কিমোনোর আধুনিকায়ন
শেয়ার করুন
ফলো করুন

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে প্রদর্শিত হচ্ছে এমন কিছু কিমোনো। প্রাচ্য এবং প্রতীচ্য কীভাবে একে অপরকে প্রভাবিত করেছে, তারই ঝলক দেখা যায় এই প্রদর্শনীতে। আর এই প্রভাবই যেন ঐতিহ্যবাহী কিমোনোর নতুন রূপান্তরে অনুঘটক হয়েছে।

এই মিউজিয়ামে জাপানি ডেকোরেটিভ আর্টের কিউরেটর মনিকা বিনসিক মনে করেন, ফ্যাশনের কথা উঠলেই পশ্চিমের বড় বড় ব্র্যান্ডের নাম আসে। অথচ কিমোনোরও একটা ফ্যাশন সিস্টেম ছিল। এর জন্য আমাদের একটু ফিরে যেতে হয় সপ্তদশ শতাব্দীতে।

তিনি আরও বলেন, জাপানি কিমোনার বেশ একটা প্রভাব বিশ শতকে পড়েছে পশ্চিমের ফ্যাশনে।

মেট্রোপলিটন মিউজিয়ামের কস্টিউম ইনস্টিটিউট আর জাপানিজ গ্যালারির যৌথ আয়োজনে ৬০টিরও বেশি কিমোনো প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনী চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত।

তথ্য: রয়টার্স; ছবি: এএফপি

১/৭
বিজ্ঞাপন
২/৭
বিজ্ঞাপন
৩/৭
৪/৭
৫/৭
৬/৭
৭/৭
প্রকাশ: ১৩ জুন ২০২২, ০২: ০০
বিজ্ঞাপন