মাত্র ১৫ দিনে তাঁর এই পোশাকটি তৈরি করেছেন ডিজাইনার সাফিয়া সাথি। পুরো পোশাকে দুই ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে। ঘের ও ফ্রিল দেওয়া স্কার্টটি তৈরি করা হয়েছে কালো নেটের কাপড়ে। তার ওপরের স্লিভলেস টপ ছিল মসলিনের।
টাইডাই করা টপের পেছনের অংশটিই পোশাকের মূল আকর্ষণ। পেছনের ফিতাটি বাঁধা হয়েছে বো স্টাইলে।
সাদা–সবুজ আর সাদা–লাল পাথরের নেকপিসের সঙ্গে শিরিন শিলা পরেন মুক্তার মালা। কানে ছিল সাদা-সবুজ পাথরের দুল।
সাজে ছিল স্নিগ্ধতা। গাঢ় রং নয় বরং নুড মেকআপে নিজের স্টাইলের স্বাক্ষর রেখেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন শিলা।