ইয়েলোর স্টোরে এখন পাওয়া যাবে আউটডোর প্রোডাক্টস–এর ব্যাকপ্যাক
শেয়ার করুন
ফলো করুন

দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ইয়োলোর সঙ্গে এক্সক্লুসিভ পার্টনারশিপে বাজারে এসেছে ব্র্যান্ডটি। সম্প্রতি ইয়োলোর গুলশান ফ্ল্যাগশিপ স্টোরে আউটডোর প্রোডাক্টসের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, আইওয়ামা কিমিনোরি, বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা নাভেদ হোসেন, ইতোচু টেক্সটাইস প্রমিনেন্টের (এশিয়া) ব্যবস্থাপনা পরিচালক, মোরিতা হিরোশি, ইয়েলোর নির্বাহী পরিচালক শেহরিয়ার বার্নিসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বাংলাদেশে আউটডোর প্রোডাক্টসের যাত্রা শুরু উপলক্ষে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা বলেন, ‘আমি সব সময় বলি যে মানুষের নিজেদের সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই পণ্যগুলো সেই সংযোগ করবে এবং এটা স্পষ্ট।

বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য জাপানের কোম্পানিগুলোর জন্য এটা অনেক বড় পরিসর। আর আজকের এই পদক্ষেপও সে হিসেবে প্রথম বড় পদক্ষেপ। আশা করি, অন্য জাপানিজ কোম্পানিরা এ সাহসী পদক্ষেপ অনুসরণ করবে।’

বিজ্ঞাপন

ইয়েলোর নির্বাহী পরিচালক, শেহরিয়ার বার্নি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আউটডোর প্রোডাক্টস (ওডিপি) এবং জাপানের ইতোচুর সহযোগিতায় ইয়েলোতে একটি নতুন প্রোডাক্ট লাইন চালুর ঘোষণা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বেশ কয়েকটি প্রজেক্টের মাধ্যমে ইয়েলো ও ইতোচুর পার্টনারশিপ পাঁচ বছরের বেশি সময় ধরে বজায় আছে। ১৯৭৩ সাল থেকে আউটডোর প্রোডাক্টস উন্নত মানের হাইকিং ও স্পোর্টস প্রোডাক্টস বাজারজাত করে আসছে এবং বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।

এখন থেকে বাংলাদেশের বাজারে আউটডোর প্রোডাক্টসের মার্জিত ও ট্রেন্ডি ব্যাকপ্যাক এবং ডাফেল ব্যাগ পাওয়া যাবে ইয়েলোতে। আমাদের বিশ্বাস, উচ্চ মানসম্পন্ন সিম্পল এই হাইকিং ব্যাকপ্যাক, স্কুল ব্যাকপ্যাক, ট্রাভেল ডাফেল এবং মেসেঞ্জার ব্যাগগুলো বাংলাদেশের গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আউটডোর প্রোডাক্টসের ভ্রমণ প্যাক, ডেপ্যাক, হাইকিং ব্যাকপ্যাক, ল্যাপটপ ব্যাকপ্যাকসহ জনপ্রিয় ব্যাগগুলো প্রদর্শন করা হয়। স্থায়িত্ব, নৈপুণ্য ও কার্যকারিতার দিক থেকে ব্র্যান্ডটির প্রতিটি পণ্যে সেরা মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে।

সেই সঙ্গে ডিজাইন ও টেকনোলজিতে নিশ্চিত করা হয়েছে বর্তমান সময়ের চাহিদা। আউটডোর প্রোডাক্টস বর্তমানে ইয়েলো গুলশান ফ্ল্যাগশিপ স্টোরে পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে অন্যান্য স্টোর ও অনলাইনে পাওয়া যাবে।

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৩০
বিজ্ঞাপন