুলে ধরতে সাজ ও গয়না—কোনোটিতেই বাড়তি কিছু নেই। কানে পাথরের ছোট দুল বেছে নিয়েছেন তিনি। আর মেকআপের ডিউ ফিনিশে তাঁকে খুবই উজ্জ্বল লাগছে।