কেয়ার অব ঢাকার প্রদর্শনী: একই সঙ্গে অভিনব আর ক্ল্যাসিক গয়নার সমাহার
শেয়ার করুন
ফলো করুন

আমার ঢাকা। ফেসবুকভিত্তিক পপ আপ স্টোর কেয়ার অব ঢাকার আসন্ন অফলাইন প্রদর্শনী অটাম ক্লাউডসের থিম এটিই রাখা হয়েছে। আসলে ঢাকা তো আমারই। এই আমি মানে আমি–আপনি সবাই। দেশের সব প্রান্ত থেকে আসা মানুষকে যেমন বুড়িগঙ্গাবিধৌত এই উদার শহরটি আপন করে নিয়েছে, তেমনি পরিযায়ীদের সংস্কৃতি যুগ–যুগান্তর ধরে ঢাকাকে করেছে ঋদ্ধ। তাই আমার ঢাকা বললে সবাই আমরা আবেগপ্রবণ হয়ে উঠি। আর ফ্যাশন হোক বা জীবনযাপন—আবেগ ছাড়া কি কিছুর অস্তিত্ব আছে? আমার ঢাকা থিমে এত চমৎকারভাবে একেকটি গয়না ফুটিয়ে তোলা হয়েছে যে তা স্বচক্ষে দেখতে হলেও একবার এ প্রদর্শনীতে যেতে হবে ফ্যাশনিস্তাদের।

পরিধেয় পোশাক আর নিপুণ হাতে করা সাজগোজ বিশেষ দিন বা বিশেষ মানুষের সঙ্গটিকে আরও বিশিষ্ট করে তোলে। কিন্তু এর সঙ্গে সঠিক সংগত দেওয়ার মতো অনুষঙ্গ না হলে কিন্তু অসম্পূর্ণতা রয়েই যায়। আমাদের দেশের গয়নার উদ্যোগগুলো এখন প্রচলিত ধারা ভেঙে বহুদূর এগিয়ে গেছে। কেয়ার অব ঢাকার অটাম ক্লাউডস প্রদর্শনীতে অংশগ্রহণকারী এমন সব সৃজনশীল গয়নাশিল্পীদের ঝাঁপিতে ক্ল্যাসিক থেকে শুরু করে বোহেমিয়ান সব লুকের জন্য আছে প্রচুর অপশন।

বিজ্ঞাপন

বারো মাসে তেরো পার্বণের নগরী ঢাকায় আপনার উৎসব বা প্রাত্যহিক সাজের জন্য কারখানা তৈরি হয়েছে সদ্য তৈরি বিশাল সংগ্রহ নিয়ে। বিভিন্ন শেডের ধাতব ফিনিশের ব্রাস মেটাল আর নানা রঙের পাথরের সমন্বয়ে বানানো কানের দুল, আংটি, চুড়ি ও চোকার পাবেন এখানে। আর কারখানার স্বত্বাধিকারী তিলোত্তমা মেহজাবীনের সৃজনশীল ডিজাইনের ঝরাপাতা, মধু বা পাতা নামের কান-গলার যুগলবন্দীগুলো তো রীতিমতো সংগ্রহে রাখার মতো। আর আমার ঢাকা থিমে ঢাকা শহরের দালানকোঠাময় স্কাইলাইনকে দারুণ মুনশিয়ানায় নেকপিসে তুলে এনেছেন তিলোত্তমা।

 
গয়নার আরেক উদ্যোগ মল্লিকা। এখানে ব্রাস মেটালের পাশাপাশি নজরকাড়া পলার গয়নার দেখা মিলবে। বালার বাইরে গিয়ে কারুকাজ করা পলার আংটি, হার, দুল সবই রয়েছে মল্লিকায়। তবে তাদের আমার ঢাকা থিমে করা রিকশা নেকপিসটি যেকোনো পশ্চিমা বা ট্র্যাডিশনাল সাদামাটা সাজের আবেদন বাড়াবে বহুগুণ। কর্ণধার অলিভিয়া বিশ্বাস আসলে রংচঙে রিকশাগুলোকে ছাড়া ঢাকাকে কল্পনাই করতে পারেন না। হুডখোলা রিকশায় করে ঘুরে বেড়ানো আর রিকশার টুংটাং শব্দ তো ঢাকার অবিচ্ছেদ্য অংশ।

বিজ্ঞাপন

প্রচলিত ধারার বাইরে বোহেমিয়ান আমেজ আনতে সব ধরনের সাজপোশাকের সঙ্গে চমৎকার লাগবে মিথ আর্টস অ্যান্ড ক্র্যাফটসের সুই–সুতার বুননের গয়নাগুলো। আছে আয়না বসানো বা পুঁতি, কড়ির সংযোগ। উদ্যোগটির প্রাণভোমরা প্রিথিলা শাহনেওয়াজের আমার ঢাকা থিমে জামদানি ফেব্রিকের মোটিফকে হিরো করে বানানো গয়নাগুলো এককথায় স্টেটমেন্ট পিস বলা যায়। জামদানি যে ঢাকারই অহংকার, আর সেই সঙ্গে আমাদের দেশের—সে কথা তো সবাই জানি আমরা।

সুতন্তু তাদের সিগনেচার মুক্তা আর মেটালের গয়নার পাশাপাশি ম্যাক্রেমের ট্রেন্ডি নেকপিস নিয়ে থাকবে প্রদর্শনীতে। কিন্তু আমার ঢাকা থিমে করা তাদের রাজকীয় ডিজাইনের সেটটি আসলেই নজরকাড়া। সুতন্তুর স্বত্বাধিকারী ও ডিজাইনার শাহনাজ মোস্তফা মিথিলা ও সানজিয়া মোস্তফা সেতু। বললেন, ইতিহাস আর শতবর্ষী ঐতিহ্যের মিশেলে ভরপুর আমাদের ঢাকা। সেই শতবর্ষী ঐতিহ্যের ভাবনা থেকে নওয়াব বাহাদুর স্যার খাজা আহসানুল্লাহর সমৃদ্ধ সংগ্রহ থেকে অনুপ্রাণিত হয়ে সুতন্তু তৈরি করেছে এই জমকালো গয়না।

স্বাক্ষরের ডুয়েল টোনের তামা ও পিতলের সমন্বয়ে তৈরি গয়নার সেটগুলো যেকোনো সাজে আনবে পূর্ণতা। মিনিমাল অথচ অত্যন্ত ট্র্যাডিশনাল এই গয়নাগুলোতে নওরিন জাহানের বুদ্ধিদীপ্ত ডিজাইনের ছাপ সুস্পষ্ট। চান্দবালিগুলোতে একেবারে নিজেদের মতো করে অভিনব নকশা করা হয়েছে। আরও মন কাড়বে সাদামাটা অথচ নজরকাড়া ডিজাইনের আমার দেশ নেকপিস। তবে বাজিমাত করবে নেকপিসে আমার ঢাকা থিমের সংসদ ভবনের চিত্রটি, এ কথা বলাই যায়। স্থপতি লুই কানের এই অমর কীর্তি এখন আপনার গয়নার বাক্সে থাকবে।


বোকা বাক্স নামটি শুনে বোকা বনে যাবেন না যেন। কাঠ, মেটাল, ফেব্রিক, কাগজ এসব কিছু দিয়ে অত্যন্ত বুদ্ধিদীপ্ত ডিজাইনে গয়না বানান বোকা বাক্সের কর্ণধার অর্ণব সাহা। ঢাকা শহরকে ভালোবেসে করা শহরনামা সিরিজের দুর্দান্ত সব কাঠের কান-গলার সেট সংগ্রহে রাখার মতো। মিলবে এগুলো সবই অটাম ক্লাউডস প্রদর্শনীতে। বিশেষ করে কেমন আছো ঢাকা কথাটি কানে–গলায় দিয়ে বানানো কাঠের সেটটি কেমন যেন মন ছুঁয়ে যায়। আসলেই কি ঢাকা বা ঢাকা শহরের মানুষগুলো ভালো আছে?

এবার কেয়ার অব ঢাকার অটাম ক্লাউডস প্রদর্শনীর গয়নার গল্পে ইতি টানা যাক বাহানিশকে দিয়ে। বাহানিশের গয়নার বৈচিত্র্য মুগ্ধ করার মতো। তেমনি আমার ঢাকা থিম নিয়ে এই উদ্যোগের কর্ণধার শিমলা হক ও লাবনী হকের ভাবনাটিও বেশ চমকপ্রদ। ঢাকাই সিনেমা ছাড়া ঢাকা শহর ভাবাই যায় না। হলের বাইরে বিশাল ব্যানার, রিকশার পেছনে আর শহরজোড়া সাঁটা পোস্টারে ঢাকাই ছবির স্বপ্নের নায়িকাদেরকে চোখে পড়লে ফিরে চাইতেই হয়। আর তাঁদের মধ্যে সর্বকালের সর্বসেরাদের একজন ববিতা। তাঁরই প্রতিকৃতি নেকপিসে এনে ঢাকাই সিনেমাকে নিজেদের কায়দায় ট্রিবিউট দিল বাহানিশ। এমনিতে তাদের খানদানি জামদানি ডিজাইনের কাটাই কাজ করা গয়নাগুলোও চমৎকার।  


কেয়ার অব ঢাকা একটি ফেসবুকভিত্তিক পপ আপ স্টোর। তারা ৬ থেকে ৭ অক্টোবর ২০২৩–এ আয়োজন করছে তাদের দ্বিতীয় অফলাইন প্রদর্শনী অটাম ক্লাউডস। এবার ৩০টি ব্র্যান্ড অংশ নিচ্ছে এই আয়োজনে। তারা প্রত্যেকে তৈরি করেছে এমন একেকটি করে বিশেষ পণ্য, যা প্রতিনিধিত্ব করে আমাদের প্রিয় শহর ঢাকাকে। এই অভিনব উদ্যোগের আদ্যোপান্ত জানতে হলে চোখ রাখতে হবে কেয়ার অব ঢাকার পেজে এবং আসতে হবে অটাম ক্লাউডস বাই কেয়ার অব ঢাকা মেলায়, ধানমন্ডি ২৭ এর মাইডাস সেন্টারে। উল্লেখ্য, এই চমৎকার আয়োজনে কেয়ার অব ঢাকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েব পোর্টাল হাল ফ্যাশন।

ছবিঃ কেয়ার অব ঢাকা ও উদ্যোক্তাদের ফেসবুক পেইজ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ১৪: ০০
বিজ্ঞাপন