বিচওয়্যার ফ্যাশনে বলিউড তারকারা
শেয়ার করুন
ফলো করুন

বিচওয়্যার ফ্যাশনের ধারণা প্রথম জনপ্রিয়তা পায় নব্বইয়ের দশকের দিকে। সে সময় ইউরোপের সমুদ্রসৈকতগুলো অবকাশ যাপনের জন্য ব্যবহৃত হতে শুরু করেছিল। তবে তখন শুধু বিকিনি বলতেই বিচওয়্যার বোঝানো হতো। তবে ফ্যাশনের ধারা ভেঙে বিচওয়্যারে যোগ হয়েছে ম্যাক্সি ড্রেস, মিডি ড্রেস, বিচ কিমোনো, কাফতান, সুইমিং ড্রেস, কো-অর্ড সেট, নিটের মেশ টপ, নিটের নটেড স্কার্টের মতো পোশাক।

বিজ্ঞাপন

বলিউড তারকা দিশা পাটানিকে প্রায়ই দেখা যায় বিচওয়্যারে। মালদ্বীপের নীল জলে তাঁর আবেদনময়ী ফ্যাশন মন কাড়ে ভক্ত-অনুরাগীদের। এবার মুম্বাইয়ের বিচে তাঁকে দেখা গেল সাদা বিচওয়্যারে। সাদা বিকিনি টপের সঙ্গে তিনি পরেছিলেন নিটের অফ শোল্ডার মেশ টপ। আর এর সঙ্গে সাদা ডেস্ট্রয়েড হট প্যান্ট। খুবই মিলিমাল সাজের ক্যাজুয়াল বিচ লুকের একটি ভিডিও তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন।

বিজ্ঞাপন

আরেক বলিউড তারকা অনন্যা পান্ডে তাঁর সিনেমা ‘লাইগার’ নিয়ে আছেন চর্চার শীর্ষে। সম্প্রতি তিনি সিনেমার একটি গানের কিছু ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করছেন। আর তাঁর ভিন্নধর্মী লুক ও ফ্যাশনের জন্য ইতিমধ্যেই বাহবা পেয়েছেন তরুণ এই নায়িকা। ক্যামেরার সামনে বিচওয়্যারে ধরা দিয়েছেন তিনি। লাল-মেরুন প্রিন্টেড বিকিনি কাটের কো-অর্ড সেটে রাখা হয়েছে সমুদ্রের আবহ। বিকিন টপের নিচে আটকানো হয়েছে শামুক। এ ছাড়া শেলের হুপ দুল ও ব্রেসলেটেও তাঁর লুকের সঙ্গে একেবারেই মানানসই হয়েছে।

ছবি: ইন্সটাগ্রাম হ্যন্ডল

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১৩: ১০
বিজ্ঞাপন