বিশ্বজুড়ে সারা বছর ধরে চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে সঙ্গে ফ্যাশন নিয়ে যাঁরা উৎসাহী, তাঁরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কান চলচ্চিত্র উৎসবের জন্য। বার্ষিক এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বের সব নামীদামি চলচ্চিত্র তারকা, প্রথিতযশা ডিজাইনার ও অ্যাস্থেটিশিয়ানদের উৎসাহ-উদ্দীপনার সীমা থাকে না। কানের লালগালিচা মানেই অন্য রকম আর বিশেষ কিছু। নজরকাড়া সব ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে বিভিন্ন অসাধারণ ডিজাইনের কতুর গাউন, চোখধাঁধানো অলংকার ও রূপসজ্জা—কান রেড কার্পেটে আছে এর সবকিছু। এবারের কান চলচ্চিত্র উৎসবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমক যেন আরেকটু বেশি। ২০২২ সালের কানের লালগালিচায় সেরা দশটি সাজপোশাকের দিকে নজর দেওয়া যাক, যেগুলো আলোচনার শীর্ষে ছিল।
এ বছরই প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন হলিউডের মেধাবী অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘আর্মাগেডন টাইম’-এর স্ক্রিনিংয়ের দিন তিনি পরেছিলেন সাদা রঙের গাউন। এম্পায়ার লাইন ও লম্বা ট্রেনযুক্ত আপাতদৃষ্টে সাদামাটা অথচ অত্যন্ত অভিজাত দেখতে এই গাউন এসেছে জর্জিও আরমানির ওত কতুর লাইন আরমানি প্রিভ থেকে। অপরূপ সুন্দর গাউনটির সঙ্গে তিনি গলায় পরেছিলেন জুয়েলারি ব্র্যান্ড বুলগারির কুশন-কাট স্যাফায়ার পাথরের পেনডেন্ট।
‘থার্টিন রিজনস হোয়াই’ চলচ্চিত্রখ্যাত তরুণ অভিনেত্রী ক্যাথরিন ল্যাংফোর্ডকে উৎসবের প্রথম দিন রেড কার্পেটে প্রাডার গাউনে হাঁটতে দেখা গিয়েছে। ঝিকমিকে রুপালি সিকুইনসে আচ্ছাদিত গাউনটিতে নজর কেড়েছে এর হাফ বো ও মাঝারি দৈর্ঘ্যের ডবল ট্রেন।
এবারের উৎসবের লালগালিচায় বেশ কয়েকটি ভিনটেজ ড্রেস দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আমেরিকান অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল পরিহিত ভিনটেজ ডিওর গাউনটি। এই স্ট্রাইপড গাউন সংগ্রহ করা হয়েছে ক্রিশ্চিয়ান ডিওরের ফল ২০১৮ কতুর কালেকশন থেকে।
ইতালিয়ান-ফরাসি সংগীতশিল্পী ও ফ্যাশন মডেল কার্লা ব্রুনি ‘ট্রায়াঙ্গ্যাল অব স্যাডনেস’ সিনেমার প্রিমিয়ারের লালগালিচায় হেঁটেছেন লাইলাক বা নরম বেগুনি রঙের ঝলমলে গাউনে। নব্বই দশক-প্রাণিত স্লিঙ্কি গাউনটি বানিয়েছে ফরাসি বুটিক সেলিন। স্প্যাগেটি স্ট্র্যাপস ও কাউল নেকলাইন গাউনটির সঙ্গে তিনি গলায় পরেছিলেন লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড বুলগারির স্টেটমেন্ট নেকলেস।
প্রতিবছরই কান চলচ্চিত্র উৎসবে লিয়ার ফ্যাশনেবল উপস্থিতি মুগ্ধ করে সবাইকে। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। এই আয়োজনে তাঁকে একাধিক লুই ভিতোঁ গাউনে দেখা গেছে। কিন্তু বেশি আলোচনা হচ্ছে ‘ক্রাইম অব দ্য ফিউচার’ সিনেমার ফটোকলে তাঁর পরা লুই ভিতোঁর বক্সি স্যুট সেটটিকে নিয়ে। সেটটিতে ছিল ওভারসাইজ কালো উলের জ্যাকেট ও ম্যাচিং শর্টস। এর সঙ্গে জোড় বেঁধেছে সাদা শার্ট আর নজরকাড়া ফ্লোরাল প্রিন্টের টাই। পায়ে ছিল কালো পাম্প। এই সবকিছুই লুই ভিতোঁর কালেকশন থেকে নেওয়া।
ভিক্টোরিয়াজ সিক্রেট অ্যাঞ্জেল বেলা হাদিদ এবার রেড কার্পেট মাতিয়েছেন ভিনটেজ ভারসাচি গাউনে। স্ট্র্যাপলেস গাউনটির বিশেষত্ব হচ্ছে, এর মারমেইড শিলুয়েটের সঙ্গে কোমরঘেরা ড্রেপ আর পেছনের নাটকীয় বো। কালো রঙের অনন্যসাধারণ পোশাকটি ১৯৮৭ সালে সামার/স্প্রিং কালেকশনের জন্য ডিজাইন করেছিলেন স্বয়ং জিয়ান্নি ভারসাচে।
২০ বছর বয়সী মডেল কায়া গারবার এবার কান চলচ্চিত্র উৎসবে সবার চোখ ধাঁধিয়েছেন রেড বোম্বশেল হল্টার ড্রেসে। টকটকে লাল রঙের এলিগ্যান্ট স্লিপ ড্রেসটি বানিয়েছে ফরাসি ফ্যাশন হাউস সেলিন। গাউনটির সঙ্গে গয়না হিসেবে কায়া পরেছিলেন টিফানি অ্যান্ড কোংয়ের ছোট্ট কানের দুল। পুরো সাজেই তাঁকে দেখাচ্ছিল বাহুল্যবর্জিত অথচ অভিজাত।
এ বছর কান উৎসবের জুরিবোর্ডের সদস্য দীপিকা পাড়ুকোনকে গত দুই সপ্তাহে অসাধারণ সব সাজপোশাকে দেখা গিয়েছে। তবে শেষ দানে সবাইকে মাত করতে তিনি উৎসবের শেষ দিনের লালগালিচায় এসেছিলেন তাঁর এবারের সেরা রূপে। সেদিন এই বলিউড সুন্দরী ভারতীয় ডিজাইনার যুগল—আবু জানি ও সন্দ্বীপ খোসলার তৈরি করা অফ হোয়াইট রাফল শাড়ি পরেছিলেন। এর সঙ্গে ছিল মুক্তা, ক্রিস্টাল ও রুপালি সিকুইনসের মিশ্রণে তৈরি অত্যন্ত মানানসই স্ট্র্যাপলেস ব্লাউজ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর শরীরের ঊর্ধ্বাংশজুড়ে হাতে বোনা মুক্তার বর্ণাঢ্য বডি জুয়েলারি। এ ছাড়া তিনি পরেছিলেন বদ্রিচাঁদ ঘনশ্যাম দাসের কানের দুল।
কিংবদন্তি সুপারমডেল নাওমি ক্যাম্পবেল ‘ডিসিশন টু লিভ’ সিনেমার প্রিমিয়ারে পরে এসেছিলেন ড্রামাটিক কাটআউট গাউন পরে। গভীর ভি-লাইনযুক্ত কালো গাউনটি সংগ্রহ করা হয়েছে ভ্যালেন্টিনোর একদম নতুন ওত কতুর কালেকশন থেকে। এর পুরোটা জুড়েই ছিল পালকের এমবেলিশমেন্ট। অনুষঙ্গ হিসেবে গলায় পরেছিলেন বুলগারির নতুন কালেকশনের সার্পেন্টি ওশান ট্রেজার নেকলেস।
শ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিস্টেন স্টুয়ার্টকে এই উৎসবের বিভিন্ন ইভেন্টে শ্যানেলের পোশাকে দেখা যাবে, এটাই স্বাভাবিক। তাঁর আসন্ন সিনেমা ‘ক্রাইম অফ দ্য ফিউচার’-এর প্রিমিয়ারে তাঁকে দেখা গেছে স্টেইনড গ্লাসের আদলে ডিজাইন করা পুরো হাতার ক্রপ টপ আর সিল্কের অফ হোয়াইট স্কার্টে। এক পাশে স্লিটযুক্ত মিডি স্কার্টটির সামনের দিকে ছিল নাটকীয় রকমের ঢাউস এক বো।