ল্যাকমে ফ্যাশন উইকের সিলভার জুবিলি: যখন পুরোনো চালই ভাতে বাড়ে
শেয়ার করুন
ফলো করুন

পুরোনো চাল ভাতে বাড়ে। ওল্ড ইজ গোল্ড। অথবা এইজিং লাইক আ ফাইন ওয়াইন। এই কথাগুলোর সবগুলোই আসলে প্রযোজ্য এবারের ল্যাকমে ফ্যাশন উইকের আসরের জন্য। এ বছর সিলভার জুবিলি হলো ভারতের সবচেয়ে বড় এই ফ্যাশন বোনানজার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ডিজাইনারদের চোখধাঁধানো কালেকশনে সকলকে সম্মোহিত করেছেন তারকারা রানওয়েতে স্বমহিমায় হেঁটে। আর এখানে র‍্যাম্প মাতানোর ক্ষেত্রে একটু বেশিই এগিয়ে আছেন পরিণত বয়সের তারকারা। সেজন্যই প্রথমে এই প্রবাদ-প্রবচনগুলোর অবতারণা। কারিশমা কাপুর, শিল্পা শেঠি, মালাইকা অরোরার চার্ম যেন সময়কে হার মানিয়ে চলেছে বছরের পর বছর। আর এবার ল্যাকমে ফ্যাশন উইকে তাঁরা জ্বলজ্বল করেছেন নবীন তারকাদেরকে ছাপিয়ে। চলুন তবে দেখে নিই কীভাবে এই ফ্যাশন আসরে পুরোনো চালই ভাতে বাড়ল।

১/৪
মোহাম্মাদ মাজহারের গ্ল্যাডিয়েটর স্টাইল বাস্টিয়ার আর ডুরে শাড়ির সাদা-কালো লুকে ৪৯ বছরের শিল্পা শেঠি
মোহাম্মাদ মাজহারের গ্ল্যাডিয়েটর স্টাইল বাস্টিয়ার আর ডুরে শাড়ির সাদা-কালো লুকে ৪৯ বছরের শিল্পা শেঠি
বিজ্ঞাপন
২/৪
হাফ সেঞ্চুরি করেছেন সত্য পলের শো স্টপার কারিশমা কাপুর
হাফ সেঞ্চুরি করেছেন সত্য পলের শো স্টপার কারিশমা কাপুর
বিজ্ঞাপন
৩/৪
ফাল্গুনি সেন পিপকের অল ব্ল্যাক স্যুটে পরিচালক করণ জোহর। সম্প্রতি তিনিও ৫১ বছর পার করলেন।
ফাল্গুনি সেন পিপকের অল ব্ল্যাক স্যুটে পরিচালক করণ জোহর। সম্প্রতি তিনিও ৫১ বছর পার করলেন।
৪/৪
নম্রতা জোশিপুরার কালো অ্যাথলেজারে ৫১ বছর বয়সী মালাইকা অরোরা
নম্রতা জোশিপুরার কালো অ্যাথলেজারে ৫১ বছর বয়সী মালাইকা অরোরা

ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের ইন্সটাগ্রাম

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১০: ৫৯
বিজ্ঞাপন