পুরোনো চাল ভাতে বাড়ে। ওল্ড ইজ গোল্ড। অথবা এইজিং লাইক আ ফাইন ওয়াইন। এই কথাগুলোর সবগুলোই আসলে প্রযোজ্য এবারের ল্যাকমে ফ্যাশন উইকের আসরের জন্য। এ বছর সিলভার জুবিলি হলো ভারতের সবচেয়ে বড় এই ফ্যাশন বোনানজার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ডিজাইনারদের চোখধাঁধানো কালেকশনে সকলকে সম্মোহিত করেছেন তারকারা রানওয়েতে স্বমহিমায় হেঁটে। আর এখানে র্যাম্প মাতানোর ক্ষেত্রে একটু বেশিই এগিয়ে আছেন পরিণত বয়সের তারকারা। সেজন্যই প্রথমে এই প্রবাদ-প্রবচনগুলোর অবতারণা। কারিশমা কাপুর, শিল্পা শেঠি, মালাইকা অরোরার চার্ম যেন সময়কে হার মানিয়ে চলেছে বছরের পর বছর। আর এবার ল্যাকমে ফ্যাশন উইকে তাঁরা জ্বলজ্বল করেছেন নবীন তারকাদেরকে ছাপিয়ে। চলুন তবে দেখে নিই কীভাবে এই ফ্যাশন আসরে পুরোনো চালই ভাতে বাড়ল।
ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের ইন্সটাগ্রাম