আরিফিন শুভর ঝলমলে লুক
শেয়ার করুন
ফলো করুন

সময়টা এখন এমনিতেই অভিনেতা আরিফন শুভর। উজ্জ্বল ঝলমলে সিকুইন্সের কালো ফেব্রিকের অত্যন্ত স্টাইলিশ স্লিম ফিট জ্যাকেট। স্যুটের প্যান্টটি কালো ক্ল্যাসিক প্লেইন ফ্যাব্রিকের। সাদা ফিটেড শার্টের কাফ দুটি জ্যাকেটের স্লিভ পেরিয়েছে। সিঙ্গেল ব্রেস্টেড টু বাটন স্যুটের সঙ্গে মানানসই কালো নেকটাই। সাদা শার্টের কালো ছোট বাটনগুলো নজর কাড়ছে। হাতের বড় ডায়ালের রুপালি ঘড়ি ও কাঠের বিডসের ব্রেসলেট। আরেক হাতে রুপালি আংটি। ব্যাক ব্রাশ করা একটু বড় চুল আর স্টাবল ধাঁচের দাড়িতে শুভকে লাগছে অত্যন্ত আত্মবিশ্বাসী। সঙ্গে কালো চকচকে ড্রেস শুজও মানিয়ে গেছে খুবই।

১/১
বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ মে ২০২২, ১৫: ৩৯
বিজ্ঞাপন